|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
একশ একটা কবিতা হৃদয়ে চেপে 
থিসিস রিপোর্ট লিখতে বসি রোজ । 
চাপিয়ে দেয়া গন্তব্যের পথে
সকাল সন্ধ্যা  দমবন্ধ লোকাল বাস ,
 ঘর মানেই গ্যাস কারেন্ট পানি আর সম্পর্কের টানাপোড়ন । 
 এরিমধ্যে ঠোঁটের কোণে ঝুলিয়ে  রাখি কর্পোরেট হাসি । 
ঝা চকচকে মুখোশে স্বাচ্ছন্দে ঘুরিফিরি। 
অতল তলে ডুবতে ডুবতে হঠাৎ ভেসে উঠি।
আমার অভিধানে চমৎকার কিছু শব্দ ছিল ,
সেকেলে বলে বলিনা আর। 
মস্তিষ্কের কোষেই মরে কবিতার ভ্রুণ। 
গোঁজামিল দিয়ে মেলাতে থাকি জীবন নামের অংক  ।
সেই কবে থেকে মরীচিকার পিছে ছুটছি তো ছুটছি ;
ক্লান্তিকে পিঠ চাপকে বলি 
সারভাইভাল ফর দ্য ফিটেস্ট ।
 
 ২৮ টি
    	২৮ টি    	 +৪/-০
    	+৪/-০  ১২ ই জুলাই, ২০১৮  রাত ১০:৫৬
১২ ই জুলাই, ২০১৮  রাত ১০:৫৬
তামান্না তাবাসসুম বলেছেন: ধন্যবাদ কবি  
২|  ১২ ই জুলাই, ২০১৮  রাত ৯:৩৬
১২ ই জুলাই, ২০১৮  রাত ৯:৩৬
রাকু হাসান বলেছেন: এত কিছুর মাঝে এভাবেই কবিতাগুলো লেখায় স্থান পাক ,সেই কামনা তামান্না তাবাসসুম আপু ।
  ১২ ই জুলাই, ২০১৮  রাত ১০:৫৬
১২ ই জুলাই, ২০১৮  রাত ১০:৫৬
তামান্না তাবাসসুম বলেছেন: পাঠ ও আন্তরিক মন্তব্যে অনেক ধন্যবাদ ।
শুভকামনা রইল।
৩|  ১২ ই জুলাই, ২০১৮  রাত ৯:৩৭
১২ ই জুলাই, ২০১৮  রাত ৯:৩৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: 
জীবনের ভারে ক্লান্ত জীবন কাব্য  
 
স্বপ্নরা অধরা 
ইচ্ছের কানামাছি ভোঁ ভোঁ 
চোখ বাঁধা মুখোশে জীবন।
এই তোমার কাছেই প্রিয়তমা
অলখে হৃদয় খুলে দিই! 
না বলা কথাগুলো
শুধু তুমিই জানো কবিতা।  
 
কবিতায় ভাললাগা কতটুকু বুঝেই গেছেন নিশ্চয়ই  
 
+++
  ১২ ই জুলাই, ২০১৮  রাত ১০:৫৯
১২ ই জুলাই, ২০১৮  রাত ১০:৫৯
তামান্না তাবাসসুম বলেছেন: বাহ্ ! কবিতার মন্তব্যে এতো সুন্দর কবিতা ! 
আপনি এতো ভাল কবিতা লেখেন আপনি যখন ভাল বলেছেন তাহলে আসলেই হয়তো ভাল হয়েছে।  
অনেক অনেক ধন্যবাদ কবি ।  
৪|  ১২ ই জুলাই, ২০১৮  রাত ৯:৪০
১২ ই জুলাই, ২০১৮  রাত ৯:৪০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: গোঁজামিল দিয়ে জীবনের অংক মেলাতে মেলাতে মরীচিকার পেছনে ছুটে চলার পরও কিছু টুকরো টুকরো আশা আর সুখ জীবনের খাতায় জমা হয়ে থাকে; সেগুলোর প্রাপ্তিও কিন্তু কম নয়। 
খুব ভালো লাগল! শুভকামনা!
  ১২ ই জুলাই, ২০১৮  রাত ১১:০১
১২ ই জুলাই, ২০১৮  রাত ১১:০১
তামান্না তাবাসসুম বলেছেন: সেটাই এত ঝড়-ঝঞ্ঝার মধ্যেও যখন প্রাপ্তির খাতায় কিছু যোগ হয় তখন এক নিমিষেই মন থেকে সব বিষন্নতা মুছে যায়। 
পাঠ ও আন্তরিক মন্তব্যে অনেক ধন্যবাদ সম্রাট ভাইয়া।
৫|  ১২ ই জুলাই, ২০১৮  রাত ৯:৪৫
১২ ই জুলাই, ২০১৮  রাত ৯:৪৫
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
  ১২ ই জুলাই, ২০১৮  রাত ১১:০২
১২ ই জুলাই, ২০১৮  রাত ১১:০২
তামান্না তাবাসসুম বলেছেন: অনেক ধন্যবাদ দাদা। 
 শুভ কামনা রইল 
৬|  ১২ ই জুলাই, ২০১৮  রাত ৯:৫৩
১২ ই জুলাই, ২০১৮  রাত ৯:৫৩
এখওয়ানআখী বলেছেন: অনেকদিন পর হৃদয় ফুঁড়ে বেরোনো একটা কবিতা পড়লাম। তুমি কবিতাকে ছাড়লেও কবিতা তোমাকে ছাড়বে না। কবিতার জন্য শুভকামনা
  ১২ ই জুলাই, ২০১৮  রাত ১১:০৪
১২ ই জুলাই, ২০১৮  রাত ১১:০৪
তামান্না তাবাসসুম বলেছেন: আহা ! এত সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
আমি তো ছাড়বই না ,কবিতা লেখালেখিও যেন আমাকে কখনো ছেড়ে না যায়।  
ভাল থাকুন সব সময়।
৭|  ১২ ই জুলাই, ২০১৮  রাত ৯:৫৩
১২ ই জুলাই, ২০১৮  রাত ৯:৫৩
সফেদ বিহঙ্গ বলেছেন: ভাল লেগেছে কবিতা।
  ১২ ই জুলাই, ২০১৮  রাত ১১:০৫
১২ ই জুলাই, ২০১৮  রাত ১১:০৫
তামান্না তাবাসসুম বলেছেন: অনেক ধন্যবাদ। শুভকামনা রইল।
৮|  ১২ ই জুলাই, ২০১৮  রাত ১১:০৩
১২ ই জুলাই, ২০১৮  রাত ১১:০৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
  ১৩ ই জুলাই, ২০১৮  রাত ১২:১৫
১৩ ই জুলাই, ২০১৮  রাত ১২:১৫
তামান্না তাবাসসুম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ  
৯|  ১২ ই জুলাই, ২০১৮  রাত ১১:৫৩
১২ ই জুলাই, ২০১৮  রাত ১১:৫৩
চঞ্চল হরিণী বলেছেন: কবিতা ভালো লাগলো। 
'সারভাইভাল ফর দা ফিটেস্ট' - বাক্যটা প্রকৃতির সাথে টিকে থাকার জন্য এবং সে প্রসঙ্গেই কার্যকর। মনুষ্য নির্মিত এই অসহনীয় 
কর্পোরেট সমাজ ব্যবস্থায় নয়। এখানে যোগ্যতর ব্যক্তিরাই বরং টিকে থাকতে পারে না অযোগ্য ব্যক্তিদের ভীরে। আপনার পয়েন্ট অবশ্য আলাদা- এত কষ্ট করে চাকরী এবং সংসারের ঘানি টেনে যোগ্যরাই টিকে থাকতে পারে, আপনার পয়েন্ট এটা। কিন্তু জীবন শেষে বেশীরভাগ ক্ষেত্রেই এই যোগ্যতা আসলে অসাড়।  ব্যাখ্যা করতে গেলে অনেক বড় হয়ে যাবে, তাই সেদিকে যাচ্ছি না।
জীবন আরেকটু কম ক্লান্তিকর হোক, আপনার জন্য সেই কামনা করি। ধন্যবাদ।
  ১৩ ই জুলাই, ২০১৮  রাত ১২:১৮
১৩ ই জুলাই, ২০১৮  রাত ১২:১৮
তামান্না তাবাসসুম বলেছেন: পাঠ ও আন্তরিক মন্তব্যে অনেক ধন্যবাদ । 
চমৎকার বিশ্লেষণ ! একই জিনিস দুজন দুই perspective থেকে চিন্তা করেছি এবং দুটোই সঠিক।
আসলেই আমার এত প্রতিযোগিতার জীবন ভালো লাগে না। কঠিন নাগরিক জীবনে প্রায়ই হাঁপিয়ে উঠি। 
আপনার জন্য শুভকামনা রইল।
১০|  ১৩ ই জুলাই, ২০১৮  রাত ১২:২৯
১৩ ই জুলাই, ২০১৮  রাত ১২:২৯
চাঁদগাজী বলেছেন: 
কবিতাটি সুন্দর, কিন্তু আসলেই এক বিষাদ জীবনের ধারক হতে হয়েছে কবিতাটিকে
  ১৩ ই জুলাই, ২০১৮  রাত ১:৩২
১৩ ই জুলাই, ২০১৮  রাত ১:৩২
তামান্না তাবাসসুম বলেছেন: আন্তরিক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ । 
শুভকামনা রইল  
১১|  ১৩ ই জুলাই, ২০১৮  দুপুর ১:৫৩
১৩ ই জুলাই, ২০১৮  দুপুর ১:৫৩
ঋতো আহমেদ বলেছেন: কবি মন্দাক্রান্তা সেন ডাক্তারী পড়ছিলেন। কোনো এক পরীক্ষায় পরীক্ষার মাঝখানে হলে বসে ভেবে বসেন আর ডাক্তারী পড়বেন না। সেই মুহূর্তে সিট ছেড়ে উঠে আসেন। এরপর পুরোপুরি কবিতার জগতে প্রবেশ করেন।
'বলো অন্য্যভাবে'.. 'হৃদয়ে অবাধ্য মেয়ে'.. বাকীটা ইতিহাস
  ১৩ ই জুলাই, ২০১৮  রাত ৯:১১
১৩ ই জুলাই, ২০১৮  রাত ৯:১১
তামান্না তাবাসসুম বলেছেন: বাহ্ ! কাহিনীটা অনেক ভাল লাগলো। আমারো মাঝে মাঝে ইচ্ছা করে সব ছেড়েছুড়ে শুধু বই আর লেখালেখি নিয়ে থাকি।
১২|  ১৩ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৬:২১
১৩ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৬:২১
জাহিদ অনিক বলেছেন: 
লিটারেচারের থিসিস না লিখে বরং ভালোই করেছেন একটা বেশ জীবনের ছোটখাটো থিসিস লিখে ফেলেছেন
  ১৪ ই জুলাই, ২০১৮  দুপুর ১:৪৭
১৪ ই জুলাই, ২০১৮  দুপুর ১:৪৭
তামান্না তাবাসসুম বলেছেন: হাহাহা, আসলে যখন ফ্রি থাকি তখন লেখা আসে না, কাজের প্রেসারেই ভাল লেখা আসে।
আর ঐটা লিটারেচারের থিসিস ছিলো না, ল্যাংগুয়েজ টিচিং এর ছিলো। 
পাঠ ও মন্তব্য্র অনেক ধন্যবাদ কবি।  
১৩|  ১৫ ই জুলাই, ২০১৮  রাত ৮:৩৬
১৫ ই জুলাই, ২০১৮  রাত ৮:৩৬
মাহবুবুল আজাদ বলেছেন: আহা ব্যাপক ভাল লাগা
  ২৪ শে জুলাই, ২০১৮  সকাল ১০:৫৩
২৪ শে জুলাই, ২০১৮  সকাল ১০:৫৩
তামান্না তাবাসসুম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। 
শুভ কামনা রইল  
১৪|  ০১ লা অক্টোবর, ২০১৮  রাত ২:৪৭
০১ লা অক্টোবর, ২০১৮  রাত ২:৪৭
নূর-ই-হাফসা বলেছেন: জীবন অর্থহীন না অর্থবোধক বুঝা  সত্যিই মুশকিল । 
কবিতায় অনেক অনেক ভালো লাগা ।
১৫|  ০১ লা অক্টোবর, ২০১৮  রাত ২:৫৫
০১ লা অক্টোবর, ২০১৮  রাত ২:৫৫
বাকপ্রবাস বলেছেন: কবিতা পড়লাম একটা। তৃষ্ণা আর তৃপ্তি দুটোই মিটল
©somewhere in net ltd.
১| ১২ ই জুলাই, ২০১৮  রাত ৯:৩২
১২ ই জুলাই, ২০১৮  রাত ৯:৩২
সনেট কবি বলেছেন: কবিতা ভাল হয়েছে