|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
আয়রে সখা আমরা করি সহজপাঠ্য প্রেম
তুই- আমি তিন সত্যি শুধু, সব জটিলতা ছুমন্তর 
কাটাই রুপকথা দিন। 
মাধ্যমিকের  লুকিয়ে দেখার দিনে 
চোখেচোখি হলে ভেংচি কেটে দৌড় ;
 কাঠফাটা রোদে ভাগাভাগি আইসক্রিম।
আবার হই জোড়া শালিক চল 
তাথৈ তাথৈ বর্ষায় আজ পেখম মেলি চল ।
আঙুলে আঙুলে আড়ি নিব আঙুলে আঙুলে ভাব
মন কেমন করা দিনে, চুলে কেটে দেয়া বিলি
গাল ফোলালে  মান ভাঙানো চিরকুট।
তোর দেয়া হাসি ঠোঁটে পড়ব রোজ 
চোখের পাতায় গান !
আমাদের হবে বাবুই পাখির
ঠোঁটেঠোঁটে বোনা ছোট্ট সুখের ঘর
তোর মানিব্যগে শিউলি ফুল!    
আমার খোপায় ভেজা কদম।। 
 ২৫ টি
    	২৫ টি    	 +৯/-০
    	+৯/-০  ১৪ ই জুলাই, ২০১৬  রাত ১:৫৯
১৪ ই জুলাই, ২০১৬  রাত ১:৫৯
তামান্না তাবাসসুম বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার 
আসলে এই লাইনে তুই লিখতে ইচ্ছা করছিল না, মনে হইল এত রোমান্টিক লাইনে তুই বললে কেমন লাগে!    
  
এখানে তুই হলেই কি বেশি ভাল লাগতো?
  ১৫ ই জুলাই, ২০১৬  রাত ১২:১১
১৫ ই জুলাই, ২০১৬  রাত ১২:১১
তামান্না তাবাসসুম বলেছেন: ভাইয়্যা এডিট করেছি 
২|  ১৪ ই জুলাই, ২০১৬  রাত ১:৫৩
১৪ ই জুলাই, ২০১৬  রাত ১:৫৩
জেন রসি বলেছেন: সহজপাঠ্য প্রেমের কবিতা পড়ে কিছু নরম সুখানুভুতির সন্ধান পেলাম।   
  
কবিতা ভালো লেগেছে আপু।
  ১৪ ই জুলাই, ২০১৬  রাত ২:০০
১৪ ই জুলাই, ২০১৬  রাত ২:০০
তামান্না তাবাসসুম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়্যা 
আসলে সুখপাঠ্য কিছু লিখতেই চেষ্টা করেছিলাম 
৩|  ১৪ ই জুলাই, ২০১৬  সকাল ৭:৩৬
১৪ ই জুলাই, ২০১৬  সকাল ৭:৩৬
জুন বলেছেন: মানিব্যাগে শিউলি ফুল   
  
এত আবেগী হলে চলবে তামান্না তাবাসসুম!!  
হা হা হা মজা পেলাম অন্য ধাচের কবিতায়।  
+
  ১৪ ই জুলাই, ২০১৬  সকাল ১১:৩৬
১৪ ই জুলাই, ২০১৬  সকাল ১১:৩৬
তামান্না তাবাসসুম বলেছেন: কাঠখোট্টা বাস্তবতা ভাল্লাগেনা আপু, তাই রুপকথা পড়ি সারাদিন  
  
  
সুন্দর মন্তব্যে ধন্যবাদ।  ভালবাসা।
৪|  ১৪ ই জুলাই, ২০১৬  সকাল ৭:৪২
১৪ ই জুলাই, ২০১৬  সকাল ৭:৪২
দিশেহারা রাজপুত্র বলেছেন: 
পড়তে ভালো লেগেছে। কিন্তু মনে হচ্ছিল টানা লেখা পড়ছি। ডায়েরীর ভিন্ন ভিন্ন পাতা।
  ১৪ ই জুলাই, ২০১৬  সকাল ১১:৩৪
১৪ ই জুলাই, ২০১৬  সকাল ১১:৩৪
তামান্না তাবাসসুম বলেছেন: অনেক ধন্যবাদ দিশেহারা রাজপুত্র 
শুভকামনা 
৫|  ১৪ ই জুলাই, ২০১৬  সকাল ৯:২১
১৪ ই জুলাই, ২০১৬  সকাল ৯:২১
সাহসী সন্তান বলেছেন: গতকালকে কার জানি ঠিক এমনই একটা পোস্ট পড়ছিলাম! তবে সেইটার সাথে আপনার পোস্টের পার্থক্য হইলো, সেইটা গদ্য আর আপনার টা পদ্য! ইদানিং সবাই দেখি তাদের আগামীর স্বপ্ন নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাইতেছে। অবশ্য এইটাও একদিক থেকে খুব ভাল লক্ষণ! আগে ভাগে চিন্তা ভাবনা কইরা না রাখলে হয়তো পরে সমস্যা হইতে পারে!  
 
সহজপাঠ্য প্রেমের কবিতায় ভাল লাগা রেখে গেলাম! কবিতা খুব সুন্দর হয়েছে! শুভ কামনা জানবেন!
  ১৪ ই জুলাই, ২০১৬  সকাল ১১:৩২
১৪ ই জুলাই, ২০১৬  সকাল ১১:৩২
তামান্না তাবাসসুম বলেছেন: ইয়ে মানে, "ভবিষ্যৎ এর ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ"  
 
 আসলে এটা তেমন কোন ভাবনার থেকে লিখা না,  মাথায় প্রথমে উপমা গুলো এসেছিল। আর চাচ্ছিলাম সুখপাঠ্য কিছু লিখতে। মেলাতে মেলাতে এমন হয়ে গেছে  
 
পাঠ ও আন্তরিক মন্তব্যে ধন্যবাদ। 
আপনার সেই বিখ্যাত পোস্টার অপেক্ষায় আছি কিন্তু! 
৬|  ১৪ ই জুলাই, ২০১৬  সকাল ১১:৪২
১৪ ই জুলাই, ২০১৬  সকাল ১১:৪২
সুমন কর বলেছেন: সহজপাঠ্য প্রেম, সহজেই বুঝতে পারলাম।........হাহাহাহা
ভালো হয়েছে। তবে আমার কাছে, শেষের প্লিজ শব্দটি বেমানান লাগল। ভেবে দেখতে পারেন।
  ১৪ ই জুলাই, ২০১৬  সকাল ১১:৪৬
১৪ ই জুলাই, ২০১৬  সকাল ১১:৪৬
তামান্না তাবাসসুম বলেছেন: আন্তরিক মন্তব্যে অনেক ধন্যবাদ প্রিয় লেখক।
 মূল্যবান মতামতের জন্য অনেক ধন্যবাদ।  
ভেবে দেখছি এই লাইন নিয়ে কি করা যায় 
৭|  ১৪ ই জুলাই, ২০১৬  বিকাল ৩:৫১
১৪ ই জুলাই, ২০১৬  বিকাল ৩:৫১
ক্লে ডল বলেছেন: মিষ্টি আর মিষ্টি!!  
  ১৪ ই জুলাই, ২০১৬  বিকাল ৫:০৭
১৪ ই জুলাই, ২০১৬  বিকাল ৫:০৭
তামান্না তাবাসসুম বলেছেন: হাহাহা, ধন্যবাদ মিষ্টি আপু 
৮|  ১৪ ই জুলাই, ২০১৬  সন্ধ্যা  ৬:৪১
১৪ ই জুলাই, ২০১৬  সন্ধ্যা  ৬:৪১
সুমন কর বলেছেন: এবার পড়ে আরাম পেলাম। +।
  ১৪ ই জুলাই, ২০১৬  সন্ধ্যা  ৭:৩৬
১৪ ই জুলাই, ২০১৬  সন্ধ্যা  ৭:৩৬
তামান্না তাবাসসুম বলেছেন: যাক্, আমারো মনের খচখচ দূর হল 
৯|  ১৪ ই জুলাই, ২০১৬  রাত ৯:২২
১৪ ই জুলাই, ২০১৬  রাত ৯:২২
রুদ্র জাহেদ বলেছেন: বন্ধুত্ব প্রগাঢ় করার কবিতা।দারুণ দারুণ...
  ১৪ ই জুলাই, ২০১৬  রাত ৯:৪৫
১৪ ই জুলাই, ২০১৬  রাত ৯:৪৫
তামান্না তাবাসসুম বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়্যা 
অনেকদিন নতুন কিছু লিখছেন না আপনি, আপনার নতুন লিখার অপেক্ষায় 
১০|  ১৫ ই জুলাই, ২০১৬  রাত ১২:২১
১৫ ই জুলাই, ২০১৬  রাত ১২:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগা রইল কবিতায়
  ১৫ ই জুলাই, ২০১৬  রাত ১:২৮
১৫ ই জুলাই, ২০১৬  রাত ১:২৮
তামান্না তাবাসসুম বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
ভালবাসা 
১১|  ১৫ ই জুলাই, ২০১৬  দুপুর ১২:২৬
১৫ ই জুলাই, ২০১৬  দুপুর ১২:২৬
কিরমানী লিটন বলেছেন: নান্দনিক ভালোলাগার কবিতা ...
  ১৫ ই জুলাই, ২০১৬  দুপুর ১২:৩২
১৫ ই জুলাই, ২০১৬  দুপুর ১২:৩২
তামান্না তাবাসসুম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি 
১২|  ১২ ই জুলাই, ২০১৮  রাত ১:১০
১২ ই জুলাই, ২০১৮  রাত ১:১০
ভ্রমরের ডানা বলেছেন: 
 স্নিগ্ধকর অনুভবে জড়ানো মায়াবী কাব্য! বেশ ভাল লেগেছে কবি! শুভেচ্ছা নিরন্তর!
  ০৪ ঠা নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:৫৮
০৪ ঠা নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:৫৮
তামান্না তাবাসসুম বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ  ভ্রমরের ডানা। 
ভালবাসা রইল।
©somewhere in net ltd.
১| ১৪ ই জুলাই, ২০১৬  রাত ১:৪৮
১৪ ই জুলাই, ২০১৬  রাত ১:৪৮
হাসান মাহবুব বলেছেন: বেশ! এক জায়গায় তুইয়ের বদলে তুমি লিখে ফেলেছেন।