![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি মাতৃভুমিকে । ভালবাসি দেশের মানুষকে । আসলে ইচ্ছে করেই বেসুরো গাই মাঝেমাঝে যাতে এই একটানা সুর নতুন হয়ে বুকে বাজে বিরহের জ্বালার পরেই মধুর লাগে মিলনসুধাপান এ তো রাগ নয় গো, এ যে অভিমান এ শুধু তোমায় চাওয়ার আরও বেশি কাছে পাওয়ার ছলভরা গান... এ যে অভিমান
Accounting Software Tally শেখার টিউটরিয়াল এবং Software টির রেজিষ্ট্রেশন কাদের কাছে পাওয়া যায় কেউ কি বিস্তারিত জানাতে পারবেন?
২| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৯
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: এসটিএম ভিশন, গ্রীণ রোড, ঢাকা টাওয়ারের কাছাকাছি, এরা অথরাইজড্ ডিলার, সম্ভবত: ৬ হাজার টাকা নেয় পুরো কোর্সে।
বিআইটিএস, ধানমন্ডি ক্লাবের উল্টোদিকে, ৪ তলায়, এরাই আদি ডিলার ছিলো, ব্যবসা ধরে রাখতে পারে নাই। এরাও ট্রেনিং দেয়। সম্ভবত: ৪ হাজার টাকা নেয়।
আমি বিআইটিএস থেকে ট্রেনিং নিয়েছি। পরে আমার চাকরিদাতা কোম্পানীর হয়ে এসটিএমের সাথেই কাজ করেছি।
সিঙ্গল ইউজার ৪৫০০০ টাকা।
মাল্টি ইউজার ৯০০০০ টাকা।
নিজে ব্যক্তিগত ভাবে শিখতে চাইলে ওদের থেকে ডেমো কপি পাবেন, যা দিয়ে শিখতে পারবেন কিন্তু কাজ করা যাবে না।
নিজে বাজারে পাইরেটেড কপি যোগার করতে পারেন। পাইরেটেড কপি কিছুদিন পর পর ক্রাশ করে। এবং অনেক অপশন পাওয়া যায় না। এরপরও অনেকে পাইরেটেড কপি দিয়েই কাজ চালাতে পারে একটু দক্ষতা অর্জন করলে।।
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫০
রাতুল রেজা বলেছেন: বিডিজবস ট্রেইনিং এ ট্যালির ওপর ট্রেনিং হয়। ওখানে ট্রেনিং নিলে সব ই বুঝতে পারবেন। আমি নিয়েছিলাম। ট্যালির অথরাইজড ডিলার অনেকেই মনে হয় তবে STM Vision এরা আমাদের ট্রেনিং দিয়েছিল। এদের অফিস গ্রীন রোডে। এরাই রেজিস্ট্রেশন দেয় তবে দাম অনেক, লাখ খানেকের কাছাকাছি।