|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
নতুন বউয়ের মুখ দেখে ভূত দেখার মতো চমকে উঠল বিপাশা। চমকে ওঠে নতুন বউ নিতুও। পুরো ঘরের সবাই তা বুঝতে পারে,পরিস্থিতি সামলে নিতে গিয়েও সামলাতে পারেনা কেউই। নিতুর মুখ দিয়ে বের হয়ে যেতে থাকে -ভাবী তুমি !!  তাকে খোচা দিয়ে থামিয়ে মুখ থেকে কথা কেড়ে নিয়ে বিপাশা বলে, বাহ্ ভাবী তো খুব সুন্দরী! আপনার বিয়ের অনুষ্ঠানে থাকার খুব ইচ্ছা ছিলো, বুঝেনইতো কতো দূরের দেশে থাকি, সব মিলিয়ে ঐ দিন আর আসতে পারলাম না। দুই দিন পরে আসলাম।      
সারাদিন বিপাশাকে খুব খেয়াল করে দেখছে নিতু। বিপাশা এখন তার চাচাতো জা। স্বামী সন্তাদের দিকে অনেক খেয়াল তার। শশুড় বাড়ির সবার প্রতিই অনেক কেয়ারিং বোঝা যাচ্ছে। এই বিপাশাই কি সেই বিপাশা যে ছিলো জেদী, একগুঁয়ে, আত্মকেন্দ্রিক? আজকের বিপাশার  সাথে নিতুর চেনা বিপাশার কোন মিল নেই। অবশ্য তার ভাইয়েরও এমন পরিবর্তন দেখেছে সে। ভাইয়া এখন বউ বলতে অজ্ঞান, বাড়ীর কারো সাথে ঝগড়া হলে বউয়ের পক্ষ নেয়।   হয়তো একবার হারিয়েছে বলেই এখন আবার হারানোর ভয় থেকে নিজেদের শুধরে নিয়েছে দুজনেই।
আচ্ছা পরশু যখন ভাইয়্যা এ বাড়িতে আসবে, ওদের দুজনে মনের অবস্থা কি হবে তখন? 
  
বিপাশা নিতুকে এড়িয়ে চলছে বোঝা যায়। অনেকক্ষন অপেক্ষার পর বিপাশাকে একটু একা পাওয়া গেছে। কাছে গিয়ে ওর হাত ধরে নিতু বলতে থাকে, তুমি চলে আসার পর কত্ত ঘটনা ঘটেছে তুমিতো জানোই না। প্রতি ঈদে তোমাকে এখনো মিস করি, কি সুন্দর করে যে মেহেদী দিয়ে দিতে পারো তুমি। আচ্ছা সেবার ছোট চাচার বিয়েতে আমাকে যে চুল বেধে দিয়েছিলে সেভাবে আবার কাল বেধে দিওতো।
    
ওর হাত থেকে হাত ছিটকে সরিয়ে নেয় বিপাশা। এই মেয়ে কি বলে এসব! পাগল নাকি? 
নিতু বলে তুমি এমন করছো কেন? একটা সম্পর্ক না-ই টিকতে পারে। তোমার উপর আমার কোন রাগ নাই। তোমার আমার কোন ঝগড়াও ছিলোনা। জান তুমি চলে যাওয়ার পর ভাইয়া অনেক ভেঙ্গে পড়েছিলো। চাচী কে বকাবকি করতো,বলতো সে নাকি সব অশান্তির মূলে। কিন্তু তারপর নতুন ভাবীকে নিয়ে সে এখন খুব সুখী। ভাইয়া এতোটা বদলে গেছে তুমি ভাবতেও পারবে না।  
 
বিপাশা ফোঁসে ওঠে, এই মেয়ে তুমিকি আমার সংসার ভাঙ্গতে চাও? খবরদার সেই চেষ্টা করবা না।  এখানে সবাই আমাকে খুব ভালোবাসে। সবাই আমার কথাই বিশ্বাস করবে তোমার কথা না। 
ছিছিছি, ভাবী তুমি আমাকে এতো ছোট মনের ভাবলে কিভাবে? এখানে কি তোমার শশুড় বাড়ীর কেউ আছে? শুধু তো তুমি আর আমি। তোমাকে তো আসল কথাই বলা হলো না, যে ছেলের সাথে ফোনে কথা বলতে তুমি আমাকে সাহায্য করতে, এর সাথেই কিন্তু আমার বিয়ে হলো। সেই অর্থে তুমিই আমার বিয়ের প্রধান ঘটক।  
দেখ নতুন বউ, তোমার উদ্দেশ্য কি? আল্লাহর দোহাই লাগে, এই ঘর থেকে যাও। 
সারারাত নিতুর ঘুম হয় না। বিপাশা নিতুর চাচাতো ভাইয়ের বউ ছিলো। ভাইয়া ভাবীর কিছুতেই মিলতো না।বাড়ির কেউ বিপাশাকে তেমন পছন্দ করতো না, বিপাশাও না। কেবল নিতু বাড়ির কারো ব্যপারে নাক গলাতোনা, নিজের মতো থাকতো।তাই হয়তো বিপাশাও ঐ বাড়ীতে একমাত্র নিতুকেই  পছন্দ করতো। তার কাছেই সুখদুঃখের কথা, মূলত অভিযোগের কথা বলতে আসতো।ভাবীর সংসার নিয়ে অভিযোগের কথা শুনতে খুব ভালো লাগতো নিতুর।টিনেজ এর স্বাভাবিক আগ্রহও হতে পারে।  কলেজ পড়ুয়া কম কথা বলা, সারাদিন বই নিয়ে থাকা নিতুর তেমন কোন বন্ধু ছিলো না। এভাবে কিভাবে জানি প্রায় সমবয়সী ওরা  খুব ভালো বন্ধু হয়ে গেল। কারো সাথে কথা না বলা মেয়েটা বিপাশার সাথে অনেক কথা বলতো। তখন এক ছেলে নিতুকে খুব পছন্দ করতো। নিতুর এতো সাহস ছিলোনা প্রেম করার। বিপাশাই মূলত তাকে উস্কে দেয়, সুযোগ করে দেয়। সে ছেলেটাই আজকে তার বর। কিন্তু তাকেও আজকে বলতে পারছে না, এই হল সেই ভাবী যে না থাকলে আমাদের সম্পর্কটাই হতো না।   
ভাইয়ার সাথে ঝগড়া হলে নিতুর রুমে এসে ঘুমাতো ভাবী। তুমুল ঝগড়ার সময় নিতু সবসময় ভাবীর সাপোর্ট নিতো , এর জন্য চাচীর সাথে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিলো। জোর করে আর কতোদিন সম্পর্ক ধরে রাখা যায়। ভাইয়া ভাবীর ডিভোর্স হয়ে যায়। 
সারা রাত ঘুম হয়না নিতুর। ভোর হতেই বিপাশার ঘরের দিকে পা বাড়ায় নিতু।সে যে কাউকে কিছু বলবে না, সে এখনো তাকে বন্ধুই মনে করে এই আশ্বাস দিতে হবে বিপাশাকে। 
শাশুড়ির ঘরের সামনে দিয়ে যেতেই কানে আসে- কি বল এসব, কাল এসে আজই চলে যাবা, কোন অনু্ষ্ঠানে তো থাকতেই পারলা না। নতুন বউকে নিতে তার বাপের বাড়ির কয়জন লোক আসবে। সেই দিনের পরে যাও অন্তত।  
না চাচী, আমার আম্মার অসুখ। এতো দিন পর দেশে আসলাম। আম্মাকে দেখার জন্য মন পুড়ছে। 
আর আপনাদের নতুন বউ বোধয় তেমন সুবিধারনা। কিসব উলটাপালটা বলে। বিয়ের পরে অনেক সময় সুন্দরি মেয়ে দের জ্বিনে ধরে। যা লম্বা চুল মেয়েটার, চুল খুলে সন্ধায় বারান্দায় গিয়েছিল বোধয় ! আমাকেও কিসব উল্টা পালটা বলছে । 
দরজা থেকে ফিরে আসে নিতু। পরিস্থিতি সবসময় সব বন্ধুত্ব টিকতে দেয় না। 
 ৭২ টি
    	৭২ টি    	 +১২/-০
    	+১২/-০  ২২ শে নভেম্বর, ২০১৭  রাত ১১:৩৯
২২ শে নভেম্বর, ২০১৭  রাত ১১:৩৯
তামান্না তাবাসসুম বলেছেন: পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ  মোহেবুল্লাহ অয়ন। 
শুভকামনা নিরন্তর 
২|  ২২ শে নভেম্বর, ২০১৭  রাত ১০:১৭
২২ শে নভেম্বর, ২০১৭  রাত ১০:১৭
মনিরা সুলতানা বলেছেন: খুবই অনাকাঙ্ক্ষিত !!!! 
সত্যিই পরিস্থিতি সব বন্ধুত্ব টিকতে দেয় না ।
  ২২ শে নভেম্বর, ২০১৭  রাত ১১:৪১
২২ শে নভেম্বর, ২০১৭  রাত ১১:৪১
তামান্না তাবাসসুম বলেছেন: আন্তরিক মন্তব্যে অনেক ধন্যবাদ মনিরা সুলতানা আপু। 
আমার দেখা একটা সত্য ঘটনা থেকে থিম নিয়ে গল্পটা লেখা।
৩|  ২২ শে নভেম্বর, ২০১৭  রাত ১০:৩৪
২২ শে নভেম্বর, ২০১৭  রাত ১০:৩৪
নূর-ই-হাফসা বলেছেন: আপনার লগ্ন গল্পটা অসাধারণ ছিল । এইটাও ভালো লেগেছে ।
  ২২ শে নভেম্বর, ২০১৭  রাত ১১:৪৩
২২ শে নভেম্বর, ২০১৭  রাত ১১:৪৩
তামান্না তাবাসসুম বলেছেন: আন্তরিক মন্তব্যে অনেক ধন্যবাদ  নূর-ই-হাফসা আপু।   
ভালবাসা রইল 
৪|  ২২ শে নভেম্বর, ২০১৭  রাত ১০:৩৮
২২ শে নভেম্বর, ২০১৭  রাত ১০:৩৮
সাহসী সন্তান বলেছেন: নামকরণটা পোস্টে টাইনা নিয়া আসলো!  অনুগল্প হিসাবে দারুণ লিখছেন! অনেকটা প্রচলিত থিমের বাইরের একটা লেখা। তবে গল্পের চরিত্রের ডায়ালোগ গুলো পড়তে একটু ঝামেলা হচ্ছিল! বুঝতেছিলাম না, কোনটা লেখকের কথা আর কোনটা চরিত্রের কথা!
 অনুগল্প হিসাবে দারুণ লিখছেন! অনেকটা প্রচলিত থিমের বাইরের একটা লেখা। তবে গল্পের চরিত্রের ডায়ালোগ গুলো পড়তে একটু ঝামেলা হচ্ছিল! বুঝতেছিলাম না, কোনটা লেখকের কথা আর কোনটা চরিত্রের কথা!
ডায়ালোগ লেখার সময় উপর নিচ হালকা স্পেস অথবা ডায়ালোগ শুরুর পূর্বে একটা হাইফেন (-) চিহ্ন দিলে পড়তে সুবিধা হইতো! তবে গল্প হিসাবে খারাপ হয় নাই! 
 শুভ কামনা জানবেন!
  ২২ শে নভেম্বর, ২০১৭  রাত ১১:৫১
২২ শে নভেম্বর, ২০১৭  রাত ১১:৫১
তামান্না তাবাসসুম বলেছেন: আমি কম্পিউটারে বসলে এডিট করে নিবো। 
সুন্দর মন্তব্য আর সাজেশনের জন্য অনেক ধন্যবাদ  সাহসী সন্তান ভাইয়া 
৫|  ২২ শে নভেম্বর, ২০১৭  রাত ১১:১১
২২ শে নভেম্বর, ২০১৭  রাত ১১:১১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভালো...
  ২২ শে নভেম্বর, ২০১৭  রাত ১১:৫২
২২ শে নভেম্বর, ২০১৭  রাত ১১:৫২
তামান্না তাবাসসুম বলেছেন: পাঠ ও মন্তব্যে ধন্যবাদ বিচার মানি তালগাছ আমার। 
শুভকামনা 
৬|  ২২ শে নভেম্বর, ২০১৭  রাত ১১:৫১
২২ শে নভেম্বর, ২০১৭  রাত ১১:৫১
ওমেরা বলেছেন: অনেক সুন্দর সামাজিক জীবনের গল্প ভাল লাগল ।
  ২২ শে নভেম্বর, ২০১৭  রাত ১১:৫৪
২২ শে নভেম্বর, ২০১৭  রাত ১১:৫৪
তামান্না তাবাসসুম বলেছেন: পাঠ ও আন্তরিক মন্তব্যে অনেক ধন্যবাদ ওমেরা।  
শুভকামনা নিরন্তর 
৭|  ২৩ শে নভেম্বর, ২০১৭  রাত ১২:২৮
২৩ শে নভেম্বর, ২০১৭  রাত ১২:২৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: প্রথমে আমিও তালগোল পাকিয়ে ফেলেছিলাম। দু'তিনবার পড়ে সম্পর্কগুলো বুঝতে পারলাম। ভাল লিখেছেন। কিছু সম্পর্ক মানুষকে অস্বস্তির মধ্যে ফেলে দেয়।
  ২৩ শে নভেম্বর, ২০১৭  রাত ৮:৫১
২৩ শে নভেম্বর, ২০১৭  রাত ৮:৫১
তামান্না তাবাসসুম বলেছেন: পাঠ ও আন্তরিক মন্তব্যে অনেক ধন্যবাদ সম্রাট ইজ বেস্ট ।
শুভকামনা নিরন্তর 
৮|  ২৩ শে নভেম্বর, ২০১৭  সকাল ১০:৩২
২৩ শে নভেম্বর, ২০১৭  সকাল ১০:৩২
মোঃ মাইদুল সরকার বলেছেন: জীবনের বাস্তবতা কখনো কখনো গল্পকেও হার মানায়।
সুন্দর গল্প।
  ২৩ শে নভেম্বর, ২০১৭  রাত ৮:৫২
২৩ শে নভেম্বর, ২০১৭  রাত ৮:৫২
তামান্না তাবাসসুম বলেছেন: পাঠ ও আন্তরিক মন্তব্যে অনেক ধন্যবাদ মোঃ মাইদুল সরকার ।
শুভকামনা নিরন্তর 
৯|  ২৩ শে নভেম্বর, ২০১৭  দুপুর ১:০৫
২৩ শে নভেম্বর, ২০১৭  দুপুর ১:০৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
স্বার্থের হানী হলে মেয়েরা যে কি ভয়ংকর হতে পারে
তার প্রকৃষ্ট উদাহরণ বিপাশা, গল্পে নয় বাস্তবেও
  ২৩ শে নভেম্বর, ২০১৭  রাত ৮:৫৪
২৩ শে নভেম্বর, ২০১৭  রাত ৮:৫৪
তামান্না তাবাসসুম বলেছেন: এই গল্পে তো দুজন মেয়ে  আছে, নিতুর বিশালতা দেখলেন না ! 
স্বার্থের হানী হলে  যে কেউওই ভয়ংকর হতে পারে, মানুষ খারাপ হয় ব্যক্তিতে, জেন্ডারে না । 
পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ 
১০|  ২৩ শে নভেম্বর, ২০১৭  দুপুর ১:২৫
২৩ শে নভেম্বর, ২০১৭  দুপুর ১:২৫
জাহিদ অনিক বলেছেন: 
সময় পরিবেশ পরিস্থিতি অনেক কিছুই বদলে দেয়।
  ২৩ শে নভেম্বর, ২০১৭  রাত ৯:১৫
২৩ শে নভেম্বর, ২০১৭  রাত ৯:১৫
তামান্না তাবাসসুম বলেছেন: হুম, সেটাই আমরা সময়ের কাছে বাঁধা । 
পাঠ ও আন্তরিক মন্তব্যে অনেক ধন্যবাদ জাহিদ অনিক  ।
শুভকামনা নিরন্তর 
১১|  ২৩ শে নভেম্বর, ২০১৭  দুপুর ২:২০
২৩ শে নভেম্বর, ২০১৭  দুপুর ২:২০
মোস্তফা সোহেল বলেছেন: গল্প ভাল লেগেছে।
  ২৩ শে নভেম্বর, ২০১৭  রাত ৯:১৬
২৩ শে নভেম্বর, ২০১৭  রাত ৯:১৬
তামান্না তাবাসসুম বলেছেন: অনেক ধন্যবাদ মোস্তফা সোহেল । 
শুভকামনা নিরন্তর 
১২|  ২৩ শে নভেম্বর, ২০১৭  দুপুর ২:৪০
২৩ শে নভেম্বর, ২০১৭  দুপুর ২:৪০
বিমূর্ত পথিক বলেছেন: সম্পূর্ণ ভিন্নধর্মী একটি গল্প। পড়ে বেশ ভালো লাগলো।
  ২৩ শে নভেম্বর, ২০১৭  রাত ৯:১৯
২৩ শে নভেম্বর, ২০১৭  রাত ৯:১৯
তামান্না তাবাসসুম বলেছেন: পাঠ ও আন্তরিক মন্তব্যে অনেক ধন্যবাদ বিমূর্ত পথিক  
 
ভাল থাকুন সবসময় 
১৩|  ২৩ শে নভেম্বর, ২০১৭  বিকাল ৩:৫৩
২৩ শে নভেম্বর, ২০১৭  বিকাল ৩:৫৩
আমি তুমি আমরা বলেছেন: পরিবেশ পরিস্থিতি আর সময় অনেক কিছু বদলে দেয়।
  ২৩ শে নভেম্বর, ২০১৭  রাত ৯:২০
২৩ শে নভেম্বর, ২০১৭  রাত ৯:২০
তামান্না তাবাসসুম বলেছেন: হুম, সেটাই আমরা সময়ের কাছে বাঁধা ।
পাঠ ও  মন্তব্যে অনেক ধন্যবাদ আমি তুমি আমরা 
১৪|  ২৩ শে নভেম্বর, ২০১৭  বিকাল ৪:৪২
২৩ শে নভেম্বর, ২০১৭  বিকাল ৪:৪২
ফয়সাল রকি বলেছেন: ভাল হয়েছে। 
+++
  ২৩ শে নভেম্বর, ২০১৭  রাত ৯:২২
২৩ শে নভেম্বর, ২০১৭  রাত ৯:২২
তামান্না তাবাসসুম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ফয়সাল রকি 
১৫|  ২৩ শে নভেম্বর, ২০১৭  রাত ৯:১৭
২৩ শে নভেম্বর, ২০১৭  রাত ৯:১৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার একটি গল্প পড়লাম।
  ২৩ শে নভেম্বর, ২০১৭  রাত ৯:২৩
২৩ শে নভেম্বর, ২০১৭  রাত ৯:২৩
তামান্না তাবাসসুম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ গিয়াস উদ্দিন লিটন ভাই 
১৬|  ২৩ শে নভেম্বর, ২০১৭  রাত ১০:১৪
২৩ শে নভেম্বর, ২০১৭  রাত ১০:১৪
মিঃ আতিক বলেছেন: স্বার্থপরতা কষ্ট দেয়। সুন্দর গল্প, ধন্যবাদ।
  ২৫ শে নভেম্বর, ২০১৭  দুপুর ১২:৫০
২৫ শে নভেম্বর, ২০১৭  দুপুর ১২:৫০
তামান্না তাবাসসুম বলেছেন: পাঠ ও আন্তরিক মন্তব্যে অনেক ধন্যবাদ মিঃ আতিক   
ভাল থাকুন সবসময় 
১৭|  ২৩ শে নভেম্বর, ২০১৭  রাত ১১:১৪
২৩ শে নভেম্বর, ২০১৭  রাত ১১:১৪
এডওয়ার্ড মায়া বলেছেন: সামাজিক,সময়,বাস্তবতা বিষয় গুলোই গল্পে এসেছে।
বাস্তবিক টাইপের গল্প।
ভাল ছিল  
  ২৫ শে নভেম্বর, ২০১৭  দুপুর ১২:৫১
২৫ শে নভেম্বর, ২০১৭  দুপুর ১২:৫১
তামান্না তাবাসসুম বলেছেন: পাঠ ও আন্তরিক মন্তব্যে অনেক ধন্যবাদ এডওয়ার্ড মায়া   
ভাল থাকুন সবসময় 
১৮|  ২৪ শে নভেম্বর, ২০১৭  রাত ১২:২০
২৪ শে নভেম্বর, ২০১৭  রাত ১২:২০
সুমন কর বলেছেন: আমারও পড়তে একটু কষ্ট হয়েছে। মানে, কে যে কাকে বলছে...........এই আর কি !! 
তবে, গল্প ভালো হয়েছে।
  ২৫ শে নভেম্বর, ২০১৭  দুপুর ১২:৫৭
২৫ শে নভেম্বর, ২০১৭  দুপুর ১২:৫৭
তামান্না তাবাসসুম বলেছেন: ডায়লগের মাঝে স্পেস দিয়ে দিলাম তাও যে কেন এমন হচ্ছে  
 
দেখি আবার এডিট করবো। 
পাঠ ও আন্তরিক মন্তব্যে অনেক ধন্যবাদ দাদা 
১৯|  ২৪ শে নভেম্বর, ২০১৭  রাত ১২:৪৪
২৪ শে নভেম্বর, ২০১৭  রাত ১২:৪৪
কথাকথিকেথিকথন বলেছেন: 
শেষের লাইনটা ভয়ংকর । সুন্দর গল্প । ভাল লেগেছে ।
  ২৫ শে নভেম্বর, ২০১৭  দুপুর ১২:৫১
২৫ শে নভেম্বর, ২০১৭  দুপুর ১২:৫১
তামান্না তাবাসসুম বলেছেন: পাঠ ও আন্তরিক মন্তব্যে অনেক ধন্যবাদ কথাকথিকেথিকথন  
ভাল থাকুন সবসময় 
২০|  ২৪ শে নভেম্বর, ২০১৭  রাত ১১:৩৭
২৪ শে নভেম্বর, ২০১৭  রাত ১১:৩৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: গল্পটা অতি সংক্ষিপ্ত প্লটে হয়ে গেছে, আরেকটু ব্যাপ্তির প্রয়োজন ছিল।
  ২৫ শে নভেম্বর, ২০১৭  দুপুর ১২:৫৮
২৫ শে নভেম্বর, ২০১৭  দুপুর ১২:৫৮
তামান্না তাবাসসুম বলেছেন: আচ্ছা দেখি গল্পটা নিয়ে আবার বসবো । 
 পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ বোকা মানুষ বলতে চায়  
২১|  ২৫ শে নভেম্বর, ২০১৭  রাত ২:১৭
২৫ শে নভেম্বর, ২০১৭  রাত ২:১৭
আনিছ রাহমানধআনিছ রাহমান বলেছেন: অনেক সুন্দর লাগল গল্পটা । লেখকের জন্য শুভকামনা।
  ২৫ শে নভেম্বর, ২০১৭  দুপুর ১২:৫৩
২৫ শে নভেম্বর, ২০১৭  দুপুর ১২:৫৩
তামান্না তাবাসসুম বলেছেন: পাঠ ও আন্তরিক মন্তব্যে অনেক ধন্যবাদ আনিছ রাহমানধআনিছ রাহমান  
ভাল থাকুন সবসময় 
২২|  ২৫ শে নভেম্বর, ২০১৭  সকাল ৮:৩২
২৫ শে নভেম্বর, ২০১৭  সকাল ৮:৩২
নীল-দর্পণ বলেছেন: শেষটা এমন হবে ভাবনি!
 ভাল লাগা রেখে গেলাম।
  ২৫ শে নভেম্বর, ২০১৭  দুপুর ১২:৫৩
২৫ শে নভেম্বর, ২০১৭  দুপুর ১২:৫৩
তামান্না তাবাসসুম বলেছেন: পাঠ ও আন্তরিক মন্তব্যে অনেক ধন্যবাদ নীল-দর্পণ  
ভাল থাকুন সবসময় 
২৩|  ২৫ শে নভেম্বর, ২০১৭  সকাল ১০:৫২
২৫ শে নভেম্বর, ২০১৭  সকাল ১০:৫২
এনসিয়েন্ট মেরিনার বলেছেন: অসম্ভব ভালো লাগলো
  ২৫ শে নভেম্বর, ২০১৭  দুপুর ১২:৫৫
২৫ শে নভেম্বর, ২০১৭  দুপুর ১২:৫৫
তামান্না তাবাসসুম বলেছেন: পাঠ ও আন্তরিক মন্তব্যে অনেক ধন্যবাদ এনসিয়েন্ট মেরিনার   
ইংরেজী বিভাগের ছাত্রী হওয়ায় আপনার নিক টা আমার মনে থাকবে। 
ভাল থাকুন সবসময় 
২৪|  ২৬ শে নভেম্বর, ২০১৭  ভোর ৬:০৯
২৬ শে নভেম্বর, ২০১৭  ভোর ৬:০৯
ফাহমিদা বারী বলেছেন: ভালো লাগল আপনার গল্প। ছোট করে সুন্দর একটা গল্প উপস্থাপন করেছেন। শুভকামনা। 
  ২৬ শে নভেম্বর, ২০১৭  বিকাল ৫:২২
২৬ শে নভেম্বর, ২০১৭  বিকাল ৫:২২
তামান্না তাবাসসুম বলেছেন: উনেক অনেক ধন্যবাদ ফাহমিদা বারী আপু। 
ভাল থাকুন সবসময় 
২৫|  ২৬ শে নভেম্বর, ২০১৭  বিকাল ৫:২৭
২৬ শে নভেম্বর, ২০১৭  বিকাল ৫:২৭
নূর-ই-হাফসা বলেছেন: আপু নতুন গল্প লিখুন
  ২৬ শে নভেম্বর, ২০১৭  রাত ৯:৪৩
২৬ শে নভেম্বর, ২০১৭  রাত ৯:৪৩
তামান্না তাবাসসুম বলেছেন: হাহাহা, আমি তো লেখালেখিতে খুবি অনিয়মিত । 
তবে এবার ঝোলায় কিছু অসমাপ্ত  গল্প আছে , শেষ করতে পারলেই পোস্ট করবো। 
ভালবাসা রইল নূর-ই-হাফসা আপুনি ।
২৬|  ২৬ শে নভেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৬:১৪
২৬ শে নভেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৬:১৪
মোঃ মামুনুর রশিদ বলেছেন: অনেক ভালো হয়েছে
  ২৬ শে নভেম্বর, ২০১৭  রাত ৯:৪৪
২৬ শে নভেম্বর, ২০১৭  রাত ৯:৪৪
তামান্না তাবাসসুম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মোঃ মামুনুর রশিদ  
২৭|  ২৬ শে নভেম্বর, ২০১৭  রাত ১১:৪৬
২৬ শে নভেম্বর, ২০১৭  রাত ১১:৪৬
নূর-ই-হাফসা বলেছেন: ধন্যবাদ আপু । আপনার লগ্ন আর ভাবী গল্প আমার খুব ভালো লেগেছে ।
  ০৫ ই ডিসেম্বর, ২০১৭  বিকাল ৩:৫১
০৫ ই ডিসেম্বর, ২০১৭  বিকাল ৩:৫১
তামান্না তাবাসসুম বলেছেন: আপু আপনার জন্য নতুন গল্প পোস্ট করলাম। পড়ে জানাইয়েন কেমন হল 
২৮|  ২৮ শে নভেম্বর, ২০১৭  দুপুর ২:১৪
২৮ শে নভেম্বর, ২০১৭  দুপুর ২:১৪
সকাল রয়  বলেছেন: ভাবছিলাম গল্পটা আরও বড়ো হবে, কিন্তু হইল না। 
তারপরও ভালো হয়েছে...
  ০৫ ই ডিসেম্বর, ২০১৭  দুপুর ২:৫৮
০৫ ই ডিসেম্বর, ২০১৭  দুপুর ২:৫৮
তামান্না তাবাসসুম বলেছেন: পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ সকাল রয় 
২৯|  ২৯ শে নভেম্বর, ২০১৭  ভোর ৫:৩৭
২৯ শে নভেম্বর, ২০১৭  ভোর ৫:৩৭
মলাসইলমুইনা বলেছেন: জানিনা কেন অনেক পরে পড়া হলো আপনার এই চমৎকার গল্পটা | চমৎকার করে বলেছেন আমাদের জীবনে সমাজের প্রভাবটা | খুবই ভালো লাগলো | আপনার লগ্ন গল্পটাও পড়লাম | ওটাও খুব সুন্দর | জীবনে কিছু জিনিস পজিটিভ হয়েই আসে | হয়ত কম তবু আশীর্বাদের মতো অনেক ঘটনা আমাদের সবার জীবনেই ঘটেই যায় | সেগুলো ভোলা যায় না কখনো পরে যাই ঘটুক | সুন্দর হয়েছে সেই রকম একটা ঘটনা আপনার গল্পের মূল কাহিনী হয়ে উঠেছে দেখে | লগ্নটাকে একটা সিরিজ করে ফেলুন |আরো একটা বা দুইটা পর্বে (এট লিস্ট) |
  ০৫ ই ডিসেম্বর, ২০১৭  বিকাল ৩:০২
০৫ ই ডিসেম্বর, ২০১৭  বিকাল ৩:০২
তামান্না তাবাসসুম বলেছেন: আন্তরিক মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ মলাসইলমুইনা । 
লগ্ন গল্পটা আমার ১৬ বছর বয়সে লেখা। তখন ছোট ছিলাম দেখেই বোধয় কে কিভাবে নিবে, বাস্তব সম্মত কি না, এসব না ভেবেই লিখে ফেলতে পারতাম। এখন লিখনে হয়তো এই প্লটে লিখতে পারতাম না। 
আর নরমালি আমি অনেক সময় লিয়ে লিখি। ভাবী গল্পটা এক্মাত্র গল্প যেটা আমি মাত্র ২০ মিনিটে এক টানে লিখেছি। 
আপনার মন্তব্যে অনেক ভাল লাগলো। শুভকামনা নিরন্তর 
৩০|  ৩০ শে নভেম্বর, ২০১৭  রাত ৮:৪৮
৩০ শে নভেম্বর, ২০১৭  রাত ৮:৪৮
জেন রসি বলেছেন: একজন ভয় পেয়েছিল। তাই আক্রমণ। আরেকজন শান্তিপূর্ণ উপায়ে সমাধান করতে চেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত হলোনা।
  ০৫ ই ডিসেম্বর, ২০১৭  বিকাল ৩:৪৯
০৫ ই ডিসেম্বর, ২০১৭  বিকাল ৩:৪৯
তামান্না তাবাসসুম বলেছেন: পাঠ ও আন্তরিক মন্তব্যে অনেক ধন্যবাদ জেন রসি । 
শুভ কামনা 
৩১|  ০৯ ই ডিসেম্বর, ২০১৭  রাত ১১:৩১
০৯ ই ডিসেম্বর, ২০১৭  রাত ১১:৩১
হুসাইন হানিফ বলেছেন: সংলাপগুলো আলাদা করে বোঝানোর জন্য উর্ধ্বকমা ব্যবহার করলে ভালো হয়...
  ০৭ ই জানুয়ারি, ২০১৮  দুপুর ১:১৯
০৭ ই জানুয়ারি, ২০১৮  দুপুর ১:১৯
তামান্না তাবাসসুম বলেছেন: হুম, ভাল টিপস। 
ধন্যবাদ ভাইয়্যা, এডিট করে নিবো 
৩২|  ০১ লা জানুয়ারি, ২০১৮  দুপুর ২:১৩
০১ লা জানুয়ারি, ২০১৮  দুপুর ২:১৩
অজানিতা বলেছেন: ভিন্নধর্মী গল্প। চমৎকার লিখেছেন আপু।
  ০৭ ই জানুয়ারি, ২০১৮  দুপুর ১:২০
০৭ ই জানুয়ারি, ২০১৮  দুপুর ১:২০
তামান্না তাবাসসুম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অজানিতা 
৩৩|  ০৪ ঠা জানুয়ারি, ২০১৮  দুপুর ১:৪৯
০৪ ঠা জানুয়ারি, ২০১৮  দুপুর ১:৪৯
তাসবীর হক বলেছেন: হুম..গল্পে নতুনত্ব পেলাম।ভালো লাগল
  ০৭ ই জানুয়ারি, ২০১৮  দুপুর ১:২০
০৭ ই জানুয়ারি, ২০১৮  দুপুর ১:২০
তামান্না তাবাসসুম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তাসবীর হক 
  ২৮ শে মে, ২০১৮  সন্ধ্যা  ৭:১৯
২৮ শে মে, ২০১৮  সন্ধ্যা  ৭:১৯
তামান্না তাবাসসুম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তাসবীর হক  
৩৪|  ২০ শে জানুয়ারি, ২০১৮  রাত ৩:৫১
২০ শে জানুয়ারি, ২০১৮  রাত ৩:৫১
মোহাম্মদ শাহারিয়া বলেছেন: বেশ ভালো লেগেছে গল্পটা।
  ২৮ শে মে, ২০১৮  সন্ধ্যা  ৭:১৯
২৮ শে মে, ২০১৮  সন্ধ্যা  ৭:১৯
তামান্না তাবাসসুম বলেছেন: অনেক ধন্যবাদ মোহাম্মদ শাহারিয়া  
৩৫|  ৩০ শে জানুয়ারি, ২০১৮  রাত ৮:২০
৩০ শে জানুয়ারি, ২০১৮  রাত ৮:২০
রিএ্যাক্ট বিডি বলেছেন: MOBILE CHOR (মোবাইল চোর) BANGLA NEW SHORT FILM 2018[Emotional] | Team Rohitpur
Watch Now:- https://youtu.be/kcJnjzeg-mA
Have made from a Story in SomewhereinBlog
৩৬|  ১৩ ই মার্চ, ২০১৮  রাত ৮:১৬
১৩ ই মার্চ, ২০১৮  রাত ৮:১৬
মৌরি হক দোলা বলেছেন: খুব সুন্দর গল্প.....
  ২৮ শে মে, ২০১৮  সন্ধ্যা  ৭:২০
২৮ শে মে, ২০১৮  সন্ধ্যা  ৭:২০
তামান্না তাবাসসুম বলেছেন: অনেক ধন্যবাদ  মৌরি হক দোলা  
৩৭|  ১৫ ই মে, ২০১৮  দুপুর ১:৩২
১৫ ই মে, ২০১৮  দুপুর ১:৩২
আসিফামি বলেছেন: ভালো গল্প । পড়ার যোগ্য গল্প। অনেক ধন্যবাদ
  ২৮ শে মে, ২০১৮  সন্ধ্যা  ৭:২০
২৮ শে মে, ২০১৮  সন্ধ্যা  ৭:২০
তামান্না তাবাসসুম বলেছেন: অনেক ধন্যবাদ  আসিফামি  
৩৮|  ১৫ ই মে, ২০১৮  দুপুর ২:০১
১৫ ই মে, ২০১৮  দুপুর ২:০১
আসিফামি বলেছেন: আপনার লিখা সব গল্প পড়তে চাই। বই আছে কোনো? আমি একটা প্রকাশনীর সাথে কাজ করি। লিখা গুলো পড়তে চাই
  ২৮ শে মে, ২০১৮  সন্ধ্যা  ৭:২১
২৮ শে মে, ২০১৮  সন্ধ্যা  ৭:২১
তামান্না তাবাসসুম বলেছেন: আমার বেশিভাগ গল্প এই ব্লগ আইডীতেই পোস্ট করা আছে। আমার পাতায় গেলেই পাবেন 
©somewhere in net ltd.
১| ২২ শে নভেম্বর, ২০১৭  রাত ১০:১৪
২২ শে নভেম্বর, ২০১৭  রাত ১০:১৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ভাল হয়েছে। ভিন্নধর্মী গল্প।