নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাহসান মাহমুদ

তাহসান মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

চরম জোকস

১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫১

gf - তোমার ফেসবুকের পাসওয়ার্ড কি?”
.
me - “তোমাকে বলা যাবে না”
.
gf- “কিইইইইইইইইইইই? ?”
.
me- “তোমাকে বলা যাবে না”
.
gf-“তুমি আমাকে অবিশ্বাস করো!!??? ”
.
me-“নাহ অবিশ্বাস করবো ক্যান?”
.
gf“তাইলে পাসওয়ার্ড বলা যাবে না ক্যান?”
.
me “আরে বললাম না তোমাকে বলা যাবে না।
এক কথা আর কত বার বলবো??”
.
gf-“হুম্মম্মম তা বলবা ক্যান?? সারাদিন অনলাইনে
কি করো
তা মনে করছো আমি কিছু বুঝি না? আমি
পাসোয়ার্ড পাইলে তো তোমার বাকি
গার্লফ্রেন্ডদের খবর ফাঁস হয়ে যাবে এই কারনেই
দিতে চাচ্ছ না। সবই বুঝি”
.
me- “মোর জ্বালা এইখানে আবার ‘বাকি গার্ল
ফ্রেন্ড’ আইলো কইথে ”
.
gf-“তাইলে পাসোয়ার্ড বলতে প্রবলেম কি? যদি
তেমন কিছু নাই করে থাকো
তাহলে দাও পাসোয়ার্ড”
.
me- “কয়বার বলবো তোমাকে বলা যাবে না..
এর পরো এতো প্যাচাও ক্যান? কানে কি কম শুনো
নাকি?
এই লাস্ট বার বলছি, এক কথা বার বার বলতে ভালো
লাগে না। আমার পাসোয়ার্ড "তোমাকে বলা যাবে না"
.
gf- “অক্কে ফাইন, আর কক্ষনো আমার সাথে কথা
বলবা না, আমাকে ফোন করবা না। যেই রিলেশনে বিশ্বাসই
নাই সেই রিলেশনেরই দরকার নাই । গেলাম বাই ”
.
me- হায়রে গাধী, ১৬ ডিজিটের পাসোয়ার্ড টা
ছিলো, “tomake bola jabe na”
না বুঝলে কার কি করার আছে??

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২১

জাফরুল বলেছেন: হাহাহাহাহাহাহা
আপুমণিরা এমনি... না বুঝেই হাউ কাউ....

২| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৫

ভ্রমরের ডানা বলেছেন: এই জিনিস টা ভাইরাল হয়ে গেছে।


লেখা ভাল লেগেছে।

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫২

তুহিন০০৮ বলেছেন: পাসওয়ার্ড টা তো ১৯ ডিজিটের :)

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৬

তাহসান মাহমুদ বলেছেন: ধন্যবাদ সবাইকে

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৮

তাহসান মাহমুদ বলেছেন: তুহিন tomake bola jabe na পাসওয়ার্ডটা ঠিকমত গুনে দেখেন আসলে ১৬টা ই

৬| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৫

দেবানন্দ মিত্র বলেছেন: আপুর বুদ্ধি কম

৭| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৭

ঢাকাবাসী বলেছেন: বেশ মজার!

৮| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৯

আরজু পনি বলেছেন:
/:)

৯| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৯

রুদ্র জাহেদ বলেছেন: ! ;) জোকস -এর মতো লাগল না

১০| ১৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০১

শাহরিয়ার কবীর বলেছেন: হি হি হি B-) B-)

১১| ১৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৬

তুষার আহাসান বলেছেন: B:-)

১২| ১৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৭

আরণ্যক রাখাল বলেছেন: ও আইচ্ছা

১৩| ১৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রথমেই তো বুঝে ফেললাম। :|

১৪| ১৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০১

প্রামানিক বলেছেন: চমৎকার হইছে।

১৫| ১৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৬

তার আর পর নেই… বলেছেন: ;) :D

১৬| ১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন: হে হে হে
রং পাসওয়াডের মত হইছে

১৭| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

টয়ম্যান বলেছেন: চরম B-)

১৮| ১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৭

তাহসান মাহমুদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.