|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
চ্যাটবক্সে ওসব স্টিকারের মানে আমি ঠিকই বুঝি
এত সহজে সাড়া দিবনা; হুম
এত সুন্দরের সূচনা কি এমন সাধারণ হলে হয়? 
sms এ না
চিঠি না পার চিরকূট দিও 
বারেবারে হাত বুলাবো হাতের লেখায়
কখনো অধর!
কবি হতে হবে না
প্রিয় গানের দু'চরণ ধার করে চালিয়ে দিও।
love you  বলো না প্লিজ
হৃদয়ে ঝড় তুলে বলো ভালবাসি।
ফোনে বলো না
ঐ চাহনি এই রাঙ্গামুখ
মিস করা যায়?  
বিশ্ব সংসার তন্ন তন্ন করে আনতে হবে না
একশো আটটা নীল পদ্ম
শাহাবাগের গোলাপ-ই সই।
খুব বেশি কি সৌখিনতা বল
এত সুন্দরের সূচনা কি এমন সাধারণ হলে হয়?  
 
 ৫৩ টি
    	৫৩ টি    	 +৯/-০
    	+৯/-০  ০২ রা জানুয়ারি, ২০১৬  রাত ১:০৫
০২ রা জানুয়ারি, ২০১৬  রাত ১:০৫
তামান্না তাবাসসুম বলেছেন: ধন্যবাদ 
২|  ০২ রা জানুয়ারি, ২০১৬  রাত ১২:৫৭
০২ রা জানুয়ারি, ২০১৬  রাত ১২:৫৭
কান্ডারি অথর্ব বলেছেন: 
নতুন বছরের শুভেচ্ছা রইলো।
  ০২ রা জানুয়ারি, ২০১৬  রাত ১:০৬
০২ রা জানুয়ারি, ২০১৬  রাত ১:০৬
তামান্না তাবাসসুম বলেছেন: Happy New Year  
  
 
নতুন বছর অনেক ভাল কাটুক এই কামনায়।
৩|  ০২ রা জানুয়ারি, ২০১৬  রাত ১:১৫
০২ রা জানুয়ারি, ২০১৬  রাত ১:১৫
আবু শাকিল বলেছেন: ফোনে ,ফেসবুকে হয় না।
কাছে আসতে হয় ।
কাছে এসে বলতে হয় 
ভালবাসি   
  
  ০২ রা জানুয়ারি, ২০১৬  রাত ১:১৯
০২ রা জানুয়ারি, ২০১৬  রাত ১:১৯
তামান্না তাবাসসুম বলেছেন:  
  
 
সবভাবেই হয়, যারা ফেসবুকে প্রেম করে, তারা কি ভালবাসে না?  শিল্পসম্মত হয় না আরকি।
৪|  ০২ রা জানুয়ারি, ২০১৬  রাত ১:১৯
০২ রা জানুয়ারি, ২০১৬  রাত ১:১৯
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
  ০২ রা জানুয়ারি, ২০১৬  রাত ১:৪৬
০২ রা জানুয়ারি, ২০১৬  রাত ১:৪৬
তামান্না তাবাসসুম বলেছেন: পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা প্রিয় লেখক  
 
নতুন বছরের শুভেচ্ছা।
৫|  ০২ রা জানুয়ারি, ২০১৬  রাত ১:২৭
০২ রা জানুয়ারি, ২০১৬  রাত ১:২৭
আবু শাকিল বলেছেন: আমি কিছু বলি নাই ।যা বলার তছলিমা নাসরীন বলছে ।তিনি আরো কিছু বলছে সেগুলো বলতে লজ্জা লাগছে -
খোঁজ নিয়ে পড়তে পারেন।
  ০২ রা জানুয়ারি, ২০১৬  রাত ১:৪৫
০২ রা জানুয়ারি, ২০১৬  রাত ১:৪৫
তামান্না তাবাসসুম বলেছেন: আমার কবিতাটা আপনার কোনদিক দিয়ে তসলিমা নাসরিনের মত মনে হল!!!  
আপনার মন্তব্যে খুব আহত হলাম।
৬|  ০২ রা জানুয়ারি, ২০১৬  রাত ১:৫৬
০২ রা জানুয়ারি, ২০১৬  রাত ১:৫৬
আবু শাকিল বলেছেন: আরে ভাই -আপনি যেভাবে ভাবছেন -সেভাবে বলি নাই ত।
আপনার মত আমার কবিতা লেখা সম্ভব হয় নাই তাই মারিং করে আবেগ শেয়ার দিলাম।
আহত হওয়ার কিছু নাই ।সুস্থ -স্বাভাবিক থাকেন ।আমি শাহাবাগের গোলাপ কিনতে গেলাম । 
৭|  ০২ রা জানুয়ারি, ২০১৬  রাত ৩:৩৯
০২ রা জানুয়ারি, ২০১৬  রাত ৩:৩৯
রুদ্র জাহেদ বলেছেন: love you বলো না প্লিজ
হৃদয়ে ঝড় তুলে বলো ভালবাসি।
খুব বেশি কি সৌখিনতা বল
এত সুন্দরের সূচনা কি এমন সাধারণ হলে হয়?
আহা ভার্চুয়াল প্রেম নয় চাই হৃদয়ের সাথে হৃদয় একশা হওয়ার মতো বাস্তবিক ঐশ্বরিক প্রেম।কবিতায় এরকম আহ্বানের সুর আছে মনে হলো।বলতেই হয় ভার্চুয়াল লাভ -এর সুন্দর কবিতা
অফটপিক: সিরিয়াস প্রশ্ন।আচ্ছা ভার্চুয়াল প্রেম চলতেছে... এমন হলে উনারা আট দশ বছর পরে দুজন এক হবে এমন অঙ্গীকার করল মানে পুরোপুরি প্রতিষ্ঠিত হওয়ার পর, আপনার কি মনে হয় আপুনি এমন প্রেম সফল হওয়া সম্ভব?কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো... 
  ০২ রা জানুয়ারি, ২০১৬  সকাল ৭:৪৭
০২ রা জানুয়ারি, ২০১৬  সকাল ৭:৪৭
তামান্না তাবাসসুম বলেছেন: সুন্দর মন্তব্যে ধন্যবাদ ভাইয়্যা  
 
আট-দশ বছর পর বিয়ে করবে এটা হতে পারে, কিন্তু এই আট দশ বছর যদি তারা শুধু ভার্চুয়ালই থাকতে চায় তাহলে তো অসম্ভব ই বলা যায়, কিন্তু বাস্তবে ভাল সম্পর্ক থাকলে সমস্যা নাই 
৮|  ০২ রা জানুয়ারি, ২০১৬  রাত ৩:৪১
০২ রা জানুয়ারি, ২০১৬  রাত ৩:৪১
গেম চেঞ্জার বলেছেন: উরেব্বাহঃ 
  ০২ রা জানুয়ারি, ২০১৬  সকাল ৭:৪৩
০২ রা জানুয়ারি, ২০১৬  সকাল ৭:৪৩
তামান্না তাবাসসুম বলেছেন:  
 
৯|  ০২ রা জানুয়ারি, ২০১৬  সকাল ৭:০৮
০২ রা জানুয়ারি, ২০১৬  সকাল ৭:০৮
মাহবুবুল আজাদ বলেছেন: দারুণ লাগল।
আহা প্রেম। একদিন এসেছিল- তারপর রয়ে গেছে হৃদয়ে, আজো তারে লালন করি।
নতুন বছরের শুভেচ্ছা রইল।
ভাল থাকবেন।
  ০২ রা জানুয়ারি, ২০১৬  সকাল ৭:৫৩
০২ রা জানুয়ারি, ২০১৬  সকাল ৭:৫৩
তামান্না তাবাসসুম বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়্যা  
 
হ্যপি নিউ ইয়ার  
 
 There is nothing more beautiful then a person whose heart has been broken, but still belives in love ।
১০|  ০২ রা জানুয়ারি, ২০১৬  সকাল ১১:২৫
০২ রা জানুয়ারি, ২০১৬  সকাল ১১:২৫
রূপক বিধৌত সাধু বলেছেন: অাফা, প্রেমকাব্য ভালোই লাগলো । 
অাবু শাকিল ভাই বলেছেন, "ফোনে ,ফেসবুকে হয় না।
কাছে আসতে হয় ।
কাছে এসে বলতে হয়
ভালবাসি।"
উত্তরে লেখক বলেছেন:
"সবভাবেই হয়, যারা ফেসবুকে প্রেম করে, তারা কি ভালবাসে না? শিল্পসম্মত হয় না আরকি।"
জাতি জানতে চায় শিল্পসম্মত ভালোবাসা অাবার কী?
  ০২ রা জানুয়ারি, ২০১৬  দুপুর ১:০৭
০২ রা জানুয়ারি, ২০১৬  দুপুর ১:০৭
তামান্না তাবাসসুম বলেছেন: আপনিতো লেখক, শিল্পসম্মত কথাটা আপনার ভালোই বোঝার কথা,  ডিজিটাল যুগে সবকিছু ডিজিটাল হয়ে যাওয়ায় সুইট ব্যপারটা চলে যাচ্ছে,  আমি সেটাই বুঝিয়েছি। 
ধন্যবাদ, ভাল থাকবেন।
১১|  ০২ রা জানুয়ারি, ২০১৬  বিকাল ৩:৫৭
০২ রা জানুয়ারি, ২০১৬  বিকাল ৩:৫৭
হাসান মাহবুব বলেছেন: সে না হয় চিরকূট দিবে, আপনিও দেন নিশ্চয়ই! আহা চিরকূট! বড়ই রোমান্টিক ব্যাপার স্যাপার  
  ০২ রা জানুয়ারি, ২০১৬  বিকাল ৪:২২
০২ রা জানুয়ারি, ২০১৬  বিকাল ৪:২২
তামান্না তাবাসসুম বলেছেন: মৌচােকে ঢিলে যখন লিখতাম, তখন এক পাঠক লেখা আসলেই মেইল করতো, সাবজেক্ট এর ওখানে লিখতো ' চিরকূট '  আপনা মন্তব্যে সেটা মনে পড়ে গেল।  
আমি তো দিতেই চাই,  কিন্তু  আমার পচা হাতের লেখাটাই তো যত নষ্টের মূল : P 
তবে আমার চিঠি লিখতে ভাল লাগে  
  
 
পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা প্রিয় লেখক।
১২|  ০২ রা জানুয়ারি, ২০১৬  রাত ৮:১৮
০২ রা জানুয়ারি, ২০১৬  রাত ৮:১৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: .......................................
সে যে এসেছিল বাতাসত বলেনি
এই সে প্রেম যে আমাকে এখনো জ্বালায় , পোড়াই 
কবিতা প্লাস রইল। সাথে নববর্ষের শুভেচ্ছা সহ।
  ০২ রা জানুয়ারি, ২০১৬  রাত ১০:৩৬
০২ রা জানুয়ারি, ২০১৬  রাত ১০:৩৬
তামান্না তাবাসসুম বলেছেন: সে যে এসেছিল বাতাসততো বলেনি    এই লাইনটা  আমার অসম্ভব ভাল লাগে,  পুরানো দিনের গান গুলো আমি শুধু লিরিক্স এর জন্যই শুনি।   
নতুন বছরে দিনগুলো অনেক ভাল যাক, এই কামনা। 
১৩|  ০২ রা জানুয়ারি, ২০১৬  রাত ৯:১১
০২ রা জানুয়ারি, ২০১৬  রাত ৯:১১
সুমন কর বলেছেন: হাহাহাহা.......মোটামুটি লাগল !
  ০২ রা জানুয়ারি, ২০১৬  রাত ১০:৩৮
০২ রা জানুয়ারি, ২০১৬  রাত ১০:৩৮
তামান্না তাবাসসুম বলেছেন: পাঠ ও মন্তব্যে ধন্যবাদ প্রিয় কবি।  
  
নতুন বছরে আপনার কাছে আরো বেশি বেশি কবিতা চাই।
১৪|  ০২ রা জানুয়ারি, ২০১৬  রাত ৯:৪০
০২ রা জানুয়ারি, ২০১৬  রাত ৯:৪০
তাশফিয়া নওরিন বলেছেন: এত সুন্দরের সূচনা কি এমন সাধারণ হলে হয়?
  ০২ রা জানুয়ারি, ২০১৬  রাত ১০:৩৯
০২ রা জানুয়ারি, ২০১৬  রাত ১০:৩৯
তামান্না তাবাসসুম বলেছেন:  
  
১৫|  ০২ রা জানুয়ারি, ২০১৬  রাত ৯:৪২
০২ রা জানুয়ারি, ২০১৬  রাত ৯:৪২
তাশফিয়া নওরিন বলেছেন: onak valo likchen apuni
ami apner satha ek mot.....
  ০২ রা জানুয়ারি, ২০১৬  রাত ১০:৩৯
০২ রা জানুয়ারি, ২০১৬  রাত ১০:৩৯
তামান্না তাবাসসুম বলেছেন: অনেক ধন্যবাদ আপুনি। ভাল থেকো সবসময় 
১৬|  ০২ রা জানুয়ারি, ২০১৬  রাত ১১:২০
০২ রা জানুয়ারি, ২০১৬  রাত ১১:২০
দিশেহারা রাজপুত্র বলেছেন: বিশ্ব সংসার তন্ন তন্ন করে আনতে হবে না
একশো আটটা নীল পদ্ম
শাহাবাগের গোলাপ-ই সই।
  
তিনলাইনেই মুগ্ধতা আটকে গেল। কি সহজ স্বীকারোক্তি। কতো অল্পেই না তুষ্ট হওয়া যায়। 
কবিতার শুরুতে কিছুটা অগোছালো লেগেছে। তবে দুর্দান্ত পরিশেষ পাঠক আমি তৃপ্তির ঢেকুর তুল্লা। ওক...  
  ০৩ রা জানুয়ারি, ২০১৬  রাত ১২:৩১
০৩ রা জানুয়ারি, ২০১৬  রাত ১২:৩১
তামান্না তাবাসসুম বলেছেন: অনেক ধন্যবাদ দিশেহারা রাজপুত্র।
Happy new year 
১৭|  ০৩ রা জানুয়ারি, ২০১৬  রাত ১২:৩৬
০৩ রা জানুয়ারি, ২০১৬  রাত ১২:৩৬
কাজী মেহেদী হাসান। বলেছেন: বিশ্ব সংসার তন্ন তন্ন করে আনতে হবে না
একশো আটটা নীল পদ্ম
শাহাবাগের গোলাপ-ই সই। 
চিরন্তন প্রেমের গল্পগাঁথা।; সুন্দর
  ০৩ রা জানুয়ারি, ২০১৬  বিকাল ৪:০৮
০৩ রা জানুয়ারি, ২০১৬  বিকাল ৪:০৮
তামান্না তাবাসসুম বলেছেন: পাঠ ও মন্তব্যে ধন্যবাদ, শুভকামনা সবসময় 
১৮|  ০৩ রা জানুয়ারি, ২০১৬  রাত ১:৩০
০৩ রা জানুয়ারি, ২০১৬  রাত ১:৩০
ফুয়াদ আল আবীর বলেছেন: আমায় একখানা বিভূতিভূষণ দিয়ো গো... আই ফোনের দরকার নেই...! :-D
  ০৩ রা জানুয়ারি, ২০১৬  বিকাল ৪:০৯
০৩ রা জানুয়ারি, ২০১৬  বিকাল ৪:০৯
তামান্না তাবাসসুম বলেছেন: আহা!  সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা নিরন্তর 
১৯|  ০৩ রা জানুয়ারি, ২০১৬  রাত ২:১৬
০৩ রা জানুয়ারি, ২০১৬  রাত ২:১৬
ফেরদৌসা রুহী বলেছেন: বাহ সুন্দর তো। 
হুম প্রকাশ ভংগিটা অবশ্যই একটু ব্যতিক্রম হওয়া তো অবশ্যই উচিত।
  ০৩ রা জানুয়ারি, ২০১৬  বিকাল ৪:১০
০৩ রা জানুয়ারি, ২০১৬  বিকাল ৪:১০
তামান্না তাবাসসুম বলেছেন: পাঠ ও মন্তব্যে ধন্যবাদ। শুভকামনা নিরন্তর 
২০|  ০৩ রা জানুয়ারি, ২০১৬  সকাল ৮:১৯
০৩ রা জানুয়ারি, ২০১৬  সকাল ৮:১৯
অভ্রনীল হৃদয় বলেছেন: ভার্চুয়াল ভালোবাসা চালিয়ে যাওয়া কি আদৌ সম্ভব?!
কবিতা ভালো লেগেছে। নতুন বছরের শুভেচ্ছা রইলো।
  ০৩ রা জানুয়ারি, ২০১৬  বিকাল ৪:১১
০৩ রা জানুয়ারি, ২০১৬  বিকাল ৪:১১
তামান্না তাবাসসুম বলেছেন: শুরুটা ভার্চুয়াল হতে পারে কিন্তু একে পূর্ণতা দিতে গেলে তো বাস্তবে আসতেই হবে  
 
পাঠ ও মন্তব্যে ধন্যবাদ। শুভকামনা নিরন্তর 
২১|  ০৪ ঠা জানুয়ারি, ২০১৬  সকাল ১১:২৫
০৪ ঠা জানুয়ারি, ২০১৬  সকাল ১১:২৫
ধমনী বলেছেন: হেভি কম্প্রোমাইজিং!!
  ০৪ ঠা জানুয়ারি, ২০১৬  রাত ৯:৪৪
০৪ ঠা জানুয়ারি, ২০১৬  রাত ৯:৪৪
তামান্না তাবাসসুম বলেছেন:  
  
২২|  ১০ ই জানুয়ারি, ২০১৬  বিকাল ৫:৫৬
১০ ই জানুয়ারি, ২০১৬  বিকাল ৫:৫৬
এহসান সাবির বলেছেন: কবিতা ভালো লেগেছে।
শুভেচ্ছা।
  ১০ ই জানুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৭:৫৫
১০ ই জানুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৭:৫৫
তামান্না তাবাসসুম বলেছেন: পাঠ ও মন্তব্যে ধন্যবাদ। শুভকামনা নিরন্তর 
২৩|  ১৪ ই জানুয়ারি, ২০১৬  সকাল ১১:১৭
১৪ ই জানুয়ারি, ২০১৬  সকাল ১১:১৭
ধ্রুব নয়ন চৌধুরী বলেছেন: অসাধারণ অনুভূতির বহিঃপ্রকাশ।
  ১৪ ই জানুয়ারি, ২০১৬  সকাল ১১:২৩
১৪ ই জানুয়ারি, ২০১৬  সকাল ১১:২৩
তামান্না তাবাসসুম বলেছেন: অনেক ধন্যবাদ  
 
২৪|  ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১০:৩৮
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১০:৩৮
ইমরাজ কবির মুন বলেছেন: 
উহু, একদমই হয়না ||
  ০৩ রা মার্চ, ২০১৬  দুপুর ১২:২৮
০৩ রা মার্চ, ২০১৬  দুপুর ১২:২৮
তামান্না তাবাসসুম বলেছেন:  
 
২৫|  ১৫ ই জুলাই, ২০১৬  বিকাল ৫:১৭
১৫ ই জুলাই, ২০১৬  বিকাল ৫:১৭
সাহসী সন্তান বলেছেন: কিসে জানি পড়ছিলাম, প্রেমিকা যদি সত্যিই তোমাকে ভালবাসে তাহলে তোমার হেয়ালী মার্কা প্রশ্নে সে সব সময় চুপ থাকবে! আর তার এই শান্ত নিরবতা এবং তার প্রেক্ষিতে তোমার উদ্বিগ্নতাই বলে দেবে সে তোমাকে কতটা ভালবাসে আর তুমি তাকে কতটা ভালবাসো।  
 
কোন সুন্দর কবিতার গভীরতা পরিমাপ করার মত সক্ষমতা আমার নাই! আসলে ছটফটে মন নিয়ে বোধ হয় সেটা সম্ভবও না। তবে শান্ত মন নিয়ে যদি সেই কবিতাটা নিয়ে চিন্তা করি তাহলে বুঝতে পারি, একজন কবি তার কবিতার মধ্যে যে কতটুকু ভালবাসা ঢেলে সেটাকে রচনা করেন তা আসলেই অবর্ণনীয়!
কবিতাটা আগেও হয়তো পড়েছি, তবে হঠাৎ কি মনে করে আপনার ব্লগে এসে এই কবিতার শিরোণামটাতে চোখ আটকেে গেল। আর ভিতরে ঢুকে দেখি এখানে আমার কোন মন্তব্য নাই। বলতে পারেন, সেই কারণেই মন্তব্যটা করা! তা না হলে চুপি চুপি এটাকে প্রিয়ার হাতে তুলে দিতাম!  
 
সুন্দর কবিতায় ভাললাগা! প্রিয়তে রাখলাম! শুভ কামনা জানবেন!
  ১৭ ই জুলাই, ২০১৬  বিকাল ৫:৪৭
১৭ ই জুলাই, ২০১৬  বিকাল ৫:৪৭
তামান্না তাবাসসুম বলেছেন: হাহাহা  প্রেমিকার ভালবাসার এই ব্যপার টা জানা ছিল না! 
এত্ত সুন্দর একটা মন্তব্য পেয়ে মনটাই ভাল হয়ে গেল  
 
অনেক অনেক অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার 
২৬|  ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬  বিকাল ৩:৪৬
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬  বিকাল ৩:৪৬
সৈয়দ মেহেদী হাসান বলেছেন: এজে ডিজিটাল কবিতা। ভালো লাগলো। তবে অতি আধুনিক শব্দগুলো খুব গায়ে লেগেছে..মনে হয়েছে কবিতাটা কোথাও পালিয়েছে শেষে
  ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৭:২৩
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৭:২৩
তামান্না তাবাসসুম বলেছেন: কবিতা খেয়াল করে পড়লে বুঝতে পারতেন 
ডিজিটাল যুগে সবকিছু ডিজিটাল হয়ে যাওয়ায় সুইট ব্যপারটা চলে যাচ্ছে, আমি সেটাই বুঝিয়েছি।  
পাঠ ও মন্তব্যে ধন্যবাদ। 
 শুভকামনা রইল। 
২৭|  ২৮ শে আগস্ট, ২০১৭  রাত ১:৫১
২৮ শে আগস্ট, ২০১৭  রাত ১:৫১
ঘাসফুলে প্রজাপতি বলেছেন: অনেক ভালো লিখেন আপুনি
  ২৮ শে আগস্ট, ২০১৭  দুপুর ১২:২৩
২৮ শে আগস্ট, ২০১৭  দুপুর ১২:২৩
তামান্না তাবাসসুম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ 
©somewhere in net ltd.
১| ০২ রা জানুয়ারি, ২০১৬  রাত ১২:৫৪
০২ রা জানুয়ারি, ২০১৬  রাত ১২:৫৪
খায়রুল আহসান বলেছেন: সুন্দর!