![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নসারথী..নতুন যুগের পথ চেয়ে আছি। বর্তমানে কাজ করছি একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে।
তুর্কির ইস্তানবুলের এক পুরনো জাহাজ থেকে উদ্ধার হল কাঠের তৈরি এক ট্যাবলেট কম্পিউটার। বহু পুরনো ওই জাহাজের বিভিন্ন অংশে ধ্বংসাবশেষ পরিষ্কার করা হচ্ছিল। ধ্বংসাবশেষ উদ্ধারের একেবারে শেষদিকে জাহাজের ক্যাপ্টেনের ঘরে মেলে ৭ ইঞ্চির কাঠের এক সুদৃশ্য বস্তু। পরে দেখা যায় সেটি একটি ট্যাবলেট কম্পিউটার। যা আধুনিক ট্যাবলেট কম্পিউটারের চেয়ে বেশি পাতলা আর হালকা। ১ হাজার দুশো বছরের পুরনো এই কাঠের ট্যাবলেট কম্পিউটারটি জাহাজের ক্যাপ্টেনের বলে মনে করা হচ্ছে।
বারোশো বছরের পুরনো এই ট্যাবলেট- কম্পিউটারটি মোম দিয়ে কভার করা,গ্রিক ভাষায় লেখা। এমনকী বেশ কিছু অ্যাপলিকেশান রয়েছে। কম্পাস দেখারও ব্যবস্থা রয়েছে। নবম শতাব্দীতে কোনও কারণে ওই জাহাজটি ডুবে যায় বলে মনে করা হচ্ছে। `ব্ল্যাক সি` দিয়ে বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিস ক্রিমিয়া থেকে কেসোনেসোসের উদ্দেশ্যে যাচ্ছিল এই জাহাজটি।
বিস্তারিত এখানে
২| ২৬ শে মে, ২০১৪ সকাল ১০:১৯
বাংলার ঈগল বলেছেন: আগে ছিল এনালগ আর এখন ডিজিটাল!
৩| ২৬ শে মে, ২০১৪ বিকাল ৫:৪১
ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
এটা স্লেট, সুন্দর বর্ডার দেয়া।
৬০-৭০ এর দশকে এই ধরনের স্লেট-পেন্সিল দিয়া স্কুলের বাচ্চারা লেখাপরা করত
৪| ২৬ শে মে, ২০১৪ বিকাল ৫:৪৮
নতুন বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০১৪ সকাল ৯:২৭
নিজাম বলেছেন: একথা প্রমাণিত যে, আমাদের বর্তমান বিশ্বের তথ্য প্রযুক্তির চেয়ে পূর্বকালে অনেক বিষয়ে অনেক বেশি প্রযুক্তি ছিল।