নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বঙ্গবন্ধু পরবর্তী আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাইত্তা সকল কুকুরেরা বাঙলার প্রধান শত্রু।

সৈয়দ তাজুল ইসলাম

সমাজের সন্তান

সৈয়দ তাজুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

আজ সবার প্রিয় হাস্যোজ্জ্বলমুখ সোহানী আপুর জন্মদিন। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা...

০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৪


হাজার হাজার অসাধারন লেখক+ব্লগারের মাঝে সোহানী আপু হচ্ছেন, একজন সদা হাস্যোজ্জ্বলরত সিনিয়র ব্লগার। আমাদের দিকনির্দেশক হিসেবেই উনি আমাদের সাথে আছেন। উনি পৈত্রিক সূত্রে লেখালেখির গুণটা পেয়েছেন আর আমরা উনার থেকে লেখালেখির কলাকৌশলগুলো পাচ্ছি প্রিয়জন সূত্রে। আজ এই মহান ব্লগারের জন্মদিন। আজকের এই মহান দিনে উনাকে জানাই জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা, নির্মল ভালবাসা ও চিরন্তন শুভকামনা।


উনার অসাধারণ গুণগুলোর মধ্যে একটা বিরাট গুণ হচ্ছে, স্পেশাল রান্নাবান্না। উনার হাতের তৈরি খাবার এতই সুস্বাদু যে, আপনি এখাবারের প্রশংসা করতে করতে নিজেই হারিয়ে যাবেন। একবার হল কী জানেন, উনার হাতের রান্না খেতে গিয়ে খাবার থেকে উঠার কথা আমি একেবারে ভুলে যাই :P। বিষয়টা আমার তখন উপলব্ধি হল, যখন আমার প্রিয়তমা আমার এ দৃশ্য দেখে আমার সঙ্গ ত্যাগ করলো। আমি শুধু ওর চলে যাওয়াটাই দেখলাম; খাবার থেকে উঠতে পারলাম না :( । আবার অবস্থা যেন এমন, আরেকটা প্রিয়ে পাওয়া যাবে কিন্তু আপুর তৈরি খাবার পাওয়া যাবে না। এরপর থেকে আমি আর অন্য কোন বাসার দাওয়াত গ্রহণ করি না; বড়াপুর বাসার দাওয়াত ছাড়া :P :P


ছবি দেখে হয়ত আপনার মাথায় আপুর সাজগোজের বিষয়টা ফুটে উঠেছে ;) । হ্যা, না না না, আপুর আরেকটা ভাল গুণ হচ্ছে ফ্রিডমভাবে ঘুরাঘুরি করা। এই ঘুরাঘুরির ফাঁকে ছবি তুলার একটা নেশা তার আছে, যে নেশার কারণে ব্লগের অনেকেই তার মুরিদ হয়ে আছেন। বিগত ১১ ই জানুয়ারি, ২০১৮ সালে সামুতে তার ১০ বছরপূর্তি উপলক্ষে এই ছবিসহ একটি লেখা প্রকাশ করেন, চাইলে দেখে আসতে পারেন।


শ্রদ্ধেয়া বড়াপুকে আবারো জানাচ্ছি জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ভাল থাকুন, সুন্দর থাকুন, সুন্দর রাখুন, আন্দোলিত রাখুন চারপাশকে।



(কপি করে দিলাম আপু ;))
কানাডিয়ান কেক্কুটি পাঠিয়েছেন আর্কিওপেট্রিক্স :P
সন্দেহ নিরসনঃ আমি পূর্বের ন্যায় প্রিয়তমাহীন... ;)

মন্তব্য ১১৪ টি রেটিং +১৫/-০

মন্তব্য (১১৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৮

আরোহী আশা বলেছেন: সোহানী আপুর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা...

০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
অনেক অনেক অভিনন্দন।

শুভকামনা থাকলো

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আরোহী আশা,
সোহানী আপি আপনাকে ধন্যবাদ জানিয়েছেন,

আরো বলেছেন,
আপনাদের এ ভালোবাসায় আমার এ পথ চলা।

২| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৪

অগ্নি সারথি বলেছেন: শুভেচ্ছা সোহানী!

০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপুর জন্মদিনে আপনাকে অভিন্দন প্রিয়।

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: অগ্নি সারথি ভায়া ;) ,
সোহানী আপি আপনাকে ধন্যবাদ জানিয়েছেন,

আরো বলেছেন,
আপনাদের এ ভালোবাসায় আমার এ পথ চলা।

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৫

তারেক_মাহমুদ বলেছেন: শুভ জন্মদিন আপু

০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: অভিনন্দন প্রিয় তারেক ভাই,

সবার পক্ষ থেকে আপুকে অভিনন্দন

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: তারেক ভাই,
সোহানী আপি আপনাকেও ধন্যবাদ জানিয়েছেন,

সাথে আরো বলেছেন,
আপনাদের এ ভালোবাসায় আমার এ পথ চলা।

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৬

সূচরিতা সেন বলেছেন: জন্মদিনের অনেক শুভেচ্ছা থাকল।

০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আহ! কী সুন্দর চেহারাই না আপনার ;)

আপনাকে অভিনন্দন।

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: সুচরিতা, (সুন্দরী তমা ;) lol)
সোহানী আপি আপনাকেও ধন্যবাদ জানিয়েছেন,

আরো বলেছেন,
আপনাদের এ ভালোবাসায় আমার এ পথ চলা।

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৯

নয়া পাঠক বলেছেন: জীবনে বারবার ফিরে ফিরে আসুক এই ধরণীতে আগমণের দিনটি। এই দিনে যদি এই মানুষটি না আসতেন তবে আমরা কোথায় পেতাম এত সুন্দর সুন্দর লেখা। তাই প্রত্যাশা আরো দীর্ঘদিন যেন আমাদের মাঝে পাই আপুনিকে, আর অবশ্যই তার সুন্দর সুন্দর লেখাগুলি। শুভ জন্মদিন আপুনি।

০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
জীবনে বারবার ফিরে ফিরে আসুক এই ধরণীতে আগমণের দিনটি। এই দিনে যদি এই মানুষটি না আসতেন তবে আমরা কোথায় পেতাম এত সুন্দর সুন্দর লেখা। তাই প্রত্যাশা আরো দীর্ঘদিন যেন আমাদের মাঝে পাই আপুনিকে, আর অবশ্যই তার সুন্দর সুন্দর লেখাগুলি। শুভ জন্মদিন আপুনি।

অনেক সুন্দর মন্তব্য করেছেন। অভিনন্দন আপনাকেও।
ধন্যবাদ জানবেন।

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: নয়া পাঠক,
আপনার এতো সুন্দর মন্তব্য দেখে সোহানী আপি আপনাকে ধন্যবাদ জানিয়েছেন,

সাথে আরো বলেছেন,
আপনাদের এ ভালোবাসায় আমার এ পথ চলা।

৬| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সদা হাস্যোজ্জ্বল প্রিয় মুখ
সোহানী আপুর জন্মদিনে
অনেক অনেক শুভেচ্ছা...

০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
সদা হাস্যোজ্জ্বল প্রিয় মুখ 
সোহানী আপুর জন্মদিনে 
অনেক অনেক শুভেচ্ছা...


সেটাই সেটাই নূরু ভাই। আপনাকেও নির্মল অভিনন্দন।

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
সাংবাদিক সাহেব ;)

সোহানী আপি আপনাকে ধন্যবাদ জানিয়েছেন,

সেই সাথে আরো বলেছেন,
আপনাদের এ ভালোবাসায় আমার এ পথ চলা।

৭| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৩

নজসু বলেছেন:




জন্মদিনে এই হাতিমাছটা উপহার দিলাম। :-B

০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
আপু আসুক,
এটা ভাজা করে আপনাকে খাওয়াবে ;) :P

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: প্রিয়,
আপি আপনাকে সুন্দর প্রতিমন্তব্য করেছেঃ
যনজসু : আপনার গিফট গ্রহন করলাম।"



৮| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৫

হাবিব বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা আপুকে এবং আপনাকেও , জানানোর জন্য.......

কিন্তু খাবার দাবার কই??????

০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
আপনাকে অভিনন্দন প্রিয় হাবিব ভাই।

অগ্নি সারথী ভাইয়ের বার্থডের খাবারদাবারে আপু মাইনাস দিয়েছিলেন। আসলেই কিন্তু আপুর খাবারের কাছে ঐ খাবার কিছুই না। তাই আর ফালতু খাবারের আয়োজন না করে বাস্তবিক খাবারের অপেক্ষা ধরতে পারেন হাবিব ভাই ;) ;) :P :P ....

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: হাবিব ভাই,

সোহানী আপি আপনাকে বলেছেনঃ
"হাবিব স্যার: খাওয়া দাওয়া তাজুল বুফে এ্যারেন্জ করছে, চইলা আ্ইসে।"



আপুর সাথে আমি আরেকটা কথা স্মরণ করাইয়্যা দেই, খালি হাতে আসবেন না কিন্তু ;) ;)

৯| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা সোহানী আপুকে। তার সাথে আপনাকেও অনেক ধন্যবাদ।

০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ধন্যবাদ সুজন ভাই,

অভিনন্দন জানবেন।

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: সুজন ভাই,
আপনাদের এ অফুরন্ত ভালোবাসা আমাকে ব্লগের ফুয়েল।

আপি আপনাকে অনেক কৃতজ্ঞতা জানিয়েচেএএএএএ।

আর বলেছে,
আপনাদের এ অফুরন্ত ভালোবাসা আমাকে ব্লগের ফুয়েল।

১০| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪১

ঢাবিয়ান বলেছেন: জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা সোহানি আপুকে। অনেক ভাল লাগে উনার লেখা।

০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
হু, উনার লেখা আমারও ভাল লাগে। একই সাথে রঙ্গ ও শিক্ষানীয় লেখা লেখার অভিজ্ঞতা উনার রয়েছে।

অভিনন্দন প্রিয়

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ঢাবিয়ান,
আপি আপনাকে অনেক কৃতজ্ঞতা জানিয়েচেএএএএএ। 

আর বলেছে, 
আপনাদের এ অফুরন্ত ভালোবাসা আমাকে ব্লগের ফুয়েল।

১১| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৩

আর্কিওপটেরিক্স বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা সোহানী আপুনিকে B-))
কানাডার কেক্কুঃ

০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনার কেকটা পার্টিতে দিয়ে আপনি মহান কাজ করলেন ;)

১২| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: হতচ্ছাড়া কিবোর্ড X(( X((

সেচের চবির কতা হচ্চে B-))

০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: সেটাই সেটাই সেটাই ;)
কথা কিন্তু সেটাই ;) ;)

১৩| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: সোহানী আপুর জন্মদিনে একরাশ ফুলেল শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা........ আমার পোস্টে আপুর কমেন্ট আমার খুব ভালো লাগে।......

০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: সেলিম ভাই,

আপুর লেখার হাত খুবই পাকা। ইনার গঠনমূলক মন্তব্য আর রসিক কথাগুলো অনেক ভাল লাগে।


অবেক অনেক ভালোবাসা ভাই

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: প্রিয় সেলিম ভাই,

আপি আপনাকে খুব সুন্দর প্রতিমন্তব্য করেছেঃ
"সেলিম আনোয়ার: আপনার কবিতা আমার অসম্ভব প্রিয়। কিন্তু সময়ের অভাবে সবগুলো পড়া হয় না।"

১৪| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপুকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। :) হ্যাপী বার্ডে সোহানী আপু। :)

০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আমিও/আমরাও ;)

হ্যাপি খাবার দে আপু :P


আপনাকে ধন্যবাদ মামু ;)

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:  (:হাসু মামা,
আপি আপনাকে অনেক কৃতজ্ঞতা জানিয়েচেএএএএএ। 

আর বলেছে, 
আপনাদের এ অফুরন্ত ভালোবাসা আমাকে ব্লগের ফুয়েল।

১৫| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৫

আর্কিওপটেরিক্স বলেছেন: কেক্কুটা গ্রহণের জন্য ধইন্যা B-))

০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আরে আমার আক্কেলরে!

আমার কেক্কুটা স্বাদ লাগলো
তাই রাখলুম!
ধইন্যা দিয়া কী করুম?


;) ;)

১৬| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪২

মিথী_মারজান বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা রইল প্রিয় সোহানী আপুর জন্য।

০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আর আপনার জন্য অভিনন্দন আপুটি।

শুভকামনা থাকলো

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: মিথী_মারজান
আপি আপনাকে অনেক কৃতজ্ঞতা জানিয়েচেএএএএএ। 

আর বলেছে, 
আপনাদের এ অফুরন্ত ভালোবাসা আমাকে ব্লগের ফুয়েল।

১৭| ০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৭

রাজীব নুর বলেছেন:

শুভ জন্মদিন।
নিজের হাতে তোলা একটি ছবি উপহার দিলাম।

০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
আপুর সৌভাগ্যই বলতে হবে।
এতো সুন্দর হাস্যোজ্জ্বল ফুলগুলো আপুর জন্যই মানায়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ রাজীব ভাই।

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: রাজীব ভাই,

আপুর দিক থেকে আপনার জন্য সুখবর আছে,
আপি বলেছেঃ
"রাজীব নুর: আপনার অসাধারন উপহার গ্রহন করলাম। একটু সময় করে নেই, একটা লিখা আপনার জন্য রেডি করছি।"

সুখবরের মিষ্টি দিয়ে যেয়েন! ;)

১৮| ০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০১

জাহিদ অনিক বলেছেন:

সোহানী আপুকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।
আপনাকে ধন্যবাদ ও শুভেচ্ছা সৈয়দ তাজুল ইসলাম

০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
সোহানী আপুকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। 

অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি সাহেব ;)

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: জাহিদ ভাই,

সোহানী আপু আপনাকে বলেছেন,
তোমার অসাধারন উপস্থাপনা ব্লগের প্রান, আমার অনুপ্রেরনা

১৯| ০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সোহানী পুর জন্মদিনে অনেকঅনেক ভালোবাসা

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: অভিনন্দন আপুটি,
আচ্ছা, আপনার বার্থডে টা কবে কন তো! দাওয়াত খেতে আসবো! :P



সোহানী আপু আপনাকে বলেছেন,
তোমার অসাধারন উপস্থাপনা ব্লগের প্রান, আমার অনুপ্রেরনা

২০| ০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমার আগের মন্তব্যটা কি আসেনি? নাকি ডিলেট করেছেন??

২১| ০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৪

শায়মা বলেছেন: হ্যাপী বার্থ ডে আপুনি!!!!!!! :)

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: অপনাকে অভিনন্দন আপু।
(আমার ব্লগ বাড়িতে আপনার আগমন মানে, গরিবের ঘরে হাতির পা..
আমি কিন্তু পুঁচকা থাকতেই পছন্দ করি! ;) স্মরণ আছে তো নিশ্চয় )


ও আচ্ছা,
সোহানী আপু আপনাকে বলেছেন,
তোমার অসাধারন উপস্থাপনা ব্লগের প্রান, আমার অনুপ্রেরনা

২২| ০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৩

আখেনাটেন বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা রইল সোহানী'পার জন্য। যুগ যুগ জিও।


সাথে তাজুল সাহেবকেও অভিনন্দন গুণী ব্লগারকে স্মরণ করে পোস্ট দেওয়ার জন্য।

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: অভিনন্দন ভাই,

আপনি এমনিতেই আমার নেফারতিতিরে নিয়ে ঝগড়া বাদাইছেন! তারপর এখানে এসে মলম মালিশ দিচ্ছেন!

আচ্ছা, সময় করে একটা ছবি দিয়েন, ওরে দেইখা আরেকবার পরান জুরামো ;)


আর হ্যা,
সোহানী আপু আপনাকে বলেছেন,
তোমার অসাধারন উপস্থাপনা ব্লগের প্রান, আমার অনুপ্রেরনা

২৩| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৫

মনিরা সুলতানা বলেছেন: জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের মিষ্টি আপু কে !!

আপনাকে ও শুভেচ্ছা সহ ধন্যবাদ।

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: মনিরা আপু ওরফে বড়াপা,
এখন আপনি কই যাবেন!
সোহানী আপু তো বলে দিল। আমরা ক'লে তো ছোট ভাই বলে বিশ্বাস করতে চান না, বাতাসের সাথে উড়াইয়্যা দেন।
সোহানী আপু তো এখন খুব সুন্দর করে বলেই দিলঃ
" মনিরা সুলতানা: আমি মিস্টি হলে তুমি সুপার সুইট... :`>  " তোমার লিখাগুলোই তার প্রমান।

২৪| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: এখন গাইতেই হচ্ছে-
ফেসবুক বড়া বেঈমান হ্যায়, বড়া্বেঈমান হ্যায়

:-B

দুনিয়ার কত্ত জন্মদিনের নোটিফিকেশন দেয়! আর আইজ বেঈমানী করল X(( :-/

ধন্যবাদ তাজুল ভায়া

হ্যাপি বাড্ড ডে টু ইউ
হ্যাপি বাড্ড ডে টু ইউ
হ্যাপি বাড্ড ডে টু ডিয়ার সোহানী
হ্যাপি বাড্ড ডে টু ইউ
:)

অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
আহ! চ্যাকা দিল ;)

চলেন, আবারো রাস্তার পাশে ১৬টাকা দান করি ;)
আর একসাথে ছ্যাঁকা খাওয়ার সুর তুলি
"ফেসবুক বড়া বেঈমান হ্যায়, বড়া্বেঈমান হ্যায় বেইমান
ফেসবুক বড়া বেঈমান হ্যায়, বড়া্বেঈমান হ্যায় বেইমান বেইমান"

ভৃগু ভায়া,
সোহানী আপু তো আপনারে ধইরালছে!ঃ (দাওয়াত খেতে এসে ধরা পরলেন ;) ;) )

"বিদ্রোহী ভৃগু (বিগু): ফাকিঁবাজি!!! তাই না   আমার কবিতা কই!!!!!!!!!!!!!!"


২৫| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩

সামু পাগলা০০৭ বলেছেন: এই আপুটা যে আমার কি ভীষন প্রিয়! ওনার হিউমার ও দস্যিপনা মুগ্ধ করে প্রতিনিয়ত। ওনার প্রতি রইল জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা।

লেখককে অনেক ধন্যবাদ পোস্টটি দেবার জন্যে, নাহলে ওনাকে উইশ করা হয়ে উঠত না। ভালো থাকুন।

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আমার সৌভাগ্য বলতে পারেন আপু।
এমন মানুষের বার্থডে উইশের সুযোগ করে দেয়া আমার জন্য সত্যি সৌভাগ্যের বিষয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।


সোহানী আপি আপনাকে বলেছেঃ
"সামু পাগলা০০৭ : আমি আগেও বলেছি, কানাডার মতো লাইফে তোমার মতো এজ এর কাউকে এতোটা দেশের প্রতি ভালোবাসা, দেশ বা সমাজ নিয়ে চিন্তা করতে কাউকে দেখিনি। তোমার বয়সে আমি পাখা লাগিয়ে ঘুরতাম। এতো চিন্তা করে মাথা নষ্ট করিনি "

২৬| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১১

বলেছেন: দারুণ উপস্থাপনা -- ৬ ই জানুয়ারি আমার ও জন্মদিন ছিলো -- আমাকে নিয়ে পোস্টের জন্য আবার ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

সেলিব্রিটি ব্লগারের জন্মদিনে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।

১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: লতিফ ভাই ওরফে দেশি ভাই,

আলনার বার্থডে মিস করলাম। জানলে তো এক উছিলায় বিলেত আসার সুযোগ পেতাম। ভাবিকে আমাদের সালাম দিয়েন।

তারপর
সোহানী আপি আপনাকে ধন্যবাদ দিয়ে বলেছেঃ
"ল : আমি মোটেও সেলিব্রেটি নই। অনেক ধন্যবাদ।"

২৭| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সোহানী'পুর জন্মদিনে অনেক শুভ কামনা।

১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: লিটন ভাই,
আপনাকে অভিনন্দন।
ভালবাসা জানবেন ভাই।

সোহানী আপি আপনাকে বলেছেঃ
"গিয়াস উদ্দিন লিটন ভাই: অনেক ধন্যবাদ সামান্য এই আমাকে মনে করার জন্য।"

২৮| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৪

আহমেদ জী এস বলেছেন: সৈয়দ তাজুল ইসলাম,



সন্দেহ নেই "সোহানী" একজন ব্লগঅন্ত প্রান। বিদেশে শত কর্মব্যস্ততার মাঝেও শীতে ঠকঠক করে কাঁপতে কাঁপতে সময় করে ব্লগের পুকুরে দুষ্টুমেয়ের মতো একটুখানি যে ঢিল ছুঁড়ে যান তাতেই ওঠে ঢেউ, ছলাৎ ছল।
আপনার প্রার্থনা মতোই সোহানী ভালো থাকুক, সুন্দর থাকুক।আর আমি বলি সোহানী থাকুক চিরকালের উচ্ছল!

জন্মবর্ষ পূর্তিতে সোহানীর জন্যে -----


আপনাদের দুজনকেই শুভেচ্ছা।

১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: Boss,

"সন্দেহ নেই "সোহানী" একজন ব্লগঅন্ত প্রান। বিদেশে শত কর্মব্যস্ততার মাঝেও শীতে ঠকঠক করে কাঁপতে কাঁপতে সময় করে ব্লগের পুকুরে দুষ্টুমেয়ের মতো একটুখানি যে ঢিল ছুঁড়ে যান তাতেই ওঠে ঢেউ, ছলাৎ ছল। "
আপনার৷ সাথে একমত।

খুব সুন্দর মন্তব্য করেছেন। অনেক অনেক ভালবাসা আপনার জন্য।

সোহানী আপি আপনাকে বলেছেনঃ
আহমেদ জী এস : এই না হলে জী ভাই স্টাইলে মন্তব্য!!! আমার মন্তব্যে ঢেউ উঠে কিনা জানি না কিন্তু আপনার মন্তব্যের জন্য পুরো ব্লগ মুখিয়ে থাকে কারন ওটা লেখকের মনে ঝড় তোলে.....। এতটুকু শতভাগ কনফার্ম করতে পারি।

২৯| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৯

তারেক ফাহিম বলেছেন: সোহানীপুর জন্মদিনে শুভেচ্ছা পৌঁছিয়ে দিবেন কিন্তু B-)

আর কি যেন? ও মনে পড়ছে খাবার দাবার না খেয়েতো বলা যায় না। 8-|

১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: অভিনন্দন প্রিয় ফাহিম ভাই,

খাবার দাবারের জন্য অপেক্ষা করুন, আপু দেশে আসুক, আমরা সবাই মিলে খলি পেট নিয়ে উনার বাসায় আক্রমণ করে কিচেন শূন্য করে দিব ;)

সোহানি আপি আপনাকে বলেছেনঃ
" কৃতজ্ঞতা সবসময়ই সাথে থাকার জন্য, আর অসখ্য ধন্যবাদ আমার মত ক্ষুদ্র মানুষকে স্মরণ করার জন্য। "

৩০| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৩

সুমন কর বলেছেন: অভিনন্দন !! শুভকামনা রইলো।

১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: সুমন কর,
আপনাকে অভিনন্দন।

সোহানী আপু আপনাকে বলেছেনঃ
কৃতজ্ঞতা সবসময়ই সাথে থাকার জন্য, আর অসখ্য ধন্যবাদ আমার মত ক্ষুদ্র মানুষকে স্মরণ করার জন্য।

৩১| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৭

নীলপরি বলেছেন: আপনি পোষ্টটা সুন্দর উপস্থাপন করেছেন । ++

ওনাকে শুভকামনা

১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনাকে অভিনন্দন,
সুন্দর লেগেছে জেনে ভালই লাগছে।

সোহানী আপি আপনাকে বলেছেনঃ
"নীলপরি, কৃতজ্ঞতা সবসময়ই সাথে থাকার জন্য, আর অসখ্য ধন্যবাদ আমার মত ক্ষুদ্র মানুষকে স্মরণ করার জন্য।"

৩২| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:১১

পদাতিক চৌধুরি বলেছেন: জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা শ্রদ্ধেয়া সোহানী আপুকে ।

১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: চৌধুরি সাহেব ;) ভায়া,
আপনার এতো সুন্দর মন্তব্যে আমি মুগ্ধ প্রিয়।
শুভকামনা জানবেন।


সোহানী আপি আপনাকে বলেছেনঃ
" পদাতিক চৌধুরি, কৃতজ্ঞতা সবসময়ই সাথে থাকার জন্য, আর অসখ্য ধন্যবাদ আমার মত ক্ষুদ্র মানুষকে স্মরণ করার জন্য।"

৩৩| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:০১

মামুন ইসলাম বলেছেন: শুভ জন্মদিন সোহানী আপুর। আর আপনাকেও ধন্যবাদ এমন একটা গুড নিউজ জানাজের জন্য। :-B

১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনাকেও অভিন্দন,
অনেক অনেক ভালো লাগলো আপনার উপস্থিতি

সোহানী আপি আপনাকে বলেছেনঃ
"মামুন ইসলাম, কৃতজ্ঞতা সবসময়ই সাথে থাকার জন্য, আর অসখ্য ধন্যবাদ আমার মত ক্ষুদ্র মানুষকে স্মরণ করার জন্য।"

৩৪| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪০

কালীদাস বলেছেন: হ্যাপি বার্থডে টু সোহানী আপা !:#P

১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: অনেক অনেক অভিন্দন প্রিয় কালিদাস ভাই,
আশাকরি ভালই আছেন।

সোহানী আপু আপনাকে বলেছেন,
কালীদাস, কৃতজ্ঞতা সবসময়ই সাথে থাকার জন্য, আর অসখ্য ধন্যবাদ আমার মত ক্ষুদ্র মানুষকে স্মরণ করার জন্য।

৩৫| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৩

অপু দ্যা গ্রেট বলেছেন:




হায় হায়

আমি মনে হয় পিছনে পরছি

শুভ জন্ম দিন

নিজ দায়িত্বে ট্রিট দিয়ে যাবেন

ভাল থাকুন আপু ।


ধন্যবাদ তাইজুল ভাই পোস্টের জন্য ।

১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনাকে অভিনন্দন প্রিয় অপু,
পিছনে পরেননি! আপু আপনাকে নিজে প্রতিমন্তব্য করেছেন।

আপনার উপস্থিতি অনেক ভাল লাগলো।

সোহানী আপি আপনাকে বলেছেনঃ
"অপু দ্যা গ্রেট : কৃতজ্ঞতা সবসময়ই সাথে থাকার জন্য, আর অসখ্য ধন্যবাদ আমার মত ক্ষুদ্র মানুষকে স্মরণ করার জন্য।"

৩৬| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৮

শিখা রহমান বলেছেন: শুভ জন্মদিন সোহানী। এত্তো ভালোবাসা রইলো। কোন একদিন ঠিক দেখা হয়ে যাবে তোমার সাথে।

আনন্দ, ভালোবাসা আর প্রিয়মুখেরা ঘিরে থাকুক তোমাকে আজীবন।
ভালো থেকো সবসময়, ভালোবাসায়!!

সুন্দর পোষ্টাটার জন্য ধন্যবাদ তাজুল। সোহানী আমার খুব প্রিয় ব্লগারদের একজন ও প্রিয় মানুষ।

১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: সোহানী আপু সবারই প্রিয়দের তালিকা দখল করে নিয়েছেন। আর আমার প্রিয়দের মধ্যে আপনিও একজন।

অভিনন্দন


আপনার জন্য সুখবর আছে, মিষ্টি খাওয়াবেন কিন্তু ;)
সোহানী আপি আপনাকে বলেছেঃ
"শিখা রহমান: আমি সব সময়ই বলি তোমার ভাবনার সাথে আমার অসম্ভব মিল। তোমার প্রতিটি লিখা আমি খুব মনোযোগ দিয়ে পড়ি। নিশ্চয় দেখা হবে ..... মনে হয় নেক্সট ইয়ারেই!!!"

৩৭| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ২:০৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: উনার হাতের তৈরি খাবার এতই সুস্বাদু যে,
আপনি এখাবারের প্রশংসা করতে করতে নিজেই হারিয়ে যাবেন।

..........................................................................................
আমরা দাওয়াত পাই নাই, খাবারের প্রশংসা শুনতে শুনতে ক্ষিদা পেয়েছে ।
যাহোক , হ্যাপি বার্থডে টু সোহানী পু !!!
...........................................................................................

১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
যেহেতু আপনি আমার কথা বিশ্বাস করবেন না, তাই বলি। আপুর খাবার খেয়ে কিন্তু আমি সত্যি আমার প্রেমিকা হারিয়েছি। এখনো কষ্টে আছি। আর এদিকে আমার এক্সজিএফ নিয়ে আখেনাটেন ঝগড়া বাধানোর চেষ্টা করছে।


সোহানী আপি আপনাকে সান্ত্বনা দিচ্ছেন;
নিয়ে যেয়েন।
উনি আপনাকে বলেছেন
"স্বপ্নের শঙ্খচিল: তাজুলতো আমার খাবার খায়নি, খেলে অজ্ঞান হয়ে যেতো..............হাহাহাহাহা। জীবনেও ওই মুখো হতো না।"

৩৮| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ২:৫৯

সোহানী বলেছেন: আস্তাগফিরুল্লাহ্ ... পোস্ট দিসো ৯ ই জানুয়ারী দুপুর ১২ টায় আর আমি পোস্টে ঢুকলাম ১০ই জানুয়ারী রাত ২টায় :(( :(( :(( :(( :(( ........ এ অপরাধের ক্ষমা নেই X( X( X( X( X(

৩৯| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৩:০৮

সোহানী বলেছেন: প্রতি দিনের মতো অফিসে যেতে যেতে চোখ বুলাই সামুর পাতায়। যেহেতু মোবাইল থেকে দেখি এবং মোটামুটি সব দিনেই ঝুলতে ঝুলতে অফিসে যাই তাই কমেন্টের পথে পা দেই না। শুধু নির্বাচিত ও আলোচিত পাতার লিখাগুলি পড়ি। তেমনি আজ যেতে যেতে চোখ আটকে গেল আলোচিত পাতার লিখা "আজ সবার প্রিয় হাস্যোজ্জ্বলমুখ সোহানী আপুর জন্মদিন। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা.."। সবার মতো বার্থডে ইউশ করতে ক্লিক করতেই চক্ষু দুইখান ছানাবড়া............. হায় আল্লাহ, এইটা দেখি আমি!!!!! এ অধম!!! আমি আবার সেলিব্রেটি কবে হইলাম!!!!!!!!!!! কবে আবার হাস্যোজ্জল হইলাম!!! আমার জন্মদিন আবার কেমনে মহান হইলো!!! আবার আমি ভালো রাধুনি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! সেইটা খাইয়া তাজুল ভাই অজ্ঞান!!!!!!!!!!!!!!!!!.........

উনি আমার খাওয়া খাইয়া অজ্ঞান আর আমি উনার লিখা দেইখা অজ্ঞান। বিশ্বাস করেন আমি কোনরকম ধুতরা বা বিষ মেশাই নাই। কানাডায় বইসা এক তেলাপোকার ওষধ কিনতে আমারে ১ ঘন্টা ড্রাইভ করতে হয় সেইখানে ধুতরার বিষ কিনতেতো জীবনভর ড্রাইভ করতে হবে নিশ্চিত :P :P :P :P :P :P :P

৪০| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৩:১৬

সোহানী বলেছেন: মেনি থ্যাংস তাজুল, ইউ মেক মাই ডে। আ'ম রিয়েলি সারপ্রাইজড। গতবছর কি করি আর বিগু এ কাজ করে আমাকে টাস্কিত করেছিল 'শুভ জন্মদিন'' সোহানী'পু আর এ বছর তুমি। সত্যি বলতে ভার্চুয়াল জগতে এর চেয়ে আর বেশী কি চাই??????

যাই হোক, তুমি তো ইনায়া বিনায়া আমার উপ্রে দোষ চাপাইছো তোমার গার্লফ্রেন্ডরে ভাগানোর জন্য X( X( X( । আসল কথাতো আমি জানি ;) ;) ;) । সময় মতো হাটে হাড়ি ভাঙ্গা হইবে, নিশ্চিত। আপাতত চুপ গেলাম জন্মদিনের ঘুষ পেয়ে..... হাহাহাহা

৪১| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৩:৩৭

সোহানী বলেছেন: এবার আসি সবার কাছে.....

আর্কু (আর্কিওপটেরিক্স) কে ধন্যবাদ আমার প্রিয় কেক পাঠানোর জন্য। কেকটা সত্যিই অসাধারন। আর তাজুল যে বুফের এ্যারেন্জ করেছে সেটাতে তুমি আসবা নিশ্চিত। কিন্তু গিফ্টা কিন্তু আনতে ভুল কইরো না। গতবার বলছিলা যে বাড়িতে ভুল কইরা ফেলে আইসো। সেইটা আজো পাইলাম না। তাই এইবার আগেই মনে করাইয়া দিলাম।

আরোহী আশা, অগ্নি সারথি, তারেক_মাহমুদ, সুচরিতা, নয়া পাঠক, নুরু ভাই কে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এ ভালোবাসায় আমার এ পথ চলা।

৪২| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৩:৪৫

সোহানী বলেছেন: নজসু : আপনার গিফট গ্রহন করলাম।

হাবিব স্যার: খাওয়া দাওয়া তাজুল বুফে এ্যারেন্জ করছে, চইলা আ্ইসে।

মাহমুদুর রহমান সুজন, ঢাবিয়ান, :):):)(:(:(:হাসু মামা, মিথী_মারজান কে অনেক কৃতজ্ঞতা। আপনাদের এ অফুরন্ত ভালোবাসা আমাকে ব্লগের ফুয়েল।

সেলিম আনোয়ার: আপনার কবিতা আমার অসম্ভব প্রিয়। কিন্তু সময়ের অভাবে সবগুলো পড়া হয় না।

রাজীব নুর: আপনার অসাধারন উপহার গ্রহন করলাম। একটু সময় করে নেই, একটা লিখা আপনার জন্য রেডি করছি।

জাহিদ অনিক, কাজী ফাতেমা ছবি, শায়মা, আখেনাটেন ..... তোমাদের অসাধারন উপস্থাপনা ব্লগের প্রান, আমার অনুপ্রেরনা।

৪৩| ১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৮

সোহানী বলেছেন: মনিরা সুলতানা: আমি মিস্টি হলে তুমি সুপার সুইট.... :`> তোমার লিখাগুলোই তার প্রমান।

বিদ্রোহী ভৃগু (বিগু): ফাকিঁবাজি!!! তাই না X(( X(( আমার কবিতা কই!!!!!!!!!!!!!!

সামু পাগলা০০৭ : আমি আগেও বলেছি, কানাডার মতো লাইফে তোমার মতো এজ এর কাউকে এতোটা দেশের প্রতি ভালোবাসা, দেশ বা সমাজ নিয়ে চিন্তা করতে কাউকে দেখিনি। তোমার বয়সে আমি পাখা লাগিয়ে ঘুরতাম। এতো চিন্তা করে মাথা নষ্ট করিনি ;) ;);)

ল : আমি মোটেও সেলিব্রেটি নই। অনেক ধন্যবাদ।

ও গিয়াস উদ্দিন লিটন ভাই: অনেক ধন্যবাদ সামান্য এই আমাকে মনে করার জন্য।

আহমেদ জী এস : এই না হলে জী ভাই স্টাইলে মন্তব্য!!! আমার মন্তব্যে ঢেউ উঠে কিনা জানি না কিন্তু আপনার মন্তব্যের জন্য পুরো ব্লগ মুখিয়ে থাকে কারন ওটা লেখকের মনে ঝড় তোলে.....। এতটুকু শতভাগ কনফার্ম করতে পারি।

তারেক ফাহিম, সুমন কর, নীলপরি, পদাতিক চৌধুরি, মামুন ইসলাম, কালীদাস, অপু দ্যা গ্রেট : কৃতজ্ঞতা সবসময়ই সাথে থাকার জন্য, আর অসখ্য ধন্যবাদ আমার মত ক্ষুদ্র মানুষকে স্মরণ করার জন্য।

শিখা রহমান: আমি সব সময়ই বলি তোমার ভাবনার সাথে আমার অসম্ভব মিল। তোমার প্রতিটি লিখা আমি খুব মনোযোগ দিয়ে পড়ি। নিশ্চয় দেখা হবে ..... মনে হয় নেক্সট ইয়ারেই!!!

স্বপ্নের শঙ্খচিল: তাজুলতো আমার খাবার খায়নি, খেলে অজ্ঞান হয়ে যেতো..............হাহাহাহাহা। জীবনেও ওই মুখো হতো না।

৪৪| ১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:

জন্মদিনের শুভেচ্ছা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: মাইদুল ভাই, 

আপু আলনাকে খুব আদরের সাথে বলেছেন
"মোঃ মাইদুল সরকার: অনেক অনেক শুভকামনা।"

৪৫| ১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৫

হাসান মাহবুব বলেছেন: শুভ জন্মদিন হাস্যোজ্জ্বল সোহানী।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ভাই,

আপু আপনাকে প্রতি উত্তর করেছেনঃ
"হাসান মাহবুব ভাই: অসংখ্য ধন্যবাদ স্মরণ করার জন্য।"


আমার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ভালবাসা

৪৬| ১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৮

কিরমানী লিটন বলেছেন: শতায়ু হন- প্রিয় সোহানী আপু, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা- শুভ জন্মদিন।
এবং আপনাকেও , খবরটা জানানোর জন্য...।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: প্রিয় কবি,


আপু আপনাকে প্রতিউত্তর করেছেনঃ
”কিরমানী লিটন: কবিতা চাই লিটন........."


আপুর সাথে আমিও বলি,
প্রচুর প্রচুর কবিতা দেও মোদের প্রিয় কবি।


ভালবাসা জানবেন ভাই।

৪৭| ১০ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৯

এস এম ইসমাঈল বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন হাস্যোজ্জ্বল সোহানী।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: প্রিয় সম্মানিত মুরব্বি ব্লগার,


আপু আপনার মন্তব্যে খুশি হয়ে প্রতিমন্তব্য করেছেনঃ
"এস এম ইসমাঈল : অনেক অনেক ধন্যবাদ"

৪৮| ১০ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৪

ধ্রুবক আলো বলেছেন: সোহানী আপুকে জন্মদিনের শুভেচ্ছা

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: প্রিয় ব্লগার,

আপু আপনার মন্তব্যে খুশি হয়ে প্রতিমন্তব্য করেছেনঃ
ধ্রুবক আলো : অনেক অনেক ধন্যবাদ

৪৯| ১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:১২

সোহানী বলেছেন: মোঃ মাইদুল সরকার: অনেক অনেক শুভকামনা।
হাসান মাহবুব ভাই: অসংখ্য ধন্যবাদ স্মরণ করার জন্য।
কিরমানী লিটন: কবিতা চাই লিটন.........
এস এম ইসমাঈল ও ধ্রুবক আলো : অনেক অনেক ধন্যবাদ

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপুরে,

আমি তোমার প্রতিমন্তব্য করার দুঃসাহসিকতা দেখাতে পাচ্ছি না ;)

আপাত শুধু দেখেই যাই,
এখন কিছু বলছি না, হয়ত কোন একসময় বকবক করে অনেক কিছুই বলে ফেলবো।

;)

৫০| ১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৮

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক শুভ কামনা সোহানী আপুর জন্য ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ধন্যবাদ প্রিয় লেখিকা আপু।


আপনার জন্য নির্মল শুভেচ্ছা।

৫১| ১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২২

সামু পাগলা০০৭ বলেছেন: লেখককে ধন্যবাদ, কষ্ট করে আপুর কথা আমাকে প্রতিমন্তব্যে দেবার জন্যে।

সোহানী আপু, হাহাহা, আপনি এত সুইট করে বড়বোনের মতো কথা বলেন! জোশ লাগে! আমিও তো পাখা লাগিয়েই ঘুরে বেড়াই। আর আপনিও তাই করবেন। :) তবে হ্যাঁ ব্লগে যখন সামুপাগলা হয়ে লিখতে বসি, নতুন নতুন কন্টেন্টের কথা ভাবি, তখন সারটেইন ম্যাচিউরিটি ফিল করি। আমি অনেক কম বয়স থেকে ব্লগিং শুরু করেছি, নিজের চেয়ে অনেক অনেক বেশি গুণী, মেধাবী ও বড়দের ভাবনা চিন্তার সংস্পর্শে থাকার সুযোগে নানা কিছু নিয়ে চিন্তা করতে শিখেছি। কোন চিন্তা করার মতো ঘটনা পেপারে বা অন্যকোথাও পড়ে অথবা বাস্তব জীবনে দেখে থাকলে, ব্লগ লিখতে এসে সেটা মাথায় ঘুরঘুর করতে থাকে। তখন আরো রিসার্চ করি, জানার চেষ্টা করি বিষয়টি, আর পোস্ট লিখি। সামু আর সহব্লগারদের ধন্যবাদ, অনেককিছু নিয়ে গভীরে ভাবার সুযোগ করে দিয়েছে আমাকে। সামু না থাকলে দেশ সমাজের ভাবনা দূরের, বাংলা বানানও মনে থাকত কিনা সন্দেহ!

আমার মন্তব্যটি দেখে কিছু বলার জন্যে থ্যাংকস আপু।
অনেক ভালো থাকবেন।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আহ কী কষ্টরে!
এইডা যদি বুঝতেন, তবে খালি হাতে আসতেন না B:-/

বেশি কিছু কওন যাইবো না, আপু দাঁড়িয়ে আছে সামনে ;)


আপু আপনার মন্তব্যে মুগ্ধ হয়ে ফিরতি আরেকটা মনোমুগ্ধকর প্রতিউত্তর দিয়েছেনঃ
"সামুপাগলা: আমি ঠিক সেটাই বলি। ব্যাক্তি জীবনে যাই থাকি না কেন ব্লগ জীবনে দায়িত্বশীলতার পরিচয়ই নিজের ব্যাক্তিত্বকে তুলে ধরে। 

দেখো, আমি যদি আমার সত্যিকারের পরিচয় দিয়ে ব্লগিং করি তাহলে কিন্তু অনেক কিছুই লিখতে পারবো না। সেটা প্রফেশনালই বাধাঁ আসবে কিংবা ব্যাক্তি জীবনে বাধাঁ আসবে। সেক্ষেত্রে তুমি অনেক কম বয়স থেকে ব্লগিং শুরু করেছো বলে সেসব থেকে দূরে আছো। তাই অনেক বেশী স্বাধীন লিখার ক্ষেত্রে। কিন্তু ওই যে ম্যাচিউরিটির কথা বল্লাম, সে তোমার অনেক বেশীই। আমি ভাবনার ম্যাচিউরিটির কথা বলছি। তোমার বয়স কত আমি আন্দাজ করতে পারি, ধরো ২০/২১। এই বয়সে এ ধরনের চিন্তা সত্যিই অসাধারন। আমি লিখি এ ধরনের লিখা কারন আমি দেশের রাস্তার রিক্সাওয়ালা থেকে শুরু করে কেবিনেট পর্যন্ত পদচারনা ছিল। দেশের এমন কোন সেক্টর নেই আমি কাজ করিনি। তাই গ্যাপগুলো তুলে ধরার চেস্টা করি ব্লগ লিখে।

অনেক অনেক ভালো থাকো.... ব্লগ ছেড়ে যাবে না এবং আমাদের মাঝেই থাকবে এ ই প্রত্যাশা।
"

৫২| ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:১৪

সোহানী বলেছেন: সামুপাগলা: আমি ঠিক সেটাই বলি। ব্যাক্তি জীবনে যাই থাকি না কেন ব্লগ জীবনে দায়িত্বশীলতার পরিচয়ই নিজের ব্যাক্তিত্বকে তুলে ধরে।

দেখো, আমি যদি আমার সত্যিকারের পরিচয় দিয়ে ব্লগিং করি তাহলে কিন্তু অনেক কিছুই লিখতে পারবো না। সেটা প্রফেশনালই বাধাঁ আসবে কিংবা ব্যাক্তি জীবনে বাধাঁ আসবে। সেক্ষেত্রে তুমি অনেক কম বয়স থেকে ব্লগিং শুরু করেছো বলে সেসব থেকে দূরে আছো। তাই অনেক বেশী স্বাধীন লিখার ক্ষেত্রে। কিন্তু ওই যে ম্যাচিউরিটির কথা বল্লাম, সে তোমার অনেক বেশীই। আমি ভাবনার ম্যাচিউরিটির কথা বলছি। তোমার বয়স কত আমি আন্দাজ করতে পারি, ধরো ২০/২১। এই বয়সে এ ধরনের চিন্তা সত্যিই অসাধারন। আমি লিখি এ ধরনের লিখা কারন আমি দেশের রাস্তার রিক্সাওয়ালা থেকে শুরু করে কেবিনেট পর্যন্ত পদচারনা ছিল। দেশের এমন কোন সেক্টর নেই আমি কাজ করিনি। তাই গ্যাপগুলো তুলে ধরার চেস্টা করি ব্লগ লিখে।

অনেক অনেক ভালো থাকো.... ব্লগ ছেড়ে যাবে না এবং আমাদের মাঝেই থাকবে এ ই প্রত্যাশা।

৫৩| ০৯ ই জানুয়ারি, ২০২০ রাত ৩:৩৯

শের শায়রী বলেছেন: আমার প্রিয় বোনের শুভ জন্মদিন আজকে। শুভ হোক প্রতিটা মুহুর্ত। সুখে শান্তিতে ভরে থাকুক আপনার জীবন। আল্লাহ আপনার নেক হায়াত দান করুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.