|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

পৃথিবীর সব শান্তি যার বুকের ওমে
তারই চামড়ার নিচে হৃদপিণ্ড শুধু, 
হৃদয় আছে কি নাই!  
চোখের মধ্যে মায়া না মরীচিকা?  
আমার হৃদয়ের কথা আটকায় আলজ্বীভে 
বিশ্বাসের মত ওঠানামা করে নিশ্বাস 
তারে চাইলেই কি ছুঁয়ে দেয়া যায়? 
 যায়, আবার যায় না! 
 
 ২০ টি
    	২০ টি    	 +৭/-০
    	+৭/-০  ০৪ ঠা নভেম্বর, ২০১৯  রাত ১২:২৪
০৪ ঠা নভেম্বর, ২০১৯  রাত ১২:২৪
তামান্না তাবাসসুম বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
হ্যাপি ব্লগিং 
২|  ০৪ ঠা নভেম্বর, ২০১৯  রাত ১২:২৭
০৪ ঠা নভেম্বর, ২০১৯  রাত ১২:২৭
আলভী রহমান শোভন বলেছেন: সুন্দর কবিতা। ব্লগে প্রত্যাবর্তনে শুভেচ্ছা। 
  ০৪ ঠা নভেম্বর, ২০১৯  রাত ১২:৩৩
০৪ ঠা নভেম্বর, ২০১৯  রাত ১২:৩৩
তামান্না তাবাসসুম বলেছেন: অনেক ধন্যবাদ। 
 হ্যাপি ব্লগিং 
৩|  ০৪ ঠা নভেম্বর, ২০১৯  সকাল ৯:২৩
০৪ ঠা নভেম্বর, ২০১৯  সকাল ৯:২৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
  ০৪ ঠা নভেম্বর, ২০১৯  সকাল ১০:৪৪
০৪ ঠা নভেম্বর, ২০১৯  সকাল ১০:৪৪
তামান্না তাবাসসুম বলেছেন: অনেক ধন্যবাদ।  
 শুভকামনা 
৪|  ০৪ ঠা নভেম্বর, ২০১৯  সকাল ১০:১৫
০৪ ঠা নভেম্বর, ২০১৯  সকাল ১০:১৫
হাসান মাহবুব বলেছেন: ভাল্লাগছে।
  ০৪ ঠা নভেম্বর, ২০১৯  সকাল ১০:৪৬
০৪ ঠা নভেম্বর, ২০১৯  সকাল ১০:৪৬
তামান্না তাবাসসুম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ হাসান মাহবুব ভাই।
শুভকামনা রইল।
৫|  ০৪ ঠা নভেম্বর, ২০১৯  সকাল ১০:৪৯
০৪ ঠা নভেম্বর, ২০১৯  সকাল ১০:৪৯
মলাসইলমুইনা বলেছেন: কোথায় ঘোর লাগা ভালোলাগাময় একটা গল্প লিখবেন তা না করে বছর পরে এসে দিলেন এতো ছোট একটা কাব্য পোস্ট !
সামু মুক্তির এই আনন্দ বেলা উদযাপন করুন একটা গল্পে, প্রিয় গল্পকার ।
  ০৪ ঠা নভেম্বর, ২০১৯  দুপুর ১২:০৩
০৪ ঠা নভেম্বর, ২০১৯  দুপুর ১২:০৩
তামান্না তাবাসসুম বলেছেন: হা হা!  আপনি কেমন আছেন ?  
ওকে,  খুব তাড়াতড়িই মাথা থেকে একটা গল্প নামাতে হচ্ছে তাহলে!  
ভালবাসা রইল
৬|  ০৪ ঠা নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:০১
০৪ ঠা নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:০১
মোস্তফা সোহেল বলেছেন: পিচ্চি কবিতাটি অনেক ভাল লাগল।
  ০৪ ঠা নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:৫৪
০৪ ঠা নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:৫৪
তামান্না তাবাসসুম বলেছেন: হাহা!  এখন থেকে পিচ্চি পিচ্চি কবিতা লিখবো ভাবছি, ৬-১০ লাইনের মধ্যে।  
৭|  ০৪ ঠা নভেম্বর, ২০১৯  রাত ১০:৩৫
০৪ ঠা নভেম্বর, ২০১৯  রাত ১০:৩৫
পদাতিক চৌধুরি বলেছেন: ঘোর লাগা বেশ ভালো লাগলো।
পৃথিবী, মরীচিকা বানানে টাইপো আছে আপু। 
শুভকামনা জানবেন।
  ০৪ ঠা নভেম্বর, ২০১৯  রাত ১১:৩১
০৪ ঠা নভেম্বর, ২০১৯  রাত ১১:৩১
তামান্না তাবাসসুম বলেছেন: টাইপো ধরিয়ে দেয়ার জন্য অনেক ধন্যবাদ।  এডিট করেছি। 
পাঠ ও আন্তরিক মন্তব্যে অনেক ধন্যবাদ।  
ভাল থাকবেন 
৮|  ০৪ ঠা নভেম্বর, ২০১৯  রাত ১১:০৯
০৪ ঠা নভেম্বর, ২০১৯  রাত ১১:০৯
তারেক ফাহিম বলেছেন: অনেক ভালো লাগছে।
  ০৪ ঠা নভেম্বর, ২০১৯  রাত ১১:৩২
০৪ ঠা নভেম্বর, ২০১৯  রাত ১১:৩২
তামান্না তাবাসসুম বলেছেন: অনেক ধন্যবাদ 
৯|  ২৯ শে নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:৩৩
২৯ শে নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:৩৩
নাহিদ০৯ বলেছেন: ইসস। শব্দের কি সুন্দর ব্যবহার। ভালো লাগলো আপনার কবিতা।
  ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০  দুপুর ১২:২৫
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০  দুপুর ১২:২৫
তামান্না তাবাসসুম বলেছেন: পাঠ ও সুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ। 
শুভকামনা।
১০|  ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০  রাত ১:২৩
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০  রাত ১:২৩
এম ডি মুসা বলেছেন: চমত্কার কিন্তু নতুন পোস্ট নাই
  ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০  দুপুর ১২:২৬
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০  দুপুর ১২:২৬
তামান্না তাবাসসুম বলেছেন: ধন্যবাদ। খুব শীঘ্রই নতুন পোস্ট দিবো ইনশাআল্লা।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা নভেম্বর, ২০১৯  রাত ১২:০৮
০৪ ঠা নভেম্বর, ২০১৯  রাত ১২:০৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: শুধু কবিরাই পারেন, হৃদপিণ্ড আর হৃদয় কিংবা মায়া আর মরীচিকাকে কিঞ্চিত ভিন্নার্থে ভাবতে। ভিন্নভাবে ব্যাখ্যা করতে।
কবিতায় ভালোলাগা রইলো।