![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতি সাধারন একজন ব্যাক্তি কিন্তু অধিক ঙ্গান মাথায় তাই সকলকে পরিচিত করতে এসেছি
আল্লাহতালা এর বিষেশ এক সৃষ্টি আমরা। এ পৃথিবী যেখানে তিনি আমাদের পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য।
সারকথাএই পৃথিবীতে নতুন কোন প্রানের আগমন হলে যেমন তাকে ভালবাসী এবং সকলেই আগলে রাখি। কারন আমরা মানুষ জাতি এরকম।
কিন্তু এটা আমাদের বাবা এবং মা এই দুইজনের ক্ষেতে কমী হয়ে থাকে। আমাদের সন্তান বড় হওয়ার পর সকল বাবা মায়ের একটি ইচ্ছা থাকে তার সন্তান ভাল হবে সত্যের পথে চলবে। কিন্তু সবার ক্ষেত্রে হয় না। আমরা আমাদের সন্তান যখন স্কুলে পাঠাই তখন তাদের উপর নজর রাখা উচিত আপনাদের সন্তান কোন ছেলেদের বা মেয়েদের সাথে চলছে। কারন এর উপর নির্ভর করে ছেলে বা মেয়ের ভবিষৎ কেমন হবে। কারন আপনার ছেলে ৬-২২বছর পযন্ত সে তার বন্ধুদের সাথেই থাকবে। যেখান থেকে সে বিভিন্ন শিক্ষা নিবে। শিক্ষার কোন স্থান বা বয়স হয়না। শিক্ষা কি ভাবে নেই সেটাও আমরা সকল সময় ধরতে পারি না।
মূলকথা নিজে ভাল তো পুর দুনিয়া ভাল। কিন্তু বন্ধ খারাপ তো আমার জীবন ও হয়ে উঠবে খারাপ। কারন আজ আমার বন্ধু ভাল তো সে আমাকে ভাল কথা বা ভাল পরামর্শ প্রদান করবে। আজ জদি আমার বন্ধু মাদকাশক্ত হয় তো সে আমার কষ্টে সে আমাকে মাদকসেবনের মাধ্যমে কষ্ট ভুলে থাকতে বলবে। কারন যে মাদক সেবন করে সেও চাইবে তার পাটনার তারমতই হোক।
আমরা অনেকে বলে থাকি বাবা মার কারনে সন্তান খারাপ হয় তারা সন্তান কে সময় দিতে পারে না তার জন্য এরকম হয়ে থাকে। আসলে কথাটা ৩০% মানায় কারন আমাদের সন্তান ৬-২২বছর পযন্ত পড়াশোনা নিয়ে বেস্ত থাকে তো এখানে বাবা মার একটি ভুল হয়ে তাকে তারা তাদের চেলে বা মেয়েকে সঠিক ভাবে চালনা করতে পারে না তাই তাদের সন্তান ভুল বন্ধু বা বান্ধবি সাথে জরিয়ে পরে
একজন ভাল বন্ধু তার বন্ধুকে ভালো পরামর্শ দিতে পারে বিপদে সঠিক পরামর্শ দিতে পারে।
মাদক জিবন কে নষ্ট করে। আপনি জদি দেখেন আপনার সন্তানের আসে পাসে জারা তাকে তারা সবাই খারাপ তাহলে সন্তান কে সেভাবেই গরে তুলুন।
ধর্মের সার্থে আমাদের জন্ম আল্লাহতালা ইবাদতের জন্য আমাদের জন্ম কিন্তু আমরা তা ভুলে সাধারন জিবন নিয়ে পরে থাকি তাই এতো সমস্যা হয়ে থাকে ধর্মের নিয়ম আনুসারে চলুন কখনো আপনার সন্তান খারাপ হবে না
কমেন্ট করুন লাইক করুন
মাদক থেকে দূরে থাকি দূরে থাকার পরামর্শ দেই।
©somewhere in net ltd.