নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বঙ্গবন্ধু পরবর্তী আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাইত্তা সকল কুকুরেরা বাঙলার প্রধান শত্রু।

সৈয়দ তাজুল ইসলাম

সমাজের সন্তান

সৈয়দ তাজুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

পাকিস্তানি ভাইজান নাকি বিপন্ন মানবতা(!)

০১ লা মার্চ, ২০১৯ বিকাল ৪:০৮



বুঝি না (!)
আপনারা জানেন না, এখানে পাকিস্তান আর ইন্ডিয়া করছে মশকারি
মাঝপথে কাশ্মীরে হবে কুলখানির বিশাল বিশাল সমাবেশ
সবশেষে পাকিন্ডিয়ার মিলনে আপনারা জোরছে হাততালি দিবেন,
হয়ত কেউ গলা ফাটিয়ে বলবেন,
-মানবতার কাছে হয়েছে ওদের পরাজয়
পাশ থেকে দর্শকগণ চেচিয়ে উঠবে
-জয়, মানবতার জয়(!)

সত্যি বলছি,
যুদ্ধ হবে না বাপু,
কিছু গরম বাতাস—ঘুড়িকে উড়িয়ে নিয়ে যাবে
কিছুক্ষণ পর আবার হবে করমর্দন
সব শেষে, আমরা তো প্রতিবেশী
চল করি কোলাকুলি।
মধ্যখানে
কাশ্মীর হবে রক্ত বন্যায় জঘন্য
কিংবা
কাশ্মীরের মানবতা থাকবে
সেই পূর্বেরই মত—বিপন্ন।



২৭-০২-০০১৯

ছবিঃ ফেসবুক

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৯ বিকাল ৪:১৫

চাঁদগাজী বলেছেন:


কাশ্মিরের লোকজনের কি করা উচিত?

০১ লা মার্চ, ২০১৯ বিকাল ৪:২৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
তাদের অবস্থান পরিস্কার করে নিজেদের স্বাধীনতার জন্য আন্দোলন চালিয়ে যেতে হবে। তবে কোন প্রকার উগ্রতা যেন তাদের মধ্যে টাই না পায়। তাদের বুঝতে হবে যে, তাদেরকে অনেকেই ব্যবহার করতে চায় এবং করছে। কিন্তু মনে হয় না তারা স্বাধীনতা পাবে।

২| ০১ লা মার্চ, ২০১৯ বিকাল ৪:২৩

মাহমুদুর রহমান বলেছেন: একদিন কাশ্মীর মুক্ত হবেই হবে।

০১ লা মার্চ, ২০১৯ বিকাল ৪:৩১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
মুক্ত হওয়া উচিত, তাদের স্বাধীনতা প্রয়োজন। সত্যিকার স্বাধীনতা প্রয়োজন। কিন্তু মনে হয় না তারা এতো সহজে স্বাধীন হতে পারবে (!)

৩| ০১ লা মার্চ, ২০১৯ বিকাল ৪:৩৩

চাঁদগাজী বলেছেন:


না, স্বাধীনতা ওরা অনেক দীর্ঘ সময় অবধি পাবে না; ফলে, তাদেরকে পড়ালেখায় ফিরতে হবে, পাকিস্তানের সাথে যাদের যোগাযোগ আছে, তাদের পরিহার করতে হবে।

০১ লা মার্চ, ২০১৯ বিকাল ৪:৪৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: চাঁদগাজী ভাই,

যারা ধর্ম সম্পর্কে জ্ঞানী তারা নিজ নিজ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকে ও নিজ ধর্মের মানুষের প্রতি গভীরভাবে আকর্ষণ থাকে। সেই দিক থেকে কাশ্মীরের মুসলমানরা নিজেদেরকে মুসলমান দাবীর পাশাপাশি পামিস্তানি মুসলমানদের প্রতি দুর্বল মনে হয়। সেটা একেবারে স্বল্প সংখ্যক লোকের মধ্যে আছে। অধিকাংশ কাশ্মীরী নিজেকে এখন কাশ্মীরী দাবী করেন; মুসলমান কিংবা ভারতী নয়। আর এটাই তাদের উচিত।

হ্যা, তাদের মধ্যে শিক্ষার প্রয়োজনটা খুব বেশি। তবে এর পাশাপাশি তাদেরকে তাদের জাতীয়তার প্রতি যত্নশীল হয়ে উঠতে হবে।

৪| ০১ লা মার্চ, ২০১৯ বিকাল ৪:৩৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

কুলাকুলি, মুলামুলি,
সেইটা যা-ই হোক।
কাশ্মীরের দিকেই
দু'জনেরই চোখ।

০১ লা মার্চ, ২০১৯ বিকাল ৪:৪৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: হু,

দু'ভাগের লোকেরই এর প্রতি শকুন চোখ পতিত৷

আল্লাহ জানেন, কবে এরা স্বাধীন হবে, তবে স্বাধীন হওয়াটা খুবই প্রয়োজন। মানবতার মুক্তি প্রয়োজন।

৫| ০১ লা মার্চ, ২০১৯ বিকাল ৪:৩৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন: কিন্তু, প্রব্লেম হচ্ছে, PAKISTAN নামের সঙ্গেই কাশ্মীর জড়িত।

P= Punjab, A = Afghanistan, KIS = Kashmir, TAN = Belushicntan

তাই, তারা কখনোই কাশ্মীরকে স্বাধীন হতে দিবে না। ঝুলিয়ে রাখবে।

০১ লা মার্চ, ২০১৯ বিকাল ৫:৪১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: শাইয়্যান ভাই,

পাকির পূর্ণ রূপ দেখে খারাপ লাগেনি। তবে যদি কাশ্মীরীরা নিজেদের জাতীয়তা বুঝতে পারে, তবেই তাদের স্বাধীনতার পথ সহজ হতে শুরু করবে। তাদের উচিত নয়, পাকিদের (ইমরান খানের) এই মানবিকতার মুখোশে নিজের জাতীয়তা ভুলে যাওয়া।

সবশেষে কাশ্মীরের স্বাধীনতা খুব প্রয়োজন।

৬| ০১ লা মার্চ, ২০১৯ বিকাল ৫:১৩

পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা ভালো হয়েছে। কিন্তু রাজনৈতিক কষাইরা যে বধির। যেখানে জনগণ গিনিপিগ। কাজেই পরীক্ষা -নিরীক্ষা চলবে...

০১ লা মার্চ, ২০১৯ বিকাল ৫:৪৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
পরীক্ষার নামে প্রতিদিন চলতে থাকা মানবতার ভেতরে ধর্ষণের বিজয় সত্যি কাশ্মীরীদের জন্য কষ্টকর। কিছু কাশ্মীরীরা নিজেদের জাতীয়তা ভুলে গিয়ে পাকিদের সাথে লাফালাফিকরে।

কথা একটা, অসম্ভব তারপরও তাদের উচিত স্বাধীনতার জন্য আন্দোলন চালিয়ে যাওয়া।


আপনার মন্তব্য আর অকবিতা ভাল হয়েছে বলে প্রশংসা করায় নিজেকে ধন্য মনে হচ্ছে।
অনেক অনেক ভালবাসা, এতো সুন্দর মন্তব্যের জন্য।

৭| ০১ লা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:১৪

শায়মা বলেছেন: মানবতার জয় হোক!

০১ লা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
হু আপি, মানবতার জয় হোক।

বিপন্ন মানবতার নয়, সুস্বাস্থ্যকর মানবতার।

৮| ০১ লা মার্চ, ২০১৯ রাত ৮:১৬

রাজীব নুর বলেছেন: ভারতের নিবার্চন পর্যন্ত এরকম চলতে থাকবে।

০১ লা মার্চ, ২০১৯ রাত ১০:০৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: রাজিব ভাই,

নির্বাচনের পর কি কাস্মীরে স্বাধীনতা আইন জারী করা হবে?

৯| ০১ লা মার্চ, ২০১৯ রাত ১১:২১

বলেছেন: কবিতা ভালো হয়েছে।

০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৫৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ;)

আই লাভ ইউ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.