![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইসলামাবাদ , Wednesday, 17 February 2016
পাকিস্তান সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাকিস্তানের সঙ্গে তরল গ্যাস পাইপলাইন প্রকল্প সহ প্রায় ২০০ কোটি ডলারের চুক্তি করার জন্য আগামী কয়েক মাসের মধ্যে ইসলামাবাদ যাচ্ছেন তিনি। সূত্রে খবর, জুন-জুলাই নাগাদ পাকিস্তান সফরে যেতে পারেন প্রেসিডেন্ট পুতিন। প্রকল্প বাস্তবায়ন করতে মোট খরচ হবে ২৫০ কোটি ডলার। যার মধ্যে রাশিয়া ব্যয় করবে ২০০ কোটি টাকা। আন্তজার্তিক পর্যবেক্ষকদের মতে, এই প্রকল্পের মধ্যদিয়ে রাশিয়া এবং পাকিস্তানের মধ্যে কৌশলগত এবং রাজনৈতিক মৈত্রীর ক্ষেত্রে নতুন যুগের সূচনা হবে।
১,১০০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনের কাজ শেষ হলে রাশিয়া থেকে দৈনিক ১২০ কোটি ঘন ফুট গ্যাস করাচি হয়ে লাহোর পর্যন্ত পরিবহন করা হবে। তিন ধাপের এই প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ দুই বছরের মধ্যে শেষ হবে। পুরো প্রকল্প ২০১৯ সালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। অন্যদিকে, গত বছর ইসলামাবাদে আসা একটি রুশ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের সময় পাকিস্তান সফরের জন্য প্রেসিডেন্ট পুতিনকে আমন্ত্রণ জানিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। মূলত আমন্ত্রণরক্ষা করতে পাশাপাশি প্রকল্পের কাজ আরও এগিয়ে নিয়ে যেতেই রুশ প্রধানমন্ত্রীর পাক সফর বলে মনে করা হচ্ছে।
©somewhere in net ltd.