নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুষন্ডীর কাক

Our greatest weakness lies in giving up. The most certain way to succeed is always to try just one more time. Thomas A. Edison

সবুজ স্বপ্ন

স্বপ্নসারথী..নতুন যুগের পথ চেয়ে আছি। বর্তমানে কাজ করছি একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে।

সবুজ স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

বানরের দেশে ভ্রমণ

০৬ ই মে, ২০১৪ বিকাল ৪:২৩

এই ব্লগ টা লিখার সময় প্রথমেই যে কথাটা বলতে হয় সেটা হল যে জায়গার কথা বলব সেটা আমার নিজের গ্রাম। এ সম্পর্কে অনেক কথা আগে জানা থাকলেও বা শুনলেও তেমন একটা গুরুত্ব দেয়া কখনই হয়ে উঠে নাই।

চলে আসি মূল কথায়। ঢাকার খুব কাছেই নরসিংদী জেলা । টার একটি উপজিলা হল মনহরদি । মনহরদি থেকে মাত্র ১৫ কিমি দূরে আছে খিদিরপুর ইউনিয়ন। সেখানের একটি গ্রাম রামপুর। এই গ্রামের বাজারে গত ২০০ বছর যাবত আছে ভারতীয় জাতের বানর। দূর দুরান্ত থেকে অনেক লোক ইতিমধ্যেই এখানে ভ্রমণ করে গেছেন। যে কেউ যে কোন দিন চলে জেতে পারেন। দিনে গিয়ে দিনে ফিরে আশা যায়। সবচেয়ে বড় কথা এটা এখন সরকারী ভাবে স্বীকৃত একটি পর্যটন কেন্দ্র। [img|https:







যাদের হাতে সময় আছে তারা চাইলে আসে পাশে ঘুরে দেখতে পারেন। চলে পারেন ১৫ কিমি দূরে সত্যজিৎ রায়ের বাড়ি মসুয়া

টোকের হোটেল যেখানে পাবেন ৫০ আইটেম এর লাঞ্চ বা বিকালের নাস্তা এছারা আর অনেক কিছু।



কিভাবে যাবেন।

১) গুলিস্তান বি আর টি সি থেকে বাসে যেতে পারেন

ঢাকা-মনহরদি-সাগরদি বাস ভাড়া ১২০ টাকা সময় ২.৫ ঘণ্টা ।সেখান থেকে রিক্সা বা সিএনজি করে যাবেন রামপুর বাজার সময় লাগবে ১০-১৫ মিনিট।

২)অথবা সায়েদাবাদ থেকে ঢাকা-মনহরদি বাসে সাগরদি বা ড্রেনের ঘাট নেমে তারপর রাম্পুর বাজার যাবেন।

৩) শনিবার ও মঙ্গলবার হাতবার দিন গেলে ভ্রমনের পাশাপাশি গ্রামীণ জিনিশ কিনতে পারবেন। নৌকা ভ্রমনের বেবস্থাও আছে ব্রহ্মপুত্র নদীতে



চাইলে কোন কিছু জানার দরকার থাকলে মেইল করতে পারেন

[email protected]



আরও ছবি দেখতে চাইলে ফেসবুক View this link

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৪ বিকাল ৪:৩০

এন ইউ এমিল বলেছেন: বাহ সুন্দরতো

০৬ ই মে, ২০১৪ বিকাল ৪:৩৪

সবুজ স্বপ্ন বলেছেন: আরও সুন্দর লাগবে গিয়ে দেখলে

২| ০৬ ই মে, ২০১৪ বিকাল ৫:২২

হেডস্যার বলেছেন:
যাইবার ইচ্ছার তালিকায় এড করলাম।
আর আপনারে ধইন্যা পাতা এইরকম একটা যায়গার সন্ধান দেবার জন্য। :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.