![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্তত ছুটির দিনেগুলোতে একটু গল্প,সুখ-দুঃখ, আর
নিঃসঙ্গতার প্রহর কাঁটানোর জন্য হলেও,
কেউ একজনের প্রয়োজন অনুভব করা হয়।
যার সাথে সবকিছু শেয়ার করা হবে, তার কাছে থেকে
অনেক ভালো পরামর্শ পাওয়ার আশা করা যায় ।
সবসময় এমন কেউ একজনের প্রয়োজনীয়তা অনেক।
আর সেটা একমাত্র বুঝতে পারবে যে নিঃসঙ্গতার প্রহর গুনে।
কিন্তু সেই কাংঙ্খিত কেউ একজনকে কোথায় পাওয়া যাবে?? আর সে কি বুঝবে তার প্রয়োজনীয়তা?? তাকে কি বুঝানো য়াবে ???
.
না কি স্রষ্টার তা চান না বরং নিঃসঙ্গতাই শ্রেয়???
আবার কখনো কখনো মনে পরে রবি ঠাকুরের সেই অমূল্য বাণী -
“যদি তোর ডাক শুনে কেউ আসে
তবে একলা চলো রে ”
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৪
তাহসান মাহমুদ বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৩
কল্লোল পথিক বলেছেন: না কি স্রষ্টার তা চান না বরং নিঃসঙ্গতাই শ্রেয়???
আবার কখনো কখনো মনে পরে রবি ঠাকুরের সেই অমূল্য বাণী -
“যদি তোর ডাক শুনে কেউ আসে
তবে একলা চলো রে ”
বেশ হয়েছে।ধন্যবাদ।