![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি মাতৃভুমিকে । ভালবাসি দেশের মানুষকে । আসলে ইচ্ছে করেই বেসুরো গাই মাঝেমাঝে যাতে এই একটানা সুর নতুন হয়ে বুকে বাজে বিরহের জ্বালার পরেই মধুর লাগে মিলনসুধাপান এ তো রাগ নয় গো, এ যে অভিমান এ শুধু তোমায় চাওয়ার আরও বেশি কাছে পাওয়ার ছলভরা গান... এ যে অভিমান
এ্যাপাচার ৮ জিবি ওপেন করতে গেলে বলে ফরম্যাট করতে হবে। ফরম্যাট করতে গেলে বলে windows was unable to complete the format. । এ অবস্থায় কি করতে পারি পারেলে কেউ সমাধান দেন না হলে হাসপাতালে পাঠাব।
০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৪
নীলনদ বলেছেন: আপনার সূত্র এ্যাপ্লাই করেছি কিন্তু কাজ হচ্ছে না। আপনাকে মতামতের জন্য অশেষ ধন্যবাদ।
২| ০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১৯
স্বপন_সামু বলেছেন: ** স্টার্ট মেনুতে যেয়ে Run এ লিখুন CMD লিখার পর এন্টার দিয়ে যে ডায়ালগ বক্স আসবে (কমান্ড প্রম্ট) ওটাতে format H: লিখবেন।
০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৪
নীলনদ বলেছেন: কাজ হচ্ছে না। ধন্যবাদ।
৩| ০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৪
বাংলার আকাশ বলেছেন: একটু তেল দিয়ে নিন
০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৪
নীলনদ বলেছেন: আমি তো ভাবছি একটু মবিল দিব।
৪| ০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৫
পুচ্কা ছেলে বলেছেন: apacer er websitd theke formatting utility tool ta download kore nin.
৫| ০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৭
সুমন ইসলাম আকাশ বলেছেন: ভাই আমার একটা আছে ২০০ জিবি পেন ড্রাইভ একই সমস্যা
কি যে করি।
৬| ০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৫
অবাক েরাবট বলেছেন: নতুন একটা কিনে নেন ।
EASEUS Partition Master 9.1.1 Professional Edition ব্যবহার করে ফরম্যাট দিন , হয়ে যাবে ইনশাআল্লাহ ।
৭| ০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২৩
ভিটামিন সি বলেছেন: বোনডি, পে ড্রাইভটা খুলে কম্পিউটারটা রিস্টার্ট করুন। লগ ইন করুন এমিনিসট্রেটর হিসেবে। তারপর নিয়মানুসারে ফরম্যাট দিন। যদি কাজ না হয় আপনার বন্ধুর পিসিতে নিয়ে ট্রাই করুন। তাও যদি না হয়, ফেলে দিয়ে নতুন একটা কিনে নিন। দাম তো খুব বেশি না।
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১৮
স্বপন_সামু বলেছেন: স্টার্ট মেনুতে যেয়ে Run এ লিখুন CMD তারপর format H: লিখুন (format space H colon), এখানে H হলো যে ড্রাইভে পেনড্রাইভ আছে সেটা লিখুন এবং : চিহ্ন দিন, যেমন আমার পিসিতে আসছে H drive এ পেনড্রাইভ তাই আমি লিখব format H: তারপর এন্টার চাপুন। একবার না হলে দুবার এন্টার চাপুন। Y লিখতে বললে Y চাপুন এবং এন্টার দিন। আশা করি ফরমেট হয়ে যাবে।