নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক অতি সাধারন ছেলে। যে যায় বলে তাই শুনি।।

তৈ. তামিম

কেন বাড়লে বয়স ছোট্ট বেলার বন্ধু হারিয়ে যায়?......

তৈ. তামিম › বিস্তারিত পোস্টঃ

১৯৪৬ সালের ২২ জুলাই বনাম ২০১৬ সালের ২ জুলাই

০৪ ঠা জুলাই, ২০১৬ সকাল ৯:৫৯

১৯৪৬ সালের ২২ জুলাই বনাম ২০১৬ সালের ২ জুলাই
এই উত্তর খোজার জন্য হন্নি কুত্তার মতো ছুটে চলেছি, কিন্ত পায়নি। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে একমত যে, আসলে বাংলাদেশে কোন আইএস নায়। তবে কিছু উস্রিংখল দল আছে যারা এই গুলা করতে পারে, কিন্ত এর ভিতর একটা “কিন্ত” লুকিয়ে আছে।
গুলশান হামলায় যে ৬ জঙ্গি নিহিত হয়েছে বলে প্রচার হচ্ছে আসলে কি এরা জঙ্গি ? কিভাবে সম্ভাব এদের দেখে আপনিই বলুন কিভাবে এরা জঙ্গি হল? এদের মুখেতো দাড়ি নায়, আকাশ, বিকাশ, ডন এই নাম গুলা শুনে কি আপনার মনে হয় এরা মুসলিম জঙ্গি? হতে পারে এরা অন্য ধর্ম অবলম্বি,ইস্লামের নামে এরা জঙ্গি বাদি করে,ইস্লাম কে কলুশিত করার জন্য? এদের বয়স কত হবে? হোক সরবচ্ছ ২৫ তার বেশি নয়...কিন্ত এরা এতো তাড়াতাড়ি কিভাবে এক্সপার্ট হল? অন্তত পক্ষে তো ২জন বয়স্ক মানুষ থাকবে, হামলার নেতৃত্ব দেয়ার জন্য কিন্ত লক্ষ্য করুন তেমন কিন্ত নায়।
কেন মনে নায়? ১৯৪৬ সালের ২২ জুলাই কি হয়েছিল। কিং ডেভিড হোটেলে মেনাকেম বেগান এর নেতৃতে ইরগুন বাহিনী হামলা চালিয়েছিল। যেখানে ৯১ জন নিরীহ মানুষ মারা গিয়েছিল, তাদের মধ্যে ছিল ২৮জন ব্রিটিশ, ৪১ জন আরব, ৭জন ইহুদী, এ ছাড়া আর ছিল ৫ জন। এই ইরগুন গ্রুপ আরব দের মতো পোশাক পরে ছিল,যাতে লোক জন মনে করে আরবরাই এই ঘটনা ঘটিয়ে ছে। এটার জন্য দায়ি ছিলেন মেনাকেম বেগান। আর এটা ব্রিটিশ mandater বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় আক্রমণ। মেনাকেম বেগান কে ১ নাম্বার সন্ত্রাসী বলে অবহিত করেছে ক্ষোদ ব্রিটিশ সরকার। পরবর্তীতে কয়েক বছর পর এই মেনাকেম বেগান ই হলেন ইসরাইলের প্রধান মন্ত্রী। আর তার কিছু দিন পরে তিনি শান্তিতে নোবেল প্রাইজ পেলেন। তাহলে কি বুঝলেন?
এখনও কি বলবেন এরা মুসলিম? এরা নাকি গুলি করার সময় আল্লাহু আকবার বলে ধ্বনি দিয়েছিল। ধ্বনি দিলেয় যদি মুসলিম হয় তাহলে মেনাকেম বেগান ও একজন মুসলিম।
আইএস বাদ দিয়ে মাথায় ২ টা চিন্তা নিয়ে আসুন কিছু সময়ের জন্য...
১... যদি বলি এরা ইহুদী অথবা ভারতীও কিছু পোষা বাহিনী। বিশ্বাস করুন বা নায় করুন এটায় সত্য। আপনি যদি আইএস কে মুসলিম ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন, ওরা ইহুদীদের প্রশিক্ষন প্রাপ্ত মুসলিম বেশ ধারি জঙ্গি। আমার বন্ধুর কাকা বলছিলেন এই কথা। তার মুখে শুনুন সেই কথা “ এক ইহুদী সাথে আমার পররিচয় হয় মালেশিয়াতে, আস্তে আস্তে তার সাথে বন্ধুত্ব, অনেক কিছু জানি তার কাছ থেকে, বললাম বন্ধু তোমার দেশে আমায় নেয়া যায়? সে নিয়ে গেলো ইসরায়েলে, আমার নামও পরিবরতন হয়, সবার সাথে পরিচিত হলাম ইহুদী বেশে, ইহুদী বন্ধুটা আমাকে তাদের সব কিছু দেখাচ্ছে। পরে নিয়ে গেলো তাদের প্রশিক্ষণ কেন্দ্রে, গিয়ে দেখলাম তারা কতো সুন্দর করে কুরআন তেলাওয়াত করছে শুনে মনটা জুড়ে গেলো। তারা কেও কেও নামাজ আদায় করছে খুব ভাল লাগল, ভাব্লাম এটায় তো প্রকৃত ইস্লামিক দেশ। বন্ধু বলল, তুমি যা ভাবছ এটা আসলে তা নয়...এখান থেকে এদের কে প্রশিক্ষন দিয়ে বিভিন্ন দেশে পাঠিয়ে দেয়া হয়”
কয়েক দিন আগে ভেন্দারিয়া মসজিদ পুলিশের সহযোগিতায় হিন্দুরা ভেঙ্গে ফেলছে। সুত্র এখান থেকেয় সুরু। গুলশান হামলা, কে করেছে আইএস, ২ জন পুলিশ মারা গেছে, কে আগে জানাল? রয়টার্স, ভারতের এন ডি টিভি, বিবিসি। আমাদের সাংবাদিকরা কেন জানলো না আগে? আমার দেশের মিডিয়ায় কেন আসলো না এই নিউজ? লিংক কাদের বেশি ওদের না আমাদের? ভারতের কিছু মন্ত্রী কিন্তু ঘোষণা দিয়েদিছেন যে, ভারতে কোন মুসলিম থাকবেনা। সুতারং দাঙ্গা। আমার দেশে কিন্তু অলরেডি দাঙ্গা শুরু হয়ে গেছে। ঐ যে, ভেন্দারিয়া মসজিদ। বুজলেন? আইএস নাম করে বাংলাদেশ কে সিরিয়া বানিয়ে ফেলবে, হিন্দুরা যাবে ভারতে, তাহলে মুসলিম রা কয় যাবে? এই সুযোগে ওরা স্টিম রুলার চালিয়ে আমাদের অস্তিত্ব বিলিন করে দেবে। বাংলাদেশ হয়ে যাবে ভারতের ১ টা অঙ্গ রাজ্য।
২... হয়তো এরা কোন জঙ্গি না, হতে পারে পাতি মাস্তান। ঐ যে মোড়ে মোড়ে থাকে যারা। ছিন্তায়কারি।। এক জায়গায় অনেক বিদেশিদের দেখে আর লোভ শামলাতে পারিনি। কাছে হয়তো কোন অস্ত্র ছিল তায় দিয়েই ভয় দেখিয়েছে। কিন্তু বিষয় টা যে এতো দূর যাবে এটা ওরা ভাবতে পারিনি। আর ঐ যে কোন জঙ্গি কে ছেড়ে দিতে বলছিলনা অগুলা সব ফাউল। অগুলা সব সাজান নাটক ছাড়া আর কিছুই নয়...............
বিঃদ্রঃ-- আমি স্বাধীন দেশে বাস করি, তায় আমারও কথা বলার অধিকার আছে। গুলশান হত্যা নিয়ে এটা আমার বেক্তিগত মতামত ছাড়া আর কিছুই নয়। তবে যে কথা গুলা বললাম বাস্তবের সাথে মিলিয়ে দেখার আহ্বান জানালাম।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৬ দুপুর ১২:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভারতীয় পরিকল্পনায় গুলশানের রেঁস্তোরায় সন্ত্রাসী হামলা :ফাঁস

আইএস মোসাদের সৃষ্টি

এরা িক বলছে?????

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.