![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবকিছু বলি না মুখে মুখে। বলি লিখে লিখে।
আছে যে ঘর তোমার ভেতরের ভেতর
বুলিয়ে দাও দু’চোখ যদি ছোঁয় তা অতল... তখনো
পেছনে ছিলো শতরঙা মেঘ
যে রোদের আহ্লাদে আগলানো শপথ ।।
থাকে যে সময় সে তো বসে থাকা নয়
এগিয়ে দাও হৃদয় দু’হাতেরই মতন... এখনো
ভাবনায় পিছু আলোকবর্ষী শ্লোক
পুষিয়ে দেয়াই ভালো আড়ালের কথন ।
কাছে কি থাকে বাকি ভেজা জানালা
শুকিয়ে যাবে মন-রাস্তা’র ঘেঁষা ঠিকানা... আবারো
ভাবনায় পিছু আলোকবর্ষী শ্লোক
যে রোদের আহ্লাদে আগলানো শপথ ।
“স্নিগ্ধ সকালবেলা
এবার দৃষ্টি ম্যালা
কতো দূর যাবে
তবু রাত্রি হবেনা...।
বাহিনী জেগেছে
মনে আগুন মেখেছে
বীর-বাক্যে,সাহসে
শপথ গলে না...।
“
©somewhere in net ltd.