| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডি এম শফিক তাসলিম
ধর্মকে মেনে চলি,মুক্তিযুদ্ধকে বিশ্বাস করি।ধর্মদ্রোহি কে ঘৃণা করি ,মুক্তিযুদ্ধে অবিশ্বাসীদের ঘৃণা করি।
১৯৪৫ সালে জন্ম নেয়া এই ভদ্রমহিলা অন্য দশজন নারীর মতই সংসার নিয়ে ব্যস্ত ছিলেন, বিয়ে করেছিলেন স্বাধীন বাংলাদেশের অন্যতম সুশাসক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কে! ১৯৭১সালে এ মহান মুক্তিযুদ্ধে হয়েছেন নির্যাতিত।
এতকিছুর পরও দেশ স্বাধীন হওয়ার পর মুসলিম বিশ্বের ২য় এবং বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম জিয়ার সুখের সংসার বেশিদিন স্থায়ী হয়নি। কেননা অল্প বয়সেই তিনি বিধবা হন মর্মান্তিক হত্যার স্বীকার হন জেনারেল জিয়াউর রহমান। দুই শিশু পুত্র সহ চরম অনিশ্চয়তায় পরে যান।। এদিকে স্বামীর হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি) মাঝি হীন নাওয়ের মত দিকবিদিক দুলছে!! ঠিক এমন একটি অবস্থায় শিশু পুত্রদের ভবিষ্যৎ আর দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে ঘরকণ্যা থেকে সরাসরি রাজনীতিতে নামেন বাংলাদেশের এই অটল আপোষহীন নেত্রী !!! হাল ধরেন দলের, নেতৃত্ব দিয়ে দলকে গোছানোর চেষ্টা করতে থাকেন। কিন্তু দলের নেতৃত্ব পাওয়ার কিছুদিন পরই বেগম জিয়াকে পড়তে হয় চরম অগ্নি পরিক্ষায়! নব্বইয়ের স্বৈরাচার পতনের আন্দোলন ! স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠে একেবারে আনকোরা নবিন এই নেত্রী কিভাবে সামাল দিবেন?? কিন্তু সকল সমীকরণ ভূল প্রমান করে তার বলিষ্ঠ নেতৃত্ব স্বৈরাচারের পতন ঘটায়, জন্ম নেয় বাংলাদেশের রাজনীতিতে নতুন মহিরুহের!
যাত্রা শুরু হয় দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর!!
এরপর নানা চড়াই উতরাই পার হয়ে তিনি ধীরে ধীরে হয়ে উঠলেন গনতন্ত্রের মানসকন্যা!!
জিবনে নানা ঘটনার পালা বদলে কখনই তিনি দেশ ও মানুষ থেকে দূরে থাকেন নি, এমনকি দলের নেতাকর্মীদের জীবনের কথা চিন্তা করে খুনি হাসিনার মিথ্যা মামলায় জেল খাটেন আর স্লো পয়জনিংয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঝুঁকতে থাকেন।।
আজ এই রাজনীতির প্রাণভোমরা জীবনমৃত্যুর সন্ধিক্ষণে উপনীত! জানিনা আল্লাহর ফয়সালা কি হয় এই স্বামী হারা এই বিধবা নারীর!! যাই হোক এই মানুষটির বড়ই প্রয়োজন এই ক্রান্তিলগ্নে !!

২|
০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৩১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: কি সব আবোল তাবোল লিখলেন? দালার খেকি কুত্তারা এখন খ্যাক খ্যাক করা শুরু করবে। সাবধান হামলে পড়ে বলে..........
৩|
০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৮
যারীন তাসনীম আরিশা বলেছেন: আপনার লেখায় অনেকেই খাউজানী হবে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:২০
মীর ভাই ৮০২৬৭১ বলেছেন: Written nicely.