![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইবার পরিচয়ে বিয়ে করা কি ভাল নয়?
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
মোবাইল, ল্যাপটপ বা পিসিতে কোনও সোস্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে চ্যাট করছেন৷ হঠাৎ একজনের ফ্রেন্ড রিকোয়েস্ট৷প্রোফাইল বা ছবি দেখে পছন্দ হয়ে গেল আপনার৷ বাস! ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলেন৷ এরপর চ্যাট, পরিচয়৷ আপনার মনের কোনে একটু একটু করে জায়গা করে নেয় বন্ধুটি৷ একসময় আপনার হৃদয় জুড়ে শুধু সেই রয়েছে৷এবার তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিলেন৷ কিন্তু বিয়ে করার পর দেখলেন সাইবার দুনিয়ায় আপনার সেই প্রিয় জীবনসাথী বাস্তবে একেবারে আলাদা৷ বাস আপনি পড়লেন আকাশ থেকে৷কি হবে এখন? শেষমেষ নিজেকে মানাতে না পেরে বিবাহ বিচ্ছেদ করতে বাধ্য হলেন আপনি৷
সম্প্রতি যুক্তরাষ্টের একদল গবেষক জানিয়েছেন অনলাইনে তৈরি হওয়া সম্পর্কই সবচেয়ে দ্রুত ভেঙে যেতে পারে৷গবেষকরা আরও জানিয়েছেন, মুখোমুখি সাক্ষাৎ হওয়া বা সরাসরি সাক্ষাৎ হওয়ার থেকে অনলাইনে সাক্ষাৎ হওয়া সম্পর্ক ভেঙে যাওয়ার পরিমাণ অনেকটাই বেশি৷
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট, অনলাইন ডেটিং সাইট ও পারস্পরিক যোগাযোগের মোবাইল অ্যাপ্লিকেশনগুলো এখন তুমুল জনপ্রিয়৷অনলাইনে তাই অনেকেই সম্পর্ক গড়ে তুলছেন এবং এ সম্পর্ককে ভবিষ্যত সঙ্গী হিসেবে পাওয়ার চেষ্টা সংক্রান্ত নিবন্ধ প্রকাশিত হয়েছে সাইবারসাইকোলজি বিহেভিয়ার অ্যান্ড সোস্যাল নেটওয়ার্কিং পত্রিকাতে
২| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: খুব কম পরিবার এই ধরনের বিয়ে মেনে নেয়। কারণ, সবাই সব দেখে শুনে বিয়ে করতে চায়।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৯
ক্যান্সারযোদ্ধা বলেছেন: আম সাইবার প্রেমে নাই মামাহ!