![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি মাতৃভুমিকে । ভালবাসি দেশের মানুষকে । আসলে ইচ্ছে করেই বেসুরো গাই মাঝেমাঝে যাতে এই একটানা সুর নতুন হয়ে বুকে বাজে বিরহের জ্বালার পরেই মধুর লাগে মিলনসুধাপান এ তো রাগ নয় গো, এ যে অভিমান এ শুধু তোমায় চাওয়ার আরও বেশি কাছে পাওয়ার ছলভরা গান... এ যে অভিমান
ইন্টারনেট থেকে একটি ফাইল ৪৩৮.৬২ মেগাবাইট নামানোর সময় ৮৩.৬৭% কমপ্লিট হবার পর নেট ডিসকানেক্ট হয়ে যায়। অবশ্য আগেই বলেছিল ফাইল টি রিজিইম সাপোর্টেড না । সো এখন আবার নতুন করে ডাউনলোড করতে হবে। কোন কি উপায় আছে যাতে আমি প্রথমে না গিয়ে আবার ঐ জায়গা থেকে আবার ডাউনলোড শুরু করাতে পারব।
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬
আতিকুল০৭৮৪ বলেছেন: janina kaj hobe kina,,resume support na korle again full download korte hobe may be..expert ra aro valo bolte parben
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৯
মেমননীয় বলেছেন: ১. প্রথমে আবার ডাওনলোড শুরু করুন।
২. শুরু হলে ঐ ফাইলের Properties থেকে Address copy করুন।
৩. ডিসকানেক্ট হওয়া ফাইলের Properties এ copy কৃত Address Paste করুন।
৪. এরপর পুরাতন ফাইলটিকে আবার Resume/Start করুন।
৫. এটা চালু হয়ে যাওয়ার কথা ।
৬. চালু হলে নতুনটি বন্ধ করে দিন।
তবে এটি কোন Software হলে কাজ নাও করতে পারে, Video/Music হলে Play হবে।
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২
বিচছু বলেছেন: প্রথমে ১. সাইট থেকে অনুরুপ কপি ডাউনলোড লিন্ক আড্রেস কপি তারপর পেস্ট করুন poperties এ address e :-<