| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাস্তবতা বইয়ের পাতা
দুটোই যখন দুইমুখো
দেশের আশার হবে কি বল?
নেত্রী যখন এক রুখো ।
মরছে মানুষ জ্বলছে গাড়ি
পুড়ছে আম জনতা
তবু তাহার কথার বাহার
বাড়ছে আস্থাহীনতা ।
কিসের আবার অপর পক্ষ
লাগবে নাকি আবার সখ্য
আই ডোন্ট কেয়ার
পলি-টিক্স এ আমি দক্ষ ।
আমার চাই ক্ষমতা
মরছে মরুক জনতা
দেশ হলেই অচল
হবে ক্ষমতার রদ বদল ।
সুশীলের মিছিলে
ভূরি ভূরি যুক্তি
কারো সাথে হাতে হাতে
হয়ে গেছে চুক্তি।
পরদেশীর বাজছে বাঁশি
সিগন্যাল বুজা দায়
ব্যাকুল চোখে তার দিকে
হায় নেত্রী হায়!! ![]()
কি হবে তা জানিনা
হাব ভাব কিছু বুঝিনা
আমি সাধারন জনগন
স্বাধীন দেশে চাই স্বাধীন জীবন।।
©somewhere in net ltd.