![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আন্তর্জাতিক ডেস্ক :
ভারতে ‘পার্সোনালিটি অব দ্য ইয়ার-২০১৫’ বা বছরের সেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছে ‘গরু’। চলতি বছর অনলাইনে ভারতীয়দের মধ্যে গরু নিয়েই সর্বাধিক আলোচনার পরিপ্রেক্ষিতে জনপ্রিয় সার্চ ইঞ্জিন ইয়াহু মঙ্গলবার এটি ঘোষণা করে।
এক বিবৃতিতে ইয়াহুর ভারত কার্যালয় জানিয়েছে, সবাইকে হটিয়ে দিয়ে চলতি বছরের সেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছে ‘পবিত্র গরু’। এর যাত্রা শুরু হয়েছিল মহারাষ্ট্র সরকারের গরুর মাংস নিষিদ্ধের মধ্য দিয়ে।
ইয়াহুর বিবৃতিতে আরও বলা হয়, ভারতে গরু জবাই, মাংস খাওয়া বা রাখার অপরাধে মানুষ হত্যার মতো ঘটনাও ঘটেছে। দেশজুড়ে অসহিষ্ণুতার একটি প্রতীক হয়ে দেখা দেয় ‘গরু’। দেশের রাজনীতিই হয়ে ওঠে ‘গরু’কেন্দ্রিক।
পুরো বছরের ঘটনা ফিরে দেখার একটি আয়োজন হল ইয়াহুর সেরা ব্যক্তিত্ব নির্বাচন। এই আয়োজনের মধ্য দিয়ে পুরো বছরের উল্লেখযোগ্য ঘটনাগুলো আবার স্মরণ করা হয়। এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় বা ব্যক্তির জন্য পদক ঘোষণা করা হয়।
২| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ১০:৪৮
নাবিক সিনবাদ বলেছেন: হাহাহাহা মজারু!
৩| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ১১:০২
নীল আকাশ বলেছেন: যে দেশে গরুর মুত্র পান করে সেখানে গরু প্রথম হবে না তো কি প্রথম হবে। এরা বরং একটা গরু কে রাষ্টপতি হিসেবে নিয়োগ দিতে পারে। ভারতে সবই সম্ভব !
৪| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ১১:০৬
শাহাদাত হোসেন বলেছেন: যেখানে মানুষের জীবনের ছেয়ে গরুর দাম বেশি সেখানেতো এটা হবেই
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৬ সকাল ১০:১৫
কল্লোল পথিক বলেছেন: ভারতের মতো দেশে এটাই সম্ভব।