নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাবতীয় কিছু তানশাদীয়...মানে - আমি নিজে যা বলি সেগুলাই এক একটা Quotation, এক একটা কবিতা, এক একটা Status. ব্যস। এই তো। আর কি?

যাবতীয় তানশাদীয়

সবকিছু বলি না মুখে মুখে। বলি লিখে লিখে।

যাবতীয় তানশাদীয় › বিস্তারিত পোস্টঃ

কনজারভেটিভ মানুষ ও মুক্তমশা... (তানশাদ)

২৭ শে জুন, ২০১৫ বিকাল ৩:৪০

উড়ে।
থাকে লক্ষ্য। থাকে নিশানা।
নরম গা।
সাহসী মন।
ভারী দল।
শো-ডাউন।
বনবন।
বিরক্ত করে বহুবার।
বসে।
প্রস্তুত।
চলে ঠোক্কর। চলে কামড়।

আর সবর ধরে না।
শোকজ-ও লাগবেনা।
ফিলোসোফি রেডি।
বিরক্তির ফল তিক্ত হয়।
বসাইয়া দিসি রামচড়।

সম্প্রদায়ে আঘাত।
সংগঠনে বিদ্রোহ।
'শালার মানুষ, মশা হইলি না।
মনটাকে বড় কর। মুক্ত কর স্বাধীনতা।
রক্ত নিয়া বাড়াবাড়ি ভাল্লাগেনা।'

মানুষ আমি।
কনজারভেটিভ।
চিন্তা করি।
সত্যি তো - মন নিয়া উড়াউড়ি ভাল্লাগেনা।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৫ বিকাল ৩:৪২

গান পাগলা বলেছেন: লাস্ট এই পোস্ট টা করছি দেখে আমাকে মডু আংকেল আটকে দিয়েছ।ব্লগে গালাগালি করছি এইটা কন, আর করুমনা।
তবে পোস্ট আটকানোর মানে কি, সামুতে না আসলে কি মইরা যামু, ডুকলামনা আপনাদের ৭০-৮০ জন ব্লগারের ব্লগে।
আপনাদের এরকম মন মানসিকতার কারনেই এখন অনলাইনে ৭০-৮০ জনের বেশী থাকেনা।
অথচ আরো ২ বছর আগেও অল টাইম ২৫০-৩০০ ব্লগার অনলাইনে থাকতো।
আমরা কষ্ট করে লিখি, পড়ি আপনাদের এত ভাবস কেন????

২৭ শে জুন, ২০১৫ বিকাল ৪:০৭

যাবতীয় তানশাদীয় বলেছেন: সরি, বস। আমি বুঝলামনা। আমি একদম নতুন এই ব্লগের দেশে। আমি কি কোন ভুল করেছি। প্লিজ, একটু বুঝিয়ে বলুন।

২| ২৭ শে জুন, ২০১৫ বিকাল ৪:০০

হাসান মাহবুব বলেছেন: দারুণ!

২৭ শে জুন, ২০১৫ বিকাল ৪:০৫

যাবতীয় তানশাদীয় বলেছেন: ধন্যবাদ, ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.