নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাহসান মাহমুদ

তাহসান মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

কেন ই বা আসছিলে

১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৩

চলেই যদি যেতে তবে কেন এসেছিলে
পেয়ে হারানোর বেদনা কেন আমাকে শেখালে
তবু তুমি ঐ দূরে আজ আমাকে ছেড়ে

সারাদিন সারারাত আমি কেন তুমায় ভাবছি
অল্প তেই তোমার প্রেমে আমি পড়েছি
তুমি আর তো কারো নও শুধুই আমার-

আর কত রাত কত দিন আমি তোমাকে ভাববো
কিভাবে তোমার ছোয়া আমি মুছে দিবো

বিধাতা তুমি দেখছো আমি কষ্টে আছি
তবু কেন তাকে আজ এতদূরে নিচ্ছো
বিধাতা সেতো আমার ছিল আগে
আজ কেন তার হাতগুলো আমায় ছেড়ে
তবু তুমি এই মনে থেকে যাবে
ম্যৃতৃর আগে সে একবার দেখে যাবে।

উৎসর্গ: প্রিয় মানুষ

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগল।শুভকামনায়।

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩১

মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগল বেশ, আক্ষেপ রয়ে গেল। জীবন এভাবেই অপূর্ণ থেকে যায়।

৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৪

কিরমানী লিটন বলেছেন: অনেক ভালোলাগা রইলো ...
শুভকামনা সতত...

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৬

তাহসান মাহমুদ বলেছেন: আপনাদের সবাইকে ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.