![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি মাতৃভুমিকে । ভালবাসি দেশের মানুষকে । আসলে ইচ্ছে করেই বেসুরো গাই মাঝেমাঝে যাতে এই একটানা সুর নতুন হয়ে বুকে বাজে বিরহের জ্বালার পরেই মধুর লাগে মিলনসুধাপান এ তো রাগ নয় গো, এ যে অভিমান এ শুধু তোমায় চাওয়ার আরও বেশি কাছে পাওয়ার ছলভরা গান... এ যে অভিমান
উইন্ডোজ-৭ এবং অফিস ২০০৭ এ বিজয় একাত্তর দ্বারা কোন বাংলা শব্দ টাইপ করার পর এবং সেই শব্দের শেষে যদি "র" থাকে স্পেস পুশ করার পর সাথে সাথে "র" পরিবর্তিত হয়ে "ও" হয়ে যায়। এই "র" পরিবর্তিত হয়ে "ও" হয়ে যাওয়া কিভাবে ঠেকানো যায়। কোন টেকি ভাই-বোন পারলে সমাধান দেন।
২| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ৮:২৪
শহীদ ভূইয়া বলেছেন: হসন্ত (্) দিলেই ঠিক হয়ে যাবে....
৩| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ৮:৫৮
উড়োজাহাজ বলেছেন: অটো কারেক্ট অপশন থেকে সবকটি টিক উঠিয়ে দিন। এর জন্য র এর কাছে মাউস নিলে দেখতে পাবেন অশপন দেখায়।
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৪ রাত ৮:২৪
বেকার সব ০০৭ বলেছেন: অভ্র ব্যাবহার করেন সবচেয়ে ভাল হবে