![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রকাশের সময়: Wed, Jan 27th, 2016 | স্পোর্টস স্পেশাল
পাক-ভারত যুদ্ধটা এখনও চলছে! কোনো ভাবেই একে অপরকে সহ্য করতে পারেন না। এমন ঘটনাই তো অহরহ ঘটছে।
ক্রিকেটে পাকিস্তান এবং ভারতের মধ্যে খেলা হলে পুরো ক্রিকেটবিশ্বই যেন দুটি দলে ভাগ হয়ে যায়। বাংলাদেশের অনেকেই আছেন যারা পাকিস্তান বা ভারত অথবা অস্ট্রেলিয়ার খেলোয়াড়ের দারুণ ভক্ত। আবার ভারতেও অন্য দেশের খেলোয়াড়ের ভক্ত রয়েছে। এমন কোনো নিয়ম তো নেই যে এক দেশের মানুষ অন্য দেশের খেলোয়াড়দের ভক্ত হতে পারবে না।
কিন্তু নিয়ম না থাকলে কী হবে? ভারতের খেলোয়াড় বিরাট কোহলির ভক্ত হয়ে ঠিকই রাষ্ট্রদোহ মামলা খেলেন পাকিস্তানের এক নাগরিক। জেলও হয়েছে উমর দ্রাজ নামের সেই ব্যক্তির।
ঘটনাটি ঘটেছে লাহোরের ওকারায়। তাও আবার প্রজাতন্ত্র দিবসের সকালে। এই ঘটনা ঘটিয়ে গ্রেফতার তো হতেই হয়েছে সেই ব্যক্তিকে সঙ্গে পৌঁছে গিয়েছেন খবরের শিরোনামে।
গ্রেফতারের পর উমর স্বীকার করে নিয়েছেন, এই কাণ্ড তিনি ঘটিয়েছেন শুধু মাত্র বিরাট কোহলির জন্য। মঙ্গলবারই অস্ট্রেলিয়ায় টি২০ সিরিজে অসাধারণ ব্যাট করে ভারতকে জয় এনে দিয়েছেন বিরাট। তার পরই উচ্ছ্বসিত উমর বিরাটের জন্য উড়িয়ে দেন ভারতের পতাকা। তাও যদি বিরাটের ছবি নিয়ে উচ্ছ্বাস দেখাতেন তিনি।
পুলিশের তরফে বলা হয়, উমর দ্রাজ নামে ওই ব্যাক্তির বাড়ির ছাদ থেকে ভারতের পতাকা পাওয়া গিয়েছে।
পুলিশকে উমর বলেন, আমি বিরাট কোহলির খুব বড় ভক্ত। আমি ভারতীয় ক্রিকেট দলকে সমর্থন করি কোহলির জন্য। আমি আমার বাড়ির ছাদে ভারতের পতাকা রেখেছিলাম শুধুমাত্র ভারতের ক্রিকেটারদের প্রতি ভালবাসা থেকে।
তিনি এও জানান, তার এই সম্পর্কে কোনও ধারণাই ছিল না। এটা যে অপরাধ হতে পারে তিনি বুঝতে পারেননি। তাকে যেন ক্ষমা করে দেয়া হয়। তিনি ভারতীয় ক্রিকেটের একজন ভক্ত। কোনও গুপ্তচর নন। তার বাড়ির দেওয়ালেও রয়েছে বিরাট কোহলির বিরাট ছবি।
©somewhere in net ltd.