|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
ভালবাসি বলতে গিয়ে
তিন বেলা নিয়ম করে ভাত খাওয়ার খবর নিয়ে ফোন রেখে দেই। 
পথে বেরুবার সময় বলি সাবধানে যেও,
 সময় মত বাড়ি পৌঁছালে কিনা খোঁজ নেই। 
ভালোবাসি বলতে পারিনা সংকোচে, 
তাই বারবার ঘুরেফিরে একই আবোল তাবোল বকি। 
ভালোবাসি বলতে বাধে,
 তাই বারবার জিজ্ঞেস করি কবে দেখা হবে। 
তুমি এত কথা বল তাও ভালোবাসি বলো না,
 তাই তোমার ভালো কথার জবাবেও রাগে খিটমিট করি।
 ৫ টি
    	৫ টি    	 +৩/-০
    	+৩/-০২|  ১৬ ই মার্চ, ২০২১  রাত ১২:২৪
১৬ ই মার্চ, ২০২১  রাত ১২:২৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
৩|  ১৬ ই মার্চ, ২০২১  রাত ১২:৪১
১৬ ই মার্চ, ২০২১  রাত ১২:৪১
নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ প্রকাশ।
৪|  ১৬ ই মার্চ, ২০২১  রাত ৩:৪৫
১৬ ই মার্চ, ২০২১  রাত ৩:৪৫
নান্দনিক নন্দিনী বলেছেন: বাহ্ ...
৫|  ১৫ ই আগস্ট, ২০২১  রাত ১২:১০
১৫ ই আগস্ট, ২০২১  রাত ১২:১০
ইসিয়াক বলেছেন: ঠিক!  এমনই তো হয়। মনের কথা অব্যক্ত রয়ে যায়। সেই টানে প্রেম আরো বেড়ে যায়।
চমৎকার কবিতা।
©somewhere in net ltd.
১| ১৫ ই মার্চ, ২০২১  রাত ১১:৫২
১৫ ই মার্চ, ২০২১  রাত ১১:৫২
খায়রুল আহসান বলেছেন: এটাই স্বাভাবিক।