![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নসারথী..নতুন যুগের পথ চেয়ে আছি। বর্তমানে কাজ করছি একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে।
১ Tenerif Airport Disastar
সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল ১৯৭৭ সালে আমেরিকা । লস এঞ্জেলস এর নিকটবর্তী গ্রান কানারিয়া তে যখন klm এবং panam এর দুইটা বিমান একটি বোমা বিস্ফোরণের ধোঁয়া থেকে নিজেদের বাঁচাতে যাচ্ছিল ।
মার্চ ২৭ ১৯৭৭ তারিখে এই ঘতনা ঘটে । ঘন কুয়াশা , রাডার এর অপরজাপ্ত ব্যাবহার এবং যোগাযোগের ঘাটতি এ ঘতনার কারন বলে পরে জানা যায় । ২ টি বিমান মুখমুখি সংঘর্ষ হয় এবং ফলে মারা যায় প্রায় ৫৮৩ জন। ইতিহাসে এটাই সবথেকে ভয়াবহ বিমান দুর্ঘটনা ।
২ Japan Airline Flight 123 (1985)
আগস্ট ১২ ১৯৮৫ , জাপান এয়ারলাইন্স এর একটি বিমান ওসাকা যাচ্ছিল। হটাত একটি জান্ত্রিক গোলযোগ দেখা দেয় এবং পিছনের অংস ভেঙ্গে পাসে থাকা মাউন্ট থাকামাগাহারা তে ধাক্কা খায়। ১৫ জন ক্রু এবং ৫০৯ জনের মধ্যে ৫০৪ জন মারা যায়। এক বিমানে এত মানুশ মারা আর কোন অ্যাকসিডেন্ট এ হয় নাই।
৩ Charkhi Dadri Mid –Air Collisison 1996
নভেম্বর ১২ ,১৯৯৬ ভারতের নয়া দিল্লি শহরের পাশে চারখি দাদ্রি গ্রামের আকাশে ঘটে এক ভয়াবহ বিমান দুর্ঘটনা ।সউদিয়া flight no 763 এবং কাজাখস্তান এর flight no 1907 বিপরীত দিক থেকে ধাক্কা দেয় ফলে উভয় বিমানের সব জাত্রি (৩৪৯ জন) মারা যায়।উভয় বিমানের পাইলটের ইংরাজি ভাষায় দুর্বলতার কারণে এই দুরঘতনার কারন বলে পরে জানা যায়।
৪ Turkish Airlines Flight 981 (1974)
মার্চ ১৯৭৪ প্যারিসের অদুরে এই বিমান দুর্ঘটনা ঘত্র এবং ৩৪৬ জন জাত্রি মারা যায়। পরে তদন্তে জানা যায় বিমান টীর রিয়ার কার্গো হাচ ভেঞে জায় এবোঞ পাইলটের বিমান এড় কোণো ণীয়োণ্টড়োণ ছিলোনা ।
৫ Saudi Arabian Airline Flight 163 (1980)
আগস্ট ১৯৮০, রিয়াদ বিমানবন্দর (বরতমানে রিয়াদ বিমান ঘাঁটি) থেকে উড্ডয়নের সাথে সাথে বিমান টিতে আগুন ধরে যায় এবং অনেক ধোঁয়ার সৃষ্টি হয়।মাটিতে ক্রু রা যখন বিমান্তি দরজা খোলার চেষ্টা করেন তখন আবার আগুন লাগে। ৩২৯ জন আরহি সবাই মারা যায়। এটাই একমাত্র বিমান দুর্ঘটনা যেখানে আকাশে না ঊরেও এতি ঘটে এবং সকল জাত্রি মারা যায়। তদন্তে পরে জানা যায় যে বিমানে তখন রান্না চলছিলো এবং চুলা থেকে আগুন লেগে যায়।
৬ Malaysian Airline Flight MA370
২২৭ জন যাত্রী ও ১২ জন ক্রুসহ মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে চীনের বেইজিংয়ের উদ্দেশে যাত্রার পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় উড়োজাহাজটি।বোয়িং ৭৭৭-২০০ সিরিজের উড়োজাহাজটি স্থানীয় সময় শুক্রবার দিনগত রাত ২টা ৪০ মিনিটে ভিয়েতনামের আকাশসীমায় নিখোঁজ হয়।
এর আগে স্থানীয় সময় রাত ১২টা ৪১ মিনিটে উড়োজাহাজটি ১৬০ জন চীনা নাগরিকসহ ১৩ দেশের যাত্রী নিয়ে যাত্রা শুরু করে। উড়োজাহাজটি সকাল ৬টা ৩০ মিনিটে চীনের রাজধানীতে পৌঁছানোর কথা ছিলো।আরোহী সবাই মারা গেছে বলে ধারনা করা হয়।
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৩৪
আমিনুর রহমান বলেছেন:
অনেকগুলো বিমান দুর্ঘটনার কথা জানলাম!
পোষ্টে +++