![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই ।
পাছে ভালোবেসে ফেলো তাই দূরে দূরে রই ।।
আমার এ পথে শুধু, আছে মরুভূমি ধুধু ।
আমি বাঁচাবো তোমার মাধবী অই ।।
পাছে ভালোবেসে ফেল তাই দূরে দূরে রই
কত পেয়ালা লাঞ্ছনা আমি নীরবে করি যে পান ।
আর যারা শুধা নিয়ে চলে তুমি গাও গো তাদেরই গান ।।
এমন বিভেদ কত, মনে আছে অবিরত ।
দুটি ভিন্ন জীবন যেন না মিলিত হই ।।
পাছে ভালোবেসে ফেল তাই দূরে দূরে রই
জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই ।
পাছে ভালোবেসে ফেলো তাই দূরে দূরে রই ।।
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৫
মৌতাত গোস্বামী শন্তু বলেছেন: মান্না দের নামটা বলতে কী লজ্জা লাগছে? গৌরী প্রসন্নকে চেনেন? সলিল চৌধুরী??