![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১০ জানুয়ারি ২০১৬ রবিবার, ০১:০৪ পিএম
শিউরে ওঠার মতো ভিডিও!
পেরুতে একটি অনুষ্ঠান চলছিলো। অনুষ্ঠানস্থলে অসংখ্য দর্শক সমাগম হয়েছিলো। আর এরই মাঝে চলে আসে একটি খ্যাপা ষাঁড়। সে কোনো দিকে না তাকিয়ে একের পর এক আক্রমণ করতে থাকে উপস্থিত দর্শকদের। খ্যাপা ষাঁড়ের এরকম ভয়ঙ্কর অতর্কিত আক্রমণের জন্য মোটেই প্রস্তুত ছিলেন না স্থানীয় দর্শকরা। তারা এক মুহূর্ত সময় নষ্ট না করে দৌড়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু ষাঁড়ের হাত থেকে বাঁচার জন্য তা মোটেই যথেষ্ঠ ছিলো না। এই দিনের ঘটনায় ষাঁড়ের হাতে জখম হয়েছেন বেশ কয়েকজন।
৮ জন এখনো আহত অবস্থায় হাসপাতালে রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক। পেরুতে ষাঁড়ের লড়াই খুবই জনপ্রিয়। ওই উত্সবটি চারদিন ধরে চলে। সেই কারণেই সেখানে আনা হয়েছিলো ষাঁড়গুলোকে। কিন্তু ষাঁড়গুলো যে এরকমভাবে সব উত্সব পণ্ড করে দেবে, উদ্যোক্তারা তা ভাবতেও পারেননি।
©somewhere in net ltd.