![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি মাতৃভুমিকে । ভালবাসি দেশের মানুষকে । আসলে ইচ্ছে করেই বেসুরো গাই মাঝেমাঝে যাতে এই একটানা সুর নতুন হয়ে বুকে বাজে বিরহের জ্বালার পরেই মধুর লাগে মিলনসুধাপান এ তো রাগ নয় গো, এ যে অভিমান এ শুধু তোমায় চাওয়ার আরও বেশি কাছে পাওয়ার ছলভরা গান... এ যে অভিমান
sony xperia LT26 clone এই মোবাইল সম্পর্কে বিস্তারিত জানতে চাই। অর্থ্যাৎ চার্জ, ব্যবহার, সুবিধা, অসুবিধা জানায় যান।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩২
আমি শুধুই পাঠক বলেছেন: "clone" মোবাইল বলতে আমি যতদুর জানি চাইনিজ ডুপ্লিকেট সেটগুলোকে বোঝায়। আর চাইনিজ প্রোডাক্ট নিয়ে আশা করি নতুন করে বলার কিছু নাই।