|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
তোমার চোখের ক্লান্তি আমার থেকে ভালো কেউ পড়তে পারবেনা,
এই ক্লান্ত চোখ দেখে আমার মতো কারো বুক কেঁপে উঠবে না ;
অথচ তুমি ক্লান্তি মুছতে যাও পরের কাছে !  
আমার মুখে হাসি ফোটানো সবচেয়ে সহজ ছিল ,
অথচ তুমি পরের খুশি কিনতে কি ঝুঁক্কিটাই না পোহাও । 
তুমি শুধু লৌকিকতা বোঝ হৃদ্যতা বোঝোনা । 
ঘরকে হেলা করে তুমি যখন পরকে নিয়ে ব্যতিব্যস্ত,
 তোমার মহান হওয়ার নেশা যখন তুঙ্গে;
 তখন আমি জ্বরের ঘোরে তোমায় ডাকছিলাম । 
একটু ফিরে তাকালেই বুঝতে 
যা খুব স্বাভাবিক ভাবেই তোমার বোঝার কথা ছিল ।  
আমি যখন জায়নামাজে তোমার মঙ্গল কামনায় প্রার্থনারত ,
তুমি তখন তাদের লোক দেখানো আদিখ্যেতায় আহ্লাদিত। 
দূরত্বটা বাড়তে বাড়তে এমন পর্যায়ে পৌছেছে, আমরা এখন একে অন্যের নাগাল পাই না আর। 
সেই শূন্যস্থান পূরণ করেছে মায়ের চেয়ে বেশি দরদ দেখানো মাসির দল। 
আসলেই পূরণ করতে পেরেছে কি ? 
তুমি কখনো বুঝবে এই আশা আজ আর করিনা।
বোধদয়ের জন্য তোমাকে যে আঘাত পেতে হবে তা সওয়া আমার পক্ষে সম্ভব না।  
হাজার হোক আমি তো তোমার প্রিয় পাত্রদের মত না !
 
 ৪৬ টি
    	৪৬ টি    	 +১২/-০
    	+১২/-০  ০৯ ই জুলাই, ২০১৮  দুপুর ১:১৩
০৯ ই জুলাই, ২০১৮  দুপুর ১:১৩
তামান্না তাবাসসুম বলেছেন: ধন্যবাদ 
২|  ০৯ ই জুলাই, ২০১৮  দুপুর ১:১৩
০৯ ই জুলাই, ২০১৮  দুপুর ১:১৩
সিগন্যাস বলেছেন: আবেগময় কবিতা।ভালো লাগলো।নেন প্লাস নেন
  ০৯ ই জুলাই, ২০১৮  দুপুর ১:১৫
০৯ ই জুলাই, ২০১৮  দুপুর ১:১৫
তামান্না তাবাসসুম বলেছেন: অনেক ধন্যবাদ সিগন্যাস । 
শুভকামনা 
৩|  ০৯ ই জুলাই, ২০১৮  দুপুর ১:২৩
০৯ ই জুলাই, ২০১৮  দুপুর ১:২৩
ঋতো আহমেদ বলেছেন: তবুও বোধোদয় হোক। শুভ কামনা।
  ০৯ ই জুলাই, ২০১৮  দুপুর ১:২৫
০৯ ই জুলাই, ২০১৮  দুপুর ১:২৫
তামান্না তাবাসসুম বলেছেন: পাঠ ও মন্তব্যে ধন্যবাদ   
 
৪|  ০৯ ই জুলাই, ২০১৮  দুপুর ২:০১
০৯ ই জুলাই, ২০১৮  দুপুর ২:০১
মিথী_মারজান বলেছেন: কেউ কেউ কখনোই বোঝেনা।
অথচ: পৃথিবীর সত্যিকারের ভালোবাসাগুলো তাদের জন্য পথ চেয়েই আজীবন অপেক্ষায় থাকে।
উদাসীসুরের খুব চমৎকার একটি অভিমানী কবিতা।
  ০৯ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:২৪
০৯ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:২৪
তামান্না তাবাসসুম বলেছেন: আসলে কেউ এমনি, এভাবেই তাদের জীবন চলে যায় মেকিকে সত্যি ভেবে আর সত্যির জৌলুস কম তাই তাকে না দেখে। সুলতান সুলাইমান ও এভাবেই তার জীবন পার করেছিলেন। কবিতা ঐ পার্স্পেক্টিভ থেকেই লেখা।  
ভালবাসা মিথী_মারজান ।
৫|  ০৯ ই জুলাই, ২০১৮  দুপুর ২:২৮
০৯ ই জুলাই, ২০১৮  দুপুর ২:২৮
ভ্রমরের ডানা বলেছেন: 
কবিতা হয়নি, চড় হয়েছে। ঠাস করে কার গাল পড়বে কে জানে! অভিনন্দন কবি!
  ০৯ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:২৭
০৯ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:২৭
তামান্না তাবাসসুম বলেছেন: আসলে ঠিক জানানোর উদ্দ্যেশে লেখা হয়নি। নিজেরি হৃদয় নিংড়ানো বিলাপ আরকি। 
এটা কিন্তু ঠিক মানব-মানবীর পার্স্পেক্টিভে লেখা না। একটু অন্য ধরনের অভিমান। 
শুভকামনা রইল  ভ্রমরের ডানা।
৬|  ০৯ ই জুলাই, ২০১৮  দুপুর ২:৫৬
০৯ ই জুলাই, ২০১৮  দুপুর ২:৫৬
সোহাগ তানভীর সাকিব বলেছেন: অসাধারণ অভিব্যক্তি। অভিমানের মধ্য দিয়ে মনের আকুতি প্রকাশ।
  ০৯ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:২৮
০৯ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:২৮
তামান্না তাবাসসুম বলেছেন: পাঠ ও আন্তরিক মন্তব্যে অনেক ধন্যবাদ সোহাগ তানভীর সাকিব। 
শুভকামনা রইল।
৭|  ০৯ ই জুলাই, ২০১৮  বিকাল ৩:৫৯
০৯ ই জুলাই, ২০১৮  বিকাল ৩:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: বেশ আবেগী কবিতা । দারুন ।
  ০৯ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:৩০
০৯ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:৩০
তামান্না তাবাসসুম বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম আনোয়ার ।
শুভকামনা রইলো ।
৮|  ০৯ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:০১
০৯ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:০১
রাজীব নুর বলেছেন: মোটামোটি।
  ০৯ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:৩০
০৯ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:৩০
তামান্না তাবাসসুম বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ।
৯|  ০৯ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:১৯
০৯ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:১৯
সাহসী সন্তান বলেছেন: বোঝেন অবস্থা! এই কবিতায় মন্তব্য করবো বলে লগইন করছি অথচ পরে আর মনেই নেই...  
 
অনেক কিছু বলতে চাইছিলাম। তবে এখন আর ইচ্ছা করতেছে না। শুধু এতটুকু বলি, খুব সুন্দর লিখেছেন! এক কথায় অসাধারণ!
কবিতায় ভাল লাগা! শুভ কামনা জানবেন!
  ০৯ ই জুলাই, ২০১৮  রাত ৯:১৮
০৯ ই জুলাই, ২০১৮  রাত ৯:১৮
তামান্না তাবাসসুম বলেছেন: যা যা বলতে চেয়েছিলেন আবার যখন বলতে ইচ্ছা করবে বইলেন  
পাঠ ও আন্তরিক মন্তব্যে অনেক ধন্যবাদ। 
শুভকামনা রইল   
১০|  ০৯ ই জুলাই, ২০১৮  রাত ৮:৫৭
০৯ ই জুলাই, ২০১৮  রাত ৮:৫৭
জাহিদ অনিক বলেছেন: 
কবিতাটা বেশ সাদামাটা,  যা আপনার মন পুড়িয়েছে সেটাই লিখেছেন কোন প্রকার মারপ্যাঁচ না রেখে। 
তবে শিরোনামটি বেশ ভাবগাম্ভীর্যময়। 
ভালো লেগেছে।
  ০৯ ই জুলাই, ২০১৮  রাত ৯:২০
০৯ ই জুলাই, ২০১৮  রাত ৯:২০
তামান্না তাবাসসুম বলেছেন: কবিতাটা আগের লেখা। মনমত শিরোনাম পাচ্ছিলাম না বলেই এতোদিন পোস্ট করা হয়নি।
পাঠ ও আন্তরিক মন্তব্যে অনেক ধন্যবাদ। 
শুভকামনা রইল  
১১|  ০৯ ই জুলাই, ২০১৮  রাত ৯:০৯
০৯ ই জুলাই, ২০১৮  রাত ৯:০৯
পদাতিক চৌধুরি বলেছেন: আমার বাড়িতেও একথা শুনতে হয় য়ে বাড়ির প্রতি মনোময় না হয়ে ব্লগে মেতে থাকি বলে।  যাইহোক  কবিতায় আবেগ আছে।   
শুভকামনা রইল। 
  ০৯ ই জুলাই, ২০১৮  রাত ৯:২২
০৯ ই জুলাই, ২০১৮  রাত ৯:২২
তামান্না তাবাসসুম বলেছেন: হাহাহা, ব্লগে সময় দিন কিন্তু এর মধ্যেও কিছু সময় বের করে বাড়িতে দিন। 
শুভকামনা রইল  
১২|  ০৯ ই জুলাই, ২০১৮  রাত ৯:২৩
০৯ ই জুলাই, ২০১৮  রাত ৯:২৩
সামু পাগলা০০৭ বলেছেন: তামান্না আপু, আপনার কবিতার লাইনগুলো মনকে স্পর্শ করল আলতো করে! 
আমার আশেপাশের অনেকেই এমন সম্পর্কে আবদ্ধ। যারা ভালোবাসতে পারে তারা আবেগী হয়, সর্বোচ্চ কেয়ার, এটেনশন, ভালোবাসা চায়। এজন্যে ভালোবাসার মানুষের একটু অবহেলায় অভিমানের পাহাড় গড়ে ফেলে। আর এসব মানুষের কপালেই এমন মানুষ পরে যায় যারা হৃদ্যতা বোঝেনা, লৌকিকতা বোঝে।  সম্পর্কে কখনো তৃতীয় ব্যক্তিদের ঢুকতে দেওয়া উচিৎ না, তাদেরকে বেশি গুরুত্ব দেওয়া উচিৎ না। আজকাল এত ব্রেইকআপের মেইন কারণ এটাই। একদিকে সকল মনোযোগ দিয়ে যত্ন নিয়ে ভালোবাসতে পারছে না অনেকে। সবদিক সামলাতে গিয়ে হাতে কিছুই থাকছে না। 
শেষের লাইনের "আশা আজ আর করিনা" মধ্যেও কত আশা লুকিয়ে! আশা কখনো ফুরোয় না, আশা ফুরোলে ভালোবাসাও ফুরিয়ে যেত! পাহাড় সমান অভিমান ভাঙ্গতে সাগর সমান ভালোবাসা নিয়ে সামনের মানুষটি এগিয়ে আসবে সেই আশা সবারই। সেই আশায় থেকে অনেকে পুরো জীবনও কাটিয়ে দেয়!
আপু, আপনার কবিতাটির সাথে অনেকেই রিলেট করবে, শেয়ার করবে হয়ত প্রিয়জনের সাথে। 
সুন্দর কবিতায় মুগ্ধতা।
শুভেচ্ছা।
  ০৯ ই জুলাই, ২০১৮  রাত ৯:৩৪
০৯ ই জুলাই, ২০১৮  রাত ৯:৩৪
তামান্না তাবাসসুম বলেছেন: এতো সুন্দর গোছালো মন্তব্যে অনেক ধন্যবাদ আপু। 
আগের একটা কমেন্টে বলেছি আবারো বলছি এই কবিতাটা আসলে শুধু মানব মানবীর সম্পর্কের পার্স্পেক্টিভ থেকে লেখা না। অন্য যে কোন ভালবাসার সম্পর্ক হতে পারে।  তবে লেখার পরে তো আর সেটা লেখকের থাকে না, লেখক তখন আর্ব্রিটারি। পাঠক তার পরিস্থিতির সাথে মিলিয়ে তার মত করে আপন করে নিবে। 
আপনার কথা গুলো খুব সত্যি আপু, সম্পর্কে কখনো থার্ড পার্সন ঢুকতে দেয়া ঠিক না। কিন্তু সব কিছুতে সবসময় সবার হাত থাকে না, আরো স্পষ্ট করে বললে ক্ষমতা থাকে না।  
পাঠ ও আন্তরিক মন্তব্যে অনেক ধন্যবাদ। 
ভালবাসা রইল।
১৩|  ০৯ ই জুলাই, ২০১৮  রাত ৯:৪৩
০৯ ই জুলাই, ২০১৮  রাত ৯:৪৩
সামু পাগলা০০৭ বলেছেন: আসলে শুধু মানব মানবীর সম্পর্কের পার্স্পেক্টিভ থেকে লেখা না। অন্য যে কোন ভালবাসার সম্পর্ক হতে পারে।  
আমার জানা যতো ধরণের সম্পর্ক আছে, সবকিছুতে কবিতাটিকে বসিয়ে দেখলাম। ফিট হলোনা! আমার পরিস্থিতিতে এমনকিছুই নেই, তবুও পড়ে মানব মানবীর প্রেমই মনে হলো। এমন কিছু আবেগ প্রতিফলিত হয়েছে যা শুধু জীবনসঙ্গীর প্রতিই থাকতে পারে। এমনকিছু অভিমান দেখানো হয়েছে যা শুধু একজনের প্রতিই দেখানো যায়। এধরণের কথা প্রতি প্রেমের সম্পর্ক ও সংসারে অবিরত হতে থাকে। যাই হোক, পাঠক যেমন স্বাধীনভাবে নিজের মতো করে মানে দাড় করাতে পারে, লেখিকাও পারে! অন্যরকম হোক বা না হোক কবিতাটি অসাধারণ! 
  ০৯ ই জুলাই, ২০১৮  রাত ৯:৫৬
০৯ ই জুলাই, ২০১৮  রাত ৯:৫৬
তামান্না তাবাসসুম বলেছেন: কত বিচিত্র জীবন, কত বিচিত্র সম্পর্ক । সব কিছুকি আর জেনারালাইজড করা যায় ! 
সেক্ষেত্রে আমার প্রকাশভংগীর ব্যর্থতা বা আরাল করার চেষ্টা কবিতায় অন্য আমেজ এনেছে।  
যাই হোক। সব কিছু ছাপিয়ে পাঠকের ভাল লাগলেই আমি খুশি  
১৪|  ০৯ ই জুলাই, ২০১৮  রাত ৯:৪৮
০৯ ই জুলাই, ২০১৮  রাত ৯:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাব্বাহ! সবার দারুন দারুন মন্তব্য আর আলোচনার পর- দেখি কিছূই বাকী নেই 
তাই শুধু প্লাসেই বিদায় 
++++
  ০৯ ই জুলাই, ২০১৮  রাত ৯:৫৭
০৯ ই জুলাই, ২০১৮  রাত ৯:৫৭
তামান্না তাবাসসুম বলেছেন: হাহাহা, অনেক ধন্যবাদ বিদ্রোহী ভৃগু। 
শুভকামনা রইলো  
১৫|  ০৯ ই জুলাই, ২০১৮  রাত ১০:০০
০৯ ই জুলাই, ২০১৮  রাত ১০:০০
কথাকথিকেথিকথন বলেছেন: 
কবিতা আবেগঘন আক্ষেপে জড়ানো। যেন মনস্তাত্বিক আলিঙ্গন সরাসরি লিখে দিয়েছেন! ব্যাতিব্যস্ত হয়ে বুঝতে হবে এমন ব্যাপার নেই। কিন্তু অনুভূতিগুলো সঠিক পর্যায়ে আঘাত করতে যেন অপারগ। হৃদয়ের টান বুঝতে হলে শুদ্ধ হৃদয় দরকার। হৃদয়ে হৃদয়ে মিশে যাওয়ার ঘটনা বিরল!
  ১০ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:৫০
১০ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:৫০
তামান্না তাবাসসুম বলেছেন: আপনার মন্তব্যটা তিন বার পড়লাম। চমৎকার বিশ্লেষণ ! !
অনেক ধন্যবাদ  
১৬|  ০৯ ই জুলাই, ২০১৮  রাত ১০:১৪
০৯ ই জুলাই, ২০১৮  রাত ১০:১৪
কবীর বলেছেন: ভালো লিখেছেন+
  ১০ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:৫১
১০ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:৫১
তামান্না তাবাসসুম বলেছেন: অনেক ধন্যবাদ ।
শুভকামনা রইলো  
১৭|  ০৯ ই জুলাই, ২০১৮  রাত ১০:৪৮
০৯ ই জুলাই, ২০১৮  রাত ১০:৪৮
করুণাধারা বলেছেন: কবিতায় একটা গল্প বলে গেছেন, এই গল্পের পাত্র-পাত্রীরা আমার বড় চেনা!!!
চমৎকার কবিতাটা ভালো লেগেছে।
  ১০ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:৫১
১০ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:৫১
তামান্না তাবাসসুম বলেছেন: আপনার মন্তব্যটা হৃদয়ে গিয়ে লাগলো। 
শুভকামনা  
১৮|  ০৯ ই জুলাই, ২০১৮  রাত ১১:৩৫
০৯ ই জুলাই, ২০১৮  রাত ১১:৩৫
শামচুল হক বলেছেন: চমৎকার কবিতা, খুব ভালো লাগল।
  ১০ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:৫২
১০ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:৫২
তামান্না তাবাসসুম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ  
১৯|  ১০ ই জুলাই, ২০১৮  ভোর ৫:০৭
১০ ই জুলাই, ২০১৮  ভোর ৫:০৭
নূর-ই-হাফসা বলেছেন: নির্মম সত্যি তুলে ধরেছেন । দারুণ লিখেছেন ।
সত্যিই আমরা অনেক সময় প্রিয় মানুষ কে মূল্যায়ন করিনা । অর্থহীন মানুষ গুলো র পিছনে অযথা সময় নষ্ট করি ।
  ১০ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৩
১০ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৩
তামান্না তাবাসসুম বলেছেন: আপু আপনি ভাল আছেন ? আমি তো অনেক দিন পর পর ব্লগে আসি, কিন্তু আমার আপনাত কথা মনে পরে। 
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ।
২০|  ১০ ই জুলাই, ২০১৮  সকাল ১০:০৯
১০ ই জুলাই, ২০১৮  সকাল ১০:০৯
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ । 
ব্লগে যেহেতু আছি পড়া আমার দায়িত্ব।
  ১০ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৫
১০ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৫
তামান্না তাবাসসুম বলেছেন: বাহ্ ! কজনি বা এমন দায়িত্ব নিয়ে পড়ে ! 
শুভকামনা ।
২১|  ১০ ই জুলাই, ২০১৮  বিকাল ৩:০৫
১০ ই জুলাই, ২০১৮  বিকাল ৩:০৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অব্যক্ত মনের কথামালা।
  ১০ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৫
১০ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৫
তামান্না তাবাসসুম বলেছেন: পাঠ ও মন্তব্যে ধন্যবাদ   
 
২২|  ১০ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:২০
১০ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:২০
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
আবেগের জোয়াড়ে ভাসিয়ে দিলেন।
  ১০ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৬
১০ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৬
তামান্না তাবাসসুম বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ।
২৩|  ০১ লা সেপ্টেম্বর, ২০১৮  রাত ১১:৫৮
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  রাত ১১:৫৮
শাহারিয়ার  ইমন বলেছেন: প্রেমের কি সাধ আছে বল নিন্দার কাটা যদি না বিধিল গায়ে । 
  ০৪ ঠা নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:০৪
০৪ ঠা নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:০৪
তামান্না তাবাসসুম বলেছেন: কবিতাটা আসলে প্রেমের না,  ভালবাসার!  
পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ 
©somewhere in net ltd.
১| ০৯ ই জুলাই, ২০১৮  দুপুর ১:১২
০৯ ই জুলাই, ২০১৮  দুপুর ১:১২
হায় চিল বলেছেন: অসাধারণ !!!