|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
কতটা কন্সিলারে ঢাকো রাতের পর রাত জাগা ডার্ক সার্কেল?  
কতটা হাইলাইটারে মুখ থেকে মোছো  ক্লান্তির ছাপ?  
হেভি কভারেজ ফাউন্ডেশনে চাঁদ মুখের দাগছোঁপ লুকিয়ে
আইশ্যাডো প্যালেটের টানে তোমার বিষাদ আখি বানাও ঘোর লাগা ধোয়াটে 
কোন ব্রান্ডের লিপিস্টিকে মেকি হাসি এমন পার্ফেক্ট কর্পোরেট? 
মেয়ে তুমি ভাল আছো?  
 ১৩ টি
    	১৩ টি    	 +৩/-০
    	+৩/-০২|  ০৯ ই সেপ্টেম্বর, ২০২০  দুপুর ১:৪১
০৯ ই সেপ্টেম্বর, ২০২০  দুপুর ১:৪১
সাগর শরীফ বলেছেন: প্রাক্তন তামান্না তাবাসসুমের কাছেও আমার একই প্রশ্ন!!
আপনার নামটা মনে থাকবে আপু....
৩|  ০৯ ই সেপ্টেম্বর, ২০২০  দুপুর ১:৫৩
০৯ ই সেপ্টেম্বর, ২০২০  দুপুর ১:৫৩
আমি সাজিদ বলেছেন: মনে হয় না ভালো আছে।
৪|  ০৯ ই সেপ্টেম্বর, ২০২০  দুপুর ১:৫৮
০৯ ই সেপ্টেম্বর, ২০২০  দুপুর ১:৫৮
রাজীব নুর বলেছেন: দারুন আবেগময়।
৫|  ০৯ ই সেপ্টেম্বর, ২০২০  দুপুর ২:০৯
০৯ ই সেপ্টেম্বর, ২০২০  দুপুর ২:০৯
খায়রুল আহসান বলেছেন: প্রশ্ন অনেক, সবগুলোর উত্তর একটাই- ন্যাচারাল ব্র্যান্ডের!
কবিতায় ভাল লাগা + +।
৬|  ০৯ ই সেপ্টেম্বর, ২০২০  দুপুর ২:১৭
০৯ ই সেপ্টেম্বর, ২০২০  দুপুর ২:১৭
শোভন শামস বলেছেন: কবিতায় ভাল লাগা + +
৭|  ০৯ ই সেপ্টেম্বর, ২০২০  দুপুর ২:৫৮
০৯ ই সেপ্টেম্বর, ২০২০  দুপুর ২:৫৮
নেওয়াজ আলি বলেছেন: কমনীয় লেখনী ।
৮|  ০৯ ই সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৩:০৩
০৯ ই সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৩:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে আপি
শুভ কামনা
৯|  ০৯ ই সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৩:৪৬
০৯ ই সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৩:৪৬
আজাদ প্রোডাক্টস বলেছেন: হিংসা করা ভালো না।
১০|  ০৯ ই সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৪:৫৯
০৯ ই সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৪:৫৯
পদ্মপুকুর বলেছেন: দেখা হল বছর কুড়ি পর।
তুই এখন অন্য কারোর ঘর,
তুই এখন বড্ড ভীষণ পর, 
এখন অনেক বুঝতে পারিস বুঝি?
আমার প্রিয় গন্ধটা আর মাখিস?
নতুন মানুষ আদর করার পরে-
আলগা পিঠে জল-আলপনা আঁকিস?
আচ্ছা, অমন ঝক্কি পোহায় কে তোর!
কেই বা এখন শোনে মিথ্যে নালিশ?
এখনও কি ঠান্ডা লাগার ধাঁত ?
মাথা মুছিস কার বকুনি খেয়ে?
হঠাৎ হঠাৎ আজ ও আড়ি করিস? 
ভাল্লাগে আর কাব্য করা ছেলে ?
নতুন মানুষ বৃষ্টি ভালবাসে?
আমার মতন জোর করে ভেজবার?
নাকি এখন তোর বারণের জোরে,
বৃষ্টি থামায় বর্ষা হাজার বার!
সেই ব্যথাটা আজও জ্বালায় খুব?
সেও কি জানে কপাল টিপে দিতে?
আচ্ছা অমন জাপটে ধরে সে-ও?
পেছন থেকে ঝাঁপায় অতর্কিতে?
তার নিশ্চই বুকের ব্যথা নেই,
নিশ্চই নেই মন খারাপের ব্যামো?
আজকে কেমন প্রাপ্ত দেখায় তোকে,
আগের মতন পাগলী নস কেন ?
আচ্ছা, তোর ওই অভ্যেস টা আছে?
অল্প কথায় আজও ছেড়ে আসিস?
নতুন মানুষ ঝগড়া করার আগেই,
বুকের ভেতর অমন ভালবাসিস!
তারও হঠাৎ মন্দ কিছু হলে,
চুমুর জোরে ঘুম পাড়িয়ে দিস?
আচ্ছা সে ও শক্ত করে ধরে
কাছে চেয়ে জ্বালায় অহর্নিশ?
সে বুঝি খুব বকবকিয়ে নয়?
স্বল্পভাষী? চাইতি যেমন তুই?
আজকে কেমন নরম দেখায় তোকে,
একটা ভিড়ে থমকে গেছে দুই।
এই যে এখন চুপটি করে একা,
দাঁড়িয়ে আছিস নালিশ ভুলে গিয়ে
নতুন মানুষ, নতুন নতুন প্রেমে
খুব বেঁধেছে শক্ত করে নিয়ে?
ইনসোম্যানিক সে নিশ্চই নয়?
রাত জাগবার ঝক্কিটা আর নেই
স্বপ্নের ভিড়ে লুকিয়ে দেখি তোকে
হারিয়ে যাব ও চোখ ফেরালেই।
দেখা হল বছর কুড়ি পর।
তুই এখন বড্ড ভীষণ পর!
তুই এখনো... আমার একার ঘর।
আবৃত্তি
১১|  ০৯ ই সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৫:০০
০৯ ই সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৫:০০
পদ্মপুকুর বলেছেন: আপনার কবিতা পড়ে আমার এই আবৃত্তি মনে পড়ে গেলো,,,
১২|  ০১ লা অক্টোবর, ২০২০  সকাল ১০:২৩
০১ লা অক্টোবর, ২০২০  সকাল ১০:২৩
নীল আকাশ বলেছেন: লাইনগুলি বেশ লাগলো। আপনার নাম দিয়ে লেখাটা শেয়ার করলাম।
১৩|  ০৮ ই অক্টোবর, ২০২০  বিকাল ৫:২৮
০৮ ই অক্টোবর, ২০২০  বিকাল ৫:২৮
ইমতিয়াজ ১৩ বলেছেন: পড়লাম , ভাল লাগলো।
©somewhere in net ltd.
১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০  দুপুর ১:৩৯
০৯ ই সেপ্টেম্বর, ২০২০  দুপুর ১:৩৯
জাহিদ হাসান বলেছেন: