|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সন্ধ্যা ঘনিয়ে এলে আমি বাড়ি ফেরার কথা বলতেই
তুমি অভিমানী গলায় বললে,
আমাদের কখনো একসাথে বৃষ্টিতে ভেজা হয়নি ;
কোথাও লংড্রাইভে যাইনি তোমার বাসার কড়াকড়িতে,
তোমার জন্য সব সময় সূর্যাস্ত আইন,
টং দোকানে দুজন এক কাপে চা ও খেলামনা কোনদিন ।
আমার তখন তোমার চোখের দিকে তাকিয়ে
আলতো হাতে তোমার চুল এলোমেলো করে দিতে দিতে বলতে ইচ্ছে করছিল ,
সপ্তাহান্তে এই লুকিয়ে চুরিয়ে টুকরো সময়ে কি সব শখ পূরণ হয় সোনা ?
তোমার সাথে চুটিয়ে প্রেম করতে আমার একটা জীবন চাই ।
দেবে ? 
 ১৯ টি
    	১৯ টি    	 +৩/-০
    	+৩/-০  ১১ ই জুলাই, ২০১৮  দুপুর ১২:৪৫
১১ ই জুলাই, ২০১৮  দুপুর ১২:৪৫
তামান্না তাবাসসুম বলেছেন: ধন্যবাদ । 
শুভকামনা 
২|  ১১ ই জুলাই, ২০১৮  দুপুর ১২:৪১
১১ ই জুলাই, ২০১৮  দুপুর ১২:৪১
সিগন্যাস বলেছেন: সূর্যাস্ত আইন?  
  ১১ ই জুলাই, ২০১৮  দুপুর ১২:৪৭
১১ ই জুলাই, ২০১৮  দুপুর ১২:৪৭
তামান্না তাবাসসুম বলেছেন: প্রেমিকা তথাকথিত রক্ষনশীল পরিবারের  
৩|  ১১ ই জুলাই, ২০১৮  দুপুর ১২:৪৩
১১ ই জুলাই, ২০১৮  দুপুর ১২:৪৩
জাহিদ অনিক বলেছেন: 
বাহ ! বৃটিশ আমল তো আগেই শেষ হয়ে গেছে, সূর্যাস্ত আইনের কড়া তোয়াক্কা না করে এবার ভালোবাসার বায়না হোক বেপরোয়া।
  ১১ ই জুলাই, ২০১৮  দুপুর ১২:৪৯
১১ ই জুলাই, ২০১৮  দুপুর ১২:৪৯
তামান্না তাবাসসুম বলেছেন: আটপৌরে প্রেমিকাও তাই তার মতো করেই বায়না ধরল 
৪|  ১১ ই জুলাই, ২০১৮  দুপুর ১:৫৩
১১ ই জুলাই, ২০১৮  দুপুর ১:৫৩
লাবণ্য ২ বলেছেন: চমৎকার!
  ১১ ই জুলাই, ২০১৮  দুপুর ২:১৪
১১ ই জুলাই, ২০১৮  দুপুর ২:১৪
তামান্না তাবাসসুম বলেছেন: অনেক ধন্যবাদ লাবণ্য ২    
৫|  ১১ ই জুলাই, ২০১৮  বিকাল ৩:৫১
১১ ই জুলাই, ২০১৮  বিকাল ৩:৫১
রাজীব নুর বলেছেন: মোটামোটি
  ১১ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:৫০
১১ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:৫০
তামান্না তাবাসসুম বলেছেন: ধন্যবাদ ।
৬|  ১১ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:১১
১১ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:১১
সাহসী সন্তান বলেছেন: জামার হাতা গুটাইয়া পুরো দস্তুর ঘটকালিতে নামবো কিনা ভাবতেছি! কোন সে হতচ্ছাড়া প্রেমিক, যে প্রেমিকার এমন প্রাণঢালা আবেগীয় আবদারকেও এখনো পর্যন্ত গ্রহণ না কইরা অবহেলা ভরে ফেলাইয়া রাখছে...  
 
ন্যাকা ন্যাকা কবিতা ভালোই লাগলো! তবে ছবিটা নিচের থেকে উপরে সেট করলে দেখতে ভাল লাগতো! জাস্ট পোস্ট এডিটে গিয়ে ছবির লিংকটা কাট/কপি করে কবিতার উপরে পেস্ট করলেই এনাফ!
কবিতায় ভাল লাগা! শুভ কামনা জানবেন!
  ১১ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:৪৪
১১ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:৪৪
তামান্না তাবাসসুম বলেছেন: হাহাহা, তখন আপনার নাম হবে সাহসী ঘটক    
  
হুম সবসময় সিরিয়াস কলাম আর হতাশার কবিতার ফাঁকে একটা রোমান্টিক কবিতা লিখে আমারো ভাল লেগেছে   
 
ল্যাপ্টপে বিসলে ছবি এডিট করে নিবো। 
অনেক ধন্যবাদ ভাইয়্যা ।
৭|  ১১ ই জুলাই, ২০১৮  রাত ৮:২৯
১১ ই জুলাই, ২০১৮  রাত ৮:২৯
চাঁদগাজী বলেছেন: 
খুব বেশী বড় বায়না নয়, এগুলো ব্যতিত কি কেহ মনের ঠিকানা খুঁজে পেয়েছে!
  ১১ ই জুলাই, ২০১৮  রাত ১০:০২
১১ ই জুলাই, ২০১৮  রাত ১০:০২
তামান্না তাবাসসুম বলেছেন: হাহাহা, ঠিক বলেছেন । 
পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।
৮|  ১১ ই জুলাই, ২০১৮  রাত ৯:৪৩
১১ ই জুলাই, ২০১৮  রাত ৯:৪৩
সনেট কবি বলেছেন: সুন্দর।+
  ১১ ই জুলাই, ২০১৮  রাত ১০:০৩
১১ ই জুলাই, ২০১৮  রাত ১০:০৩
তামান্না তাবাসসুম বলেছেন: অনেক ধন্যবাদ 
৯|  ১২ ই জুলাই, ২০১৮  রাত ৮:৪০
১২ ই জুলাই, ২০১৮  রাত ৮:৪০
আহমেদ জী এস বলেছেন: তামান্না তাবাসসুম  , 
চুটিয়ে প্রেম করার জন্যে একটি জীবন যথেষ্ট নয় । এ জীবনের পরেও পরবর্তি জীবনের লং ড্রাইভে গিয়ে  হাতখানি রেখে তার হাতেরও পরে বলতে পারা চাই - বলেছিলে তুমি ভুলিবেনা মোর ! সে জীবনের বৃষ্টিতে ভিজতে ভিজতেও বলতে পারা চাই - আমার সারাদিন কিভাবে কেটে যায় শুধু তুমি-- তুমি করে ! 
বায়না ভালো হলেও কবিতা মোটামুটি হয়েছে । শব্দগুলিকে আর একটু দুলিয়ে যাবার মতো করে সাজালে ভালো হতো ।
  ১৩ ই জুলাই, ২০১৮  দুপুর ১:২৩
১৩ ই জুলাই, ২০১৮  দুপুর ১:২৩
তামান্না তাবাসসুম বলেছেন: পাঠ ও আন্তরিক মন্তব্যে অনেক ধন্যবাদ আহমেদ জী এস ভাইয়্যা। 
শুভকামনা রইল  
১০|  ১২ ই জুলাই, ২০১৮  রাত ৮:৪২
১২ ই জুলাই, ২০১৮  রাত ৮:৪২
আহমেদ জী এস বলেছেন: তামান্না তাবাসসুম , 
প্লিজ , সংশোধন ---  বলেছিলে তুমি ভুলিবেনা মোরে 
©somewhere in net ltd.
১| ১১ ই জুলাই, ২০১৮  দুপুর ১২:৩৯
১১ ই জুলাই, ২০১৮  দুপুর ১২:৩৯
স্রাঞ্জি সে বলেছেন: বেশ! ভালই।