|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
ভাল থাকা
আর হাজারটা যুক্তি দিয়ে মনকে বোঝানো 
ভালইতো আছি
এই দুয়ের মাঝে বিস্তর ফারাক। 
লেখা প্রকাশের পরেও কখনো কখনো মন খারাপ হয়ে যায়,
যখন দেখি সম্পাদকের কলমের খোঁচায় অদৃশ্য হয়ে গেছে প্রিয় কিছু লাইন,
তুমি আছো তাও  প্লে-লিস্ট পূর্ণ  বিরহের গানে  ।
 নিজেকে ভেঙ্গেচুরে তোমার মনের মত করে গড়ি
তারপর আবার অস্তিত্বের সঙ্কটে ভূগি।
 তুমি নামক শব্দটা এখন অচেনা আর বিষ্ময়কর ঠেকে 
তোমার সোজা কথায়ও স্পস্ট শুনি ভাঙনের শব্দ
প্রতিদিন অনেক কিছু বুঝেও করি না বোঝার ভান
 বিশ্বাসের আগুনে পুড়ে পুড়ে অঙ্গার হই রোজ।
 সারাদিন মনের মধ্যে তোমার বসবাস
অথচ তোমাকে বলার মত কোন কথা নেই আমার কাছে !
 
বিজ্ঞান জেনে বুঝেও এখনো চাঁদের মধ্যে বুড়িটাকে খুঁজি,  
তোমায় নিয়ে স্বপ্ন বুনি আজও
যদিও ভেতরে ভাঙন ধরেছে বুঝি!  
 ৩৪ টি
    	৩৪ টি    	 +১০/-০
    	+১০/-০  ১৭ ই জুলাই, ২০১৬  বিকাল ৫:২৫
১৭ ই জুলাই, ২০১৬  বিকাল ৫:২৫
তামান্না তাবাসসুম বলেছেন: আসলেইতো কি হতো তাহলে! অবশ্যই সেটা কবিতার থেকে ভভাল হতো না 
অসুস্থতার কারনে পোস্ট করেই চলে গিয়েছিলাম। 
দেরী করে উত্তর দেয়ায় দুঃখিত।  
আন্তরিক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার 
২|  ১৬ ই জুলাই, ২০১৬  রাত ১১:২২
১৬ ই জুলাই, ২০১৬  রাত ১১:২২
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
  ১৭ ই জুলাই, ২০১৬  বিকাল ৫:২৭
১৭ ই জুলাই, ২০১৬  বিকাল ৫:২৭
তামান্না তাবাসসুম বলেছেন: অনেক ধন্যবাদ দাদা 
শুভকামনা।
৩|  ১৬ ই জুলাই, ২০১৬  রাত ১১:৫৯
১৬ ই জুলাই, ২০১৬  রাত ১১:৫৯
হাসান মাহবুব বলেছেন: আরো ভালো লিখতে পারেন আপনি।
  ১৭ ই জুলাই, ২০১৬  বিকাল ৫:৩১
১৭ ই জুলাই, ২০১৬  বিকাল ৫:৩১
তামান্না তাবাসসুম বলেছেন: ধন্যবাদ ভাইয়্যা 
আসলে কিছু কবিতা অনেক দিন ধরেই ডায়েরী তে পরে ছিল। প্রকাশ করার কনফিডেন্স পাচ্ছিলাম না। 
পরে ভাবলাম ভালমন্দ যাইহোক পোস্ট করে দেখি, সিনিয়র দের মন্তব্য থেকে ল্যকিংস গুলা  জানা যাবে। 
এই জন্যই সাহস করে পোস্ট করা। 
শুভকামনা 
৪|  ১৭ ই জুলাই, ২০১৬  রাত ১২:১৭
১৭ ই জুলাই, ২০১৬  রাত ১২:১৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লেগেছে। 
টাইপো আছে বেশ কিছু। +
  ১৭ ই জুলাই, ২০১৬  বিকাল ৫:৩২
১৭ ই জুলাই, ২০১৬  বিকাল ৫:৩২
তামান্না তাবাসসুম বলেছেন: ধন্যবাদ দিশেহারা রাজপুত্র 
এডিট করে নিচ্ছি।
৫|  ১৭ ই জুলাই, ২০১৬  রাত ১২:২৭
১৭ ই জুলাই, ২০১৬  রাত ১২:২৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লেগেছে। 
টাইপো আছে বেশ কিছু। +
  ১৭ ই জুলাই, ২০১৬  বিকাল ৫:৩৩
১৭ ই জুলাই, ২০১৬  বিকাল ৫:৩৩
তামান্না তাবাসসুম বলেছেন: ধন্যবাদ ভাইয়্যা। 
শুভকামনা 
৬|  ১৭ ই জুলাই, ২০১৬  দুপুর ১:৩২
১৭ ই জুলাই, ২০১৬  দুপুর ১:৩২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: লাস্ট পোস্টের চেয়ে এই কবিতাটা তুলনামুলক ভালো লেগেছে তবে আপনার লিখিত এই পোস্ট সহ লাস্ট দুইটা পোস্টের চেয়ে আরো ভালো লেখা আপনার কাছ থেকেই পড়েছি বলে মনে পড়ে। 
শুভেচ্ছা জানবেন। 
  ১৭ ই জুলাই, ২০১৬  বিকাল ৫:৪১
১৭ ই জুলাই, ২০১৬  বিকাল ৫:৪১
তামান্না তাবাসসুম বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়্যা।  আপনার মন্তব্য পেয়ে অনেক খুশি হল আমার কবিতারা 
আসলে অন্যান্য বিষয়ে লিখার তুলনায় কবিতায় আমার  কনফিডেন্স কম। আপনার "চরিত্র কথন" গল্পটা পড়ার পর 
ডায়েরী তে পরে থাকা কবিতা গুলোকে আলোর মুখ দেখাতে ইচ্ছা হল।
ভাবলাম ভালমন্দ যাইহোক, সিনিয়র দের মন্তব্য থেকে ল্যকিংস গুলা জানা যাবে। 
তাই সাহস করে পোস্ট করা। 
পরের পোস্টে  আরো ভাল কিছু লিখতে চেষ্টা করবো।  
শুভকামনা নিরিন্তর 
৭|  ১৭ ই জুলাই, ২০১৬  বিকাল ৪:৫৩
১৭ ই জুলাই, ২০১৬  বিকাল ৪:৫৩
জেন রসি বলেছেন: কবিতা ভালো লেগেছে আপু। 
  ১৭ ই জুলাই, ২০১৬  বিকাল ৫:৪২
১৭ ই জুলাই, ২০১৬  বিকাল ৫:৪২
তামান্না তাবাসসুম বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়্যা 
শুভকামনা।
৮|  ১৭ ই জুলাই, ২০১৬  সন্ধ্যা  ৬:২৭
১৭ ই জুলাই, ২০১৬  সন্ধ্যা  ৬:২৭
ক্লে ডল বলেছেন: সারাদিন মনের মধ্যে তোমার বসবাস
অথচ তোমাকে বলার মত কোন কথা নেই আমার কাছে ! 
মুগ্ধ আমি! 
  ১৭ ই জুলাই, ২০১৬  সন্ধ্যা  ৬:৩৬
১৭ ই জুলাই, ২০১৬  সন্ধ্যা  ৬:৩৬
তামান্না তাবাসসুম বলেছেন: আন্তরিক মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ আপু।
ভালবাসা 
৯|  ১৭ ই জুলাই, ২০১৬  রাত ৯:২৫
১৭ ই জুলাই, ২০১৬  রাত ৯:২৫
গেম চেঞ্জার বলেছেন: মোটেও না। অনেক ভাল এক্সপ্রেশন ........ স্পেশালি দিজ পোয়েট্রি.........!!
  ১৭ ই জুলাই, ২০১৬  রাত ১১:১০
১৭ ই জুলাই, ২০১৬  রাত ১১:১০
তামান্না তাবাসসুম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ গেম চেঞ্জার ভাইয়্যা 
আপনি যখন বলেছেন তাহলেতো অবশ্যই ভালো হয়েছে কবিতা  feeling confident now !
 feeling confident now ! 
১০|  ১৭ ই জুলাই, ২০১৬  রাত ৯:৪৫
১৭ ই জুলাই, ২০১৬  রাত ৯:৪৫
পবন সরকার বলেছেন: ভালো লাগল।
  ১৭ ই জুলাই, ২০১৬  রাত ১১:১২
১৭ ই জুলাই, ২০১৬  রাত ১১:১২
তামান্না তাবাসসুম বলেছেন: ধন্যবাদ। 
শুভকামনা 
১১|  ১৮ ই জুলাই, ২০১৬  সকাল ৮:০৬
১৮ ই জুলাই, ২০১৬  সকাল ৮:০৬
রুদ্র জাহেদ বলেছেন: কবিতায় তুমিমময় এলোমেলো অনুভূতির প্রকাশ।এইটা মোটামুটি ভাল্লাগছে আপু
  ১৮ ই জুলাই, ২০১৬  সন্ধ্যা  ৬:৫১
১৮ ই জুলাই, ২০১৬  সন্ধ্যা  ৬:৫১
তামান্না তাবাসসুম বলেছেন: কবিতায় তুমিময় এলোমেলো অনুভূতির প্রকাশ। 
 চমৎকার লাগলো কথাটা  
 
পরের পোস্টে আরো ভাল কিছু দিতে চেষ্টা করবো ভাইয়্যা 
১২|  ১৯ শে জুলাই, ২০১৬  রাত ৮:৪৩
১৯ শে জুলাই, ২০১৬  রাত ৮:৪৩
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। খুব ভালো লাগল। ধন্যবাদ
  ২১ শে জুলাই, ২০১৬  রাত ১০:১৭
২১ শে জুলাই, ২০১৬  রাত ১০:১৭
তামান্না তাবাসসুম বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ছড়াকার 
১৩|  ২৩ শে জুলাই, ২০১৬  সন্ধ্যা  ৬:১১
২৩ শে জুলাই, ২০১৬  সন্ধ্যা  ৬:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাবনার ভাংচুর,
স্বপ্ন আর বাস্তবতার টানাপোড়েন
ইচ্ছে আর অপূর্ণতার দ্বন্ধ
এবং তার মাঝেই বেঁচে থাকা 
এটুকুই মনে হল কবিতা পড়ে 
+++++++++
  ২৩ শে জুলাই, ২০১৬  রাত ১১:৪৯
২৩ শে জুলাই, ২০১৬  রাত ১১:৪৯
তামান্না তাবাসসুম বলেছেন: আপনার মন্তব্যটাই তো একটা কবিতা হয়ে গেল 
এত্ত সুন্দর মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ প্রিয় লেখক।
১৪|  ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৭:৪৯
০৫ ই সেপ্টেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৭:৪৯
চাঁদগাজী বলেছেন: 
ভালোবাসাকে ধারণ করতে গিয়ে, নিজের ভাবনাকে শধু স্বল্প সময়ের জন্য বিসর্জন দেয়া যায়;  মানুষের হৃদের কথাটুকু কবিটায় স্হান করে নিয়েছে।
  ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬  রাত ১:০৫
০৬ ই সেপ্টেম্বর, ২০১৬  রাত ১:০৫
তামান্না তাবাসসুম বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। 
শুভকামনা নিরন্তর 
১৫|  ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬  দুপুর ১২:৫৬
০৬ ই সেপ্টেম্বর, ২০১৬  দুপুর ১২:৫৬
অদৃশ্য বলেছেন: 
ভালো লেগেছে লিখাটি... আর পড়া শুরু হলো, সামনে আরও অনেক পড়তে চাই, আপনার লিখা...
শুভকামনা...
  ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬  দুপুর ২:৩৫
০৬ ই সেপ্টেম্বর, ২০১৬  দুপুর ২:৩৫
তামান্না তাবাসসুম বলেছেন: এমন মন্তব্যে অনুপ্রাণিত হলাম প্রিয় ব্লগার 
ভাল থাকুন, ভাল লিখুন সবসময়   
 
১৬|  ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬  রাত ১২:২৮
১৩ ই সেপ্টেম্বর, ২০১৬  রাত ১২:২৮
আহমেদ জী এস বলেছেন: তামান্না তাবাসসুম  , 
হাসান মাহবুবের মন্তব্য ও তাতে আপনার জবাবের সূত্র ধরে বলি - আরো ভালো করা সম্ভব । ল্যাকিংসগুলো অভিজ্ঞ ব্লগারদের কথায় নয় , নিজের চোখে খুঁজে পেলেই দেখবেন , লেখাগুলো আরো হৃষ্টপুষ্ট হয়েছে । কবিতায় অন্তমিলটাই সব নয় কিম্বা না থাকলেও চলে কিন্তু তাল কিম্বা ছন্দ থাকতে হবে । এটা আপনি আপনার লেখাগুলো বারবার করে পড়লেই বুঝতে পারবেন কোথায় ছন্দ কেটে গিয়েছে , কোন শব্দটার পরে কোন শব্দটা বসালে শ্রুতিমধুর হয় । অন্যরকম লাগে । 
তারপরেও কিন্তু বলি - লেখকের স্বাধীনতায় হাত দিতে নেই । 
কবিতা মোটামুটি । অহেতুক প্রশংসা আপনাকে আটকে রাখতে পারে একটি জায়গাতে। 
ভালো থাকুন । 
ঈদ শুভেচ্ছা । 
  ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬  রাত ১০:৫৯
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬  রাত ১০:৫৯
তামান্না তাবাসসুম বলেছেন: আন্তরিক মন্তব্যে কৃতজ্ঞতা প্রিয় আহমেদ জী এস ভাইয়্যা। 
আপনার মূল্যবান কথা গুলো থেকে আমার লিখাকে আরো  সমৃদ্ধ করতে চেষ্টা করবো। 
এভাবে সবসময় পাশে থাকবেন ভাইয়্যা।  
আপনাকেও ঈদ শুভেচ্ছা।  
ভাল থাকুন। শুভকামনা নিরন্তর  
১৭|  ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬  সকাল ১১:৪৫
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬  সকাল ১১:৪৫
রাইসুল নয়ন বলেছেন: একেকজনের একেক অনুভূতি, স্বাভাবিক।
কারো কাছে বিষ মিঠা, কারো কাছে তিতা!
বিষের সমালোচনা যাকে আধুনিক ঢঙে আলোচনা বলা যায়,
তা ঘোচেনা কোন কালে!
মুগ্ধপাঠ।
  ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:২৮
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:২৮
তামান্না তাবাসসুম বলেছেন: আন্তরিক মন্তব্যে অনেক ধন্যবাদ রাইসুল নয়ন।  
শুভকামনা 
©somewhere in net ltd.
১| ১৬ ই জুলাই, ২০১৬  রাত ১১:০৮
১৬ ই জুলাই, ২০১৬  রাত ১১:০৮
সাহসী সন্তান বলেছেন: ভাবছি কবিতা নামক বস্তুটা যদি এই পৃথিবীতে না থাকতো, তাহলে মানুষ তার মনের অভিব্যক্তিটাকে কিভাবে প্রকাশ করতো? নিশ্চই তখন ভিন্ন কোন মাধ্যম থাকতো! তবে যাই থাকুক না কেন, সেটা নিশ্চই কবিতার থেকে অন্তত ভাল হতো না!
মাঝে-মাঝে কিছু কথা অ-প্রকাশ্য থাকা ভাল! তাতে হয়তো মনের যন্ত্রনাটা একটু বাড়ে, তবে হারানোর ভয় থাকে না! আর সেটাই তো বড় শান্তনা!
কবিতা ভাল হইছে, তবে কিছু টাইপো আছে! ঠিক করে নিয়েন!
শুভ কামনা রইলো!