![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই কবে ... সভ্যতার আদিলগ্নে সূচিত হয়েছিল নিজেকে জানার অদম্য বাসনা। গ্রিক দর্শনের ‘know thyself’ কিংবা ভারতবর্ষের প্রাচীন দার্শনিকদের, “আত্মনাং বিধি”–র উত্তর আজো মেলেনি লাখো লাখো বছরের মানব ইতিহাসে। এই আত্মঅন্বেষণই তাজাকলমের জীবন তপস্যা। তবে নিজেকে জানার সাধনা বৈরাগ্যের পথে নয় বরং মানুষের সাথে থেকে, মানুষকে ভালোবেসে, মানুষের মাঝেই তাজা কলম খুজেঁ পেতে চায় আপন অস্তিত্বের ভূভাগ। তবুও তাজা কলম পৃথিবীতে এক গৃহী সন্নাসী কারন সে নিয়ত খুজেঁ ফিরছে শূণ্য খেকে আসা এবং শূণ্যতেই বিলীন হওয়া মানব জীবনের গুঢ় রহস্য। বিশেষ অনুরোধ: এ ব্লগে প্রকাশিত লেখাগুলো কপিরাইটের আওতাভূক্ত । লেখকের অনুমতি ছাড়া এখানে প্রকাশিত কোন লেখা কিংবা লেখার অংশ বিশেষ কেহ অন্য কোথাও প্রকাশ করলে বেআইনি কাজ হিসেবে বিবেচিত হবে। প্রয়োজনে লেখকের সাথে যোগাযোগ করুন।
রাজাকারদের পৃষ্ঠপোষকতার কারণে খালেদা জিয়ার বক্তব্যকে নব প্রজন্মের বিএনপি সমর্থকরা প্রত্যাখ্যান করছে - শ্রীঘ্রই উঠবে নেতৃত্ব পরিবর্তনের দাবি। একটি রাজাকার সমর্থক এবং দূর্ণীতিবাজ পরিবারের কাছে বিএনপি জিম্মি হয়ে থাকতে পারে না!
বিএনপির দেশ প্রেমিকরা এগিয়ে আসুন- গণ জাগরণ মঞ্চের সাথে শ্রীঘ্রই সংহতি জানান।
জয় বাংলা ।
২| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
খইকাঁটা বলেছেন: আম্মের মাথা
৩| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
যোগী বলেছেন: আমরা খালেদা মেডামের সাথে আছি। কোকো ভাইয়া বিদেশ থাইকা আমগো গোরীব দুখিদের জন্য ম্যালা টেকা-পয়সা পাডাইছে। হেয় বড়ই বালা মানুষ।
৪| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
আমি ব্লগার হইছি! বলেছেন: বি এন পির মতো একটা বড় দল যারা কয়েকবার ক্ষমটায় ছিল এই দেশের, তারাই দেশের জনগনের অনুভূতি বুঝতে পারলোনা। দূ:খ লাগলো খুব
নতুন প্রজন্মের বি এন পি সমর্থক রা বি এন পি কে জামাত শিবিরের কবল থেকে বাচান। আপনাদের দল বেদখল হয়ে যাচ্ছে অপশক্তির হাতে।
৫| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
তাসজিদ বলেছেন: জামাত এর ট্র্যাপ এ পড়েছে bnp
৬| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:০১
নাজমুল নয়ন বলেছেন: শহীদ জিয়ার স্ত্রী খালেদা জিয়ার অনেক আগেই মৃত্যু হয়েছে। বিএনপির মৃত্যু হল আজ। বিএনপিকে বিলুপ্ত ঘোষনা করে জামায়াতের নতুন আমীর হলেন খালেদা
৭| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:০১
পথ-হারা এক পথিক বলেছেন: যোগী বলেছেন: আমরা খালেদা মেডামের সাথে আছি। কোকো ভাইয়া বিদেশ থাইকা আমগো গোরীব দুখিদের জন্য ম্যালা টেকা-পয়সা পাডাইছে। হেয় বড়ই বালা মানুষ।[/si
৮| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:১১
ওবায়েদুল আকবর বলেছেন: চান্স নাই খুব একটা।
৯| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:৩৪
কালবৈশাখীর ঝড় বলেছেন:
আমি আশা করেছিলাম অন্তত সব পক্ষের সহিংসতা বন্ধ করে শান্তি মিছিলের বা শান্তির ডাক দিবেন।
তিনি দিলেন বিক্ষোভ মিছিলের ডাক আর রাজাকারদের উপহার দিলেন আরেকটি বোনাস হরতাল!
উষ্কে দিলেন সহিংসতা! আগে দিয়েছেন নৈতিক সমর্থন, এখন দিলেন ... দৈহিক।
উনি এখন শাড়ী খুলে একাত্ত হয়ে গেছেন ...
১০| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:৪১
জিয়া চৌধুরী বলেছেন: বিএনপি সাপোর্টাররা লজ্জা থাকলে জীবনে আর বিএনপির পক্ষে স্ট্যাটাস দিস না । বিএনপির পক্ষে স্ট্যাটাস দেয়া মানেই হল নিজেই নিজের সাথে মিউচুয়াল সেক্স করা
১১| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:৪৪
শিরোনাম বলেছেন: মাননীয় বিরোধীদলীয় নেত্রী নতুন প্রজন্মের একজন বিবেকবান জাতীয়তাবাদী সৈনিক হিসাবে আপনার আজকের অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করলাম
দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির আদেশ পরবর্তী সারাদেশে যে তান্ডবলীলা তৈরী হয়েছিলো কোন অবস্থাতেই খালেদা জিয়ার তার পক্ষে দাঁড়ানো ঠিক হতোনা। ৫ জন পুলিশ আর গুটি কয়েক শিবিরের কর্মী ছাড়া বাকি যারা মারা গিয়েছে প্রত্যেকেই সাধারণ মানুষ, খেঁটে খাওয়া মানুষ। জাতীয়তাবাদীর একজন সৈনিক হিসাবে সবসময় চেয়েছি দলীয় প্রধান সাধারণ মানুষের কাছে থাকবেন। সাধারণ মানুষের ইচ্ছা-আকাঙ্খাকে বুকে ধারণ করবেন।
গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নিষ্কিয়তা দেখে আমি অবাক হয়েছি। হরতাল ও সাঈদীর রায় দুই মিলিয়েই দেশ গতকালকে অগ্নিগর্ভ ছিলো। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রণালয় কেনো আগে বাগেই ব্যবস্থা নিলোনা? কেনো সন্ধার পরে দেশব্যাপী বিজিবি নামাতে হয়? কেনো ঘটনার মূহুর্তেই ব্যবস্থা নেওয়া হলোনা?
কাদের মোল্লার রায়ের আগেও সারাদেশব্যাপী একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরী হয়েছিলো। ভাংচুর, তান্ডব, হানাহানিতে জড়িয়ে পরেছিলো দেশ। ঠিক তখনি সরকারের ইশারায় জামায়াত-শিবির মতিঝিল সহ সারাদেশে বিভিন্ন জায়গায় সমাবেশ ও বিক্ষোভ করেছে।
তখন আমরা দেখেছি - স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী শামছুল ইসলাম টুকু শিবিরের তরুন নেতাদের প্রশংসা করতে।
সেই সময় বাতাসে একটা গুন্জন ছিলো আওয়ামীলীগ সরকার জামায়াতের সাথে আতাঁত করেছে। সেটার নমুনাও আমরা দেখেছি কাদের মোল্লার রায়ে। রায়ে আদালত একদিকে বলেছে শত শত হত্যার জন্য দায়ী এই কাদের মোল্লা অন্যদিকে তাকে গুরুতর অপরাধে লঘু শাস্তি দেওয়া হয়েছে।
এরপরইতো শাহবাগ আন্দোলন। ব্লগার ও অনলাইন এ্যাক্টিভিস্টের ব্যানারে যে আন্দোলন শুরু হয়েছিলো সেটা কিভাবে ছাত্রলীগের নিয়ন্ত্রণে চলে গেলো। শাহবাগের আহবায়ক স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে রাজাকার সম্বোধন করেছে। প্রমাণ আছে আমাদের হাতে। সে ছাত্রলীগের সাবেক নেতা ও স্বাচীপের বর্তমান নেতা। যার নেতৃত্বে আন্দোলন শুরু হয়েছে সে আমাদের নেতাকে রাজারকার সম্বোধন করে, স্বাধীনতার ঘোষককে রাজাকার সম্বোধন করে। সুতরাং তার পক্ষে সাফাই গাওয়ার আমাদের কিছু নাই।
কারন আমরা দুইটা জিনিস অবগত হলাম গত কয়েকদিনে। এক. সরকার প্রথমে চেয়েছিলো জামায়াতের সাথে আতাঁত করতে। তখন সেটা ব্যর্থ হয় সাধারণ দেশপ্রমিক মানুষের জন্য। সৃষ্টি হয় প্রজন্ম চত্বর। দুই. তখন সরকার কৌশলে প্রজন্ম চত্বরের আন্দোলন দিয়ে দিলো ছাত্রলীগের কন্ট্রোলে।
খালেদা জিয়ার বক্তব্যের পর সামহোয়্যারইন ব্লগে দেখলাম কতিপয় ব্লগার খালেদা জিয়ার মুন্ডুপাত করছে। এটা নতুন কিছু না। এরা সবসময় জিয়াউর রহমান, খালেদা জিয়া ও জিয়া পরিবারের উপর প্রপাগন্ডা চালিয়েছে। যখন খালেদা জিয়াকে তার বাড়ী থেকে উৎখাত করেছে এরা ব্লগে ব্লগে পৈশাচিক উল্লাসে মেতে উঠেছে।
বিএনপি সবসময় বলে এসেছে, বিএনপি যুদ্ধাপরাধীদের বিচার চায়। কিন্তু সেটা হতে হবে স্বচ্ছ, দলীয় সংকীর্ণতার উর্দ্ধে থেকে। আজো খালেদা জিয়ার বক্তব্যে কোথাও দেখলাম না উনি যুদ্ধাপরাধীদের পক্ষে বলেছেন।
১২| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:৪৮
নিয়েল ( হিমু ) বলেছেন: আনুষ্ঠানিক ভাবে এখনো তারা কিছু বলেনি । তবে আমি ব্যাক্তিগত ভাবে এটাই আশা করি ।
জয় বাংলা ।
১৩| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:৫৩
মনে নাই বলেছেন: বিএনপির তরুনরা আশা করি খালেদা জিয়ার বক্তব্য প্রত্যাখ্যান করবেন।
১৪| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:৪৮
htusar বলেছেন: পথ-হারা এক পথিক বলেছেন: যোগী বলেছেন: আমরা খালেদা মেডামের সাথে আছি। কোকো ভাইয়া বিদেশ থাইকা আমগো গোরীব দুখিদের জন্য ম্যালা টেকা-পয়সা পাডাইছে। হেয় বড়ই বালা মানুষ।
১৫| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:৫৩
হায়রে দুনিয়া বলেছেন: বিএনপি ধ্বংস হয়ে গেলে লীগের লোকজনদের খুশীতে বিরিয়ানী খাওয়ার কথা...সেইখানে তারা সবাই হায় আপচুস কইরা ব্লগ-ফেসবুক মাতাইতেছে ক্যান সেইটা একটা গভীর চিন্তার বিষয়
(বিডি আইডল বলেছেন: )
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
হাসান মাহবুব বলেছেন: নব প্রজন্মের বিএনপি সমর্থকরা প্রত্যাখ্যান করছে , সত্যি? আনুষ্ঠানিক কোন বিবৃতি কি দেবে তারা?