নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি গর্বিত কারন আমাকে নিয়ে বলার কিছু নেই !!

ডি এম শফিক তাসলিম

ধর্মকে মেনে চলি,মুক্তিযুদ্ধকে বিশ্বাস করি।ধর্মদ্রোহি কে ঘৃণা করি ,মুক্তিযুদ্ধে অবিশ্বাসীদের ঘৃণা করি।

ডি এম শফিক তাসলিম › বিস্তারিত পোস্টঃ

মাগুর বনাম কাৎলার আভিজাত্য

১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০২


গতকালকের একটা ঘটনাই শেয়ার করছি।। পেনড্রাইভ দিয়ে ইমপ্রেস টেলিফ্লিম এর কয়েকটি সিনেমা এনেছিলাম,, হুমায়ুন অাহমেদের ছবি দেখার পর দেখা শুরু করলাম নূতন "৭১ এর মা জননী"। ভালই দেখছিলাম।।। পরিষ্কার ফ্লিম!! ইকটু পরই ঘটল বিপত্তি!! মুহূর্তেই বাসার বন্ধু ও বন্ধুর মা সহ অামি কই যাই,কই যাই অবস্থা।। বিব্রত হওয়া কাকে বলে এর মনে হয় কোনো অবস্থা নেই।।
, , নায়িকা নিপুনের একটি খোলা দেহের নির্যাতনের চিত্র!! ,তিনি যে ভাবে পাক কমান্ডারের সাথে স্রেফ বস্রহীন ভাবে উপস্থাপিত হয়েছেন, অামার মনে হয়েছে "ধর্ষিতা বোঝাতে বুঝি ধর্ষিত হয়েই বোঝাতে হবে ""।।
পর সমাচার :
চৌধুরি সাহেব??
অাগে মুনমুন,ময়ুরী নোংরামি করত গল্পের অপ্রয়োজনে অার এখন নিপুন,জয়া,পরিমনি ওতিন্নি হিল্লোল রা সেই নোংরামি করে গল্পের প্রয়োজনে।।।
,,,, ,,,,
অাগে নোংরামি হত ঘোলা মিলিমিটার ফ্লিমে, দেখতে কি যে কষ্ট করতেন অাপনি।। অার এখন হয় রেড ক্যামেরায় এইচডি ভার্সনে!!
,, ,,,,
ও চৌধুরী সাহেব??
অাগে মুনমুন-ময়ুরী দের বলা হত নম্বর"টু"! অার এখন জয়া,নিপুন,তিন্নি দের বলা হয় "সাহসী "।।
অাগে বলত "অশ্লীল " অার এখন বলে "অাইটেম সঙ"!!!!
,,,,,,,শেষ কথা বলে যাই চৌধুরী সাহেব!!!
যাত্রার "মাইয়া" নাচলে কয় নর্তকী,, অার গুলশানের তরুনী নাচলে কয় নৃত্যশিল্পী!!!
ভালই তো সব বুঝেন,, অার এইটা বুঝেন না?? সাহসিকতাই যদি অভিনয় হয় তবে তো সানি লিওন পৃথিবীর সব চেয়ে সাহসি শিল্পী!!!
বড় কথা হল সব মাছই মল খায় দোষ পড়ে শুধু মাগুর মাছের !!
থাক অার কিছু কমুনা স্টপ গেলাম,,,৫৭ ধারার ভয় অাছেতো!!
©ডি এম পোস্ট

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২০

মেহেদী হাসান শীষ বলেছেন: হ্যা ভাই আমাদের দেশের চলচিত্রে ভারতের অনুকরন করে নোংরামি ডুকে গেছে, তাই এখন সরাসরি নগ্ন দৃশ্য ধারন করে তা মানুষকে দেখানো হচ্ছে

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৬

blackant বলেছেন: মুচকি হাসি :P

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩০

বিপরীত বাক বলেছেন: নগ্নতাও একটা শিল্প।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.