|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আমাদের কথোপকথনে কখনো হিসেব-নিকেশ আসেনি
নাগরিক কাঠিন্য আমাদের প্রেমকে ছুঁতে পারেনি
আমরা বুঁদ হয়ে থাকতাম হেলাল হাফিজের কবিতায় আর নজরুলগীতিতে
ডুবে থাকতাম মুক্তগদ্য বা চিত্রকলায় 
আমাদের আলোচনায় ছিল কবি ও পাখিদের জীবনী। 
এভাবে একটা বিশাল জীবন কাটে না
ঘোর কাটিয়ে ফিরতে হয় বাস্তবে, 
তখন দেখি জীবন আসলে ন'টা পাঁচটার দীর্ঘশ্বাস 
জীবন তখন বাজারের ব্যাগ, আলু পটল গুড়ো চিংড়ি 
হেশেলে ঘেমে নেয়ে নুন হলুদের রসায়ন 
জীবন তখন কূট ক্যাচালে খানাখন্দে হাপিত্যেশে খিটখিটে বিলাপ । 
একে অপরের এই ছাপোষা রূপ দেখে ফেলবার ভয়ে 
ঘোর কাটতেই সাবধানী আমরা অন্য অন্য নীড়ে থিতু হয়েছিলাম। 
 
 ২৮ টি
    	২৮ টি    	 +৪/-০
    	+৪/-০  ০৩ রা জুন, ২০১৮  দুপুর ২:০৩
০৩ রা জুন, ২০১৮  দুপুর ২:০৩
তামান্না তাবাসসুম বলেছেন: পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ 
২|  ০৩ রা জুন, ২০১৮  দুপুর ২:০৭
০৩ রা জুন, ২০১৮  দুপুর ২:০৭
জাহিদ অনিক বলেছেন: 
বাহ ! চমৎকার। 
এমন শৈল্পিক প্রেমই যন কবি মনের কাম্য। আর এমন ছাপোষা রূপটা না দেখানোই বোধহয় ভালো। 
কবিতার নামটাও ভালো লেগেছে, দারুণ মিলেছে কবিতার সাথে। এমন প্রেম খুঁজে পাওয়া দুষ্কর। 
  ০৩ রা জুন, ২০১৮  দুপুর ২:১০
০৩ রা জুন, ২০১৮  দুপুর ২:১০
তামান্না তাবাসসুম বলেছেন: প্রিয় কবির মন্তব্য পেয়ে মন ভাল হয়ে গেল 
পাঠ ও সুন্দর মন্তব্যে অনেক ধন্যববাদ জাহিদ অনিক।  
শুভকামনা নিরন্তর।
৩|  ০৩ রা জুন, ২০১৮  দুপুর ২:১১
০৩ রা জুন, ২০১৮  দুপুর ২:১১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পড়লুম!
@তামান্না তাবাসসুম,
মিষ্টি হাসির আকাংক্ষা(আকাঙ্ক্ষা)
  ০৩ রা জুন, ২০১৮  দুপুর ২:১১
০৩ রা জুন, ২০১৮  দুপুর ২:১১
তামান্না তাবাসসুম বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ  
৪|  ০৩ রা জুন, ২০১৮  দুপুর ২:১২
০৩ রা জুন, ২০১৮  দুপুর ২:১২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: অন্য অন্য নীড়ে থিতু হয়ে কি ন'টা-পাঁচটার দীর্ঘশ্বাস থেকে বেঁচে যাওয়ার সুযোগ হয়েছিল? কবিতা ভালো লেগেছে।
  ০৩ রা জুন, ২০১৮  দুপুর ২:১৯
০৩ রা জুন, ২০১৮  দুপুর ২:১৯
তামান্না তাবাসসুম বলেছেন: সে সুযোগ হয়তো হয়নি,  কিন্তু কে না চায় অন্যের মাঝে দেবত্ব নিয়ে বেঁচে থাকতে ? 
ক্ষনিকের ভ্রম সত্যি হয়ে বেঁচে থাক দুজনের মনে, ছাপোষা রূপ না হয় অপ্রকাশিতই থাক ! 
পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ সম্রাট ভাই 
৫|  ০৩ রা জুন, ২০১৮  দুপুর ২:১৪
০৩ রা জুন, ২০১৮  দুপুর ২:১৪
জাহিদ অনিক বলেছেন: ব্লগে আমি এই প্রতিমন্তব্যটা বেশ কিছুবার পেয়েছি, বিভিন্ন কবি/লেখকের থেকে,  প্রিয় কবির মন্তব্য পেয়ে মন ভাল হয়ে গেল 
আপনাদের কি সত্যিই এর আগে মন খারাপ ছিল ?  
  ০৩ রা জুন, ২০১৮  দুপুর ২:১৭
০৩ রা জুন, ২০১৮  দুপুর ২:১৭
তামান্না তাবাসসুম বলেছেন: এই মন ভালো মন খারাপের পরের মন ভালো না,  ধরুন কারো কবিতা আপনার ভালো লাগে, সেই মানুষটাই যখন আপনার কবিতার প্রশংসা করবে তখন তো মন ভালো হয়ে যাওয়াটাই স্বাভাবিক, তাইনা ? 
৬|  ০৩ রা জুন, ২০১৮  দুপুর ২:১৯
০৩ রা জুন, ২০১৮  দুপুর ২:১৯
জাহিদ অনিক বলেছেন: তাই বলুন ! আমি তো নিজেকে মহৎ কিছু ভেবে বসেছিলাম
  ০৩ রা জুন, ২০১৮  দুপুর ২:২৭
০৩ রা জুন, ২০১৮  দুপুর ২:২৭
তামান্না তাবাসসুম বলেছেন: হাহাহা !  
উমম, মন পুরোপুরি খারাপ না থাকলেও একটু মেজাজ খারাপ ছিল । আলসেমির জন্য ক্লাস মিস হয়েছে, তো সেই অলস সময়ই কবিতা পোস্ট করলাম, তারপর মন্তব্য গুলো পড়তে পড়তে সেই মেজাজ খারাপ টা চলে গেছে।  
নিজেকে মহৎ কিছু ভাবা দেষের কিছু না  :p
৭|  ০৩ রা জুন, ২০১৮  দুপুর ২:৪২
০৩ রা জুন, ২০১৮  দুপুর ২:৪২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
  ০৩ রা জুন, ২০১৮  দুপুর ২:৫৮
০৩ রা জুন, ২০১৮  দুপুর ২:৫৮
তামান্না তাবাসসুম বলেছেন: অনেক ধন্যবাদ 
৮|  ০৩ রা জুন, ২০১৮  দুপুর ২:৪২
০৩ রা জুন, ২০১৮  দুপুর ২:৪২
ইমরান আল হাদী বলেছেন: সুন্দর কবিতায় অভিন্দন....
  ০৩ রা জুন, ২০১৮  দুপুর ২:৫৯
০৩ রা জুন, ২০১৮  দুপুর ২:৫৯
তামান্না তাবাসসুম বলেছেন: পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ 
৯|  ০৩ রা জুন, ২০১৮  দুপুর ২:৪৮
০৩ রা জুন, ২০১৮  দুপুর ২:৪৮
ফেনা বলেছেন: বাস্তবতা কিন্তু প্রেমের ক্ষেত্রে মোহ প্রেম প্রাধান্য মনে হয়ছে।
  ০৩ রা জুন, ২০১৮  বিকাল ৪:১৪
০৩ রা জুন, ২০১৮  বিকাল ৪:১৪
তামান্না তাবাসসুম বলেছেন: হতে পারে! 
পাঠ ও মন্তব্যে ধন্যবাদ 
১০|  ০৩ রা জুন, ২০১৮  বিকাল ৩:২৪
০৩ রা জুন, ২০১৮  বিকাল ৩:২৪
রাজীব নুর বলেছেন: আমি দুঃখিত।
কবিতাটি আমার ভালো লাগেনি।
  ০৩ রা জুন, ২০১৮  বিকাল ৪:১৬
০৩ রা জুন, ২০১৮  বিকাল ৪:১৬
তামান্না তাবাসসুম বলেছেন: আচ্ছা 
পড়ার ও মতামতের জন্য ধন্যবাদ।
১১|  ০৩ রা জুন, ২০১৮  রাত ৯:০৩
০৩ রা জুন, ২০১৮  রাত ৯:০৩
সনেট কবি বলেছেন: কবিতা ভালো হয়েছে!
  ০৫ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৮
০৫ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৮
তামান্না তাবাসসুম বলেছেন: অনেক ধন্যবাদ 
১২|  ০৪ ঠা জুন, ২০১৮  রাত ৮:৫২
০৪ ঠা জুন, ২০১৮  রাত ৮:৫২
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
  ০৫ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৮
০৫ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৮
তামান্না তাবাসসুম বলেছেন: অনেক ধন্যবাদ দাদা 
১৩|  ০৯ ই জুলাই, ২০১৮  দুপুর ২:৩৯
০৯ ই জুলাই, ২০১৮  দুপুর ২:৩৯
ভ্রমরের ডানা বলেছেন: 
অনুশোচন আর অনুতাপে বিশুদ্ধ কাব্য!
  ০৯ ই জুলাই, ২০১৮  রাত ৯:২৫
০৯ ই জুলাই, ২০১৮  রাত ৯:২৫
তামান্না তাবাসসুম বলেছেন: চমৎকার মন্তব্য !
অনেক ধন্যবাদ ভ্রমরের ডানা  
১৪|  ০৯ ই জুলাই, ২০১৮  রাত ৯:৪৪
০৯ ই জুলাই, ২০১৮  রাত ৯:৪৪
আহমেদ জী এস বলেছেন: তামান্না তাবাসসুম  , 
বুনটে কবিতাটি সুন্দর, অর্থে বাস্তবের ঘ্রানমন্ডিত ।     
শেষের দু'লাইনে , বড় ভালোবাসা যে দূরেও ঠেলে দেয় তারই আভাস ।
  ০৯ ই জুলাই, ২০১৮  রাত ১০:০০
০৯ ই জুলাই, ২০১৮  রাত ১০:০০
তামান্না তাবাসসুম বলেছেন: আসলেই বড় প্রেম শুধু কাছেই আনে না। দূরেও ঠেলে দেয়।
চমৎকার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ  
©somewhere in net ltd.
১| ০৩ রা জুন, ২০১৮  দুপুর ২:০০
০৩ রা জুন, ২০১৮  দুপুর ২:০০
মোস্তফা সোহেল বলেছেন: বাস্তবতায় মানুষের জীবনে সবচেয়ে বড় সত্য।
কবিতা খুব ভাল লাগল।