![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি মাতৃভুমিকে । ভালবাসি দেশের মানুষকে । আসলে ইচ্ছে করেই বেসুরো গাই মাঝেমাঝে যাতে এই একটানা সুর নতুন হয়ে বুকে বাজে বিরহের জ্বালার পরেই মধুর লাগে মিলনসুধাপান এ তো রাগ নয় গো, এ যে অভিমান এ শুধু তোমায় চাওয়ার আরও বেশি কাছে পাওয়ার ছলভরা গান... এ যে অভিমান
আমার আসুস মডেলের K-46C কোর আই-৩ নোটবুক ল্যাপটপ- সমস্যা হচ্ছে কোন গেম খেলার সময় স্কীনের দুইপাশে দুই ইঞ্চি করে জায়গা কালো হয়ে গেম শো করে। মানে ফুল স্কিন শো করে না। আমার ব্যক্তিগত ভাবে মনে হচ্ছে রেজুলেশনের কোন সমস্যা । আইডিবিতে নিয়ে গেছিলাম ইন্জিনিয়ার বলল গেমের সমস্যা। কিন্তু ঐ একই গেম ডুয়েল কোর ডেক্সটপে খেলার সময় কোন সমস্যা নেই। আবার লো কনফিগারেশনের ল্যাপটপে খেললেও কোন সমস্যা নেই। উল্লেখ্য আমার ল্যাপটপে উইন্ডোজ অপারেটিং সিস্টেম জানালা-৭, ৬৪ বিট। যথাযথ সমাধান দিয়ে কেই আমাকে সাহায্য করুন।
****Asus Graphics Driver টা পারলেও দিয়েন।****
২| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩২
পুরান লোক নতুন ভাবে বলেছেন: ভাই এইটা গেমসের সমস্যা!! আপনি খামাখা ঘাবড়াইয়েন না!!
৩| ১৩ ই জুলাই, ২০১৪ সকাল ১১:২২
নক্শী কাঁথার মাঠ বলেছেন: যে গেমটা খেলছেন সেটার কনফিগারেশন সেটিংস এ গিয়ে দেখুন রেজ্যুলেশন অপশনটা খুঁজে পান কিনা। সেখানে ল্যাপটপ স্ক্রিনের নেটিভ রেজ্যুলেশন সেট করে দিলেই ফুল স্ক্রীন দেখতে পারবেন। তবে গেমটিতে এই রেজ্যুলেশন সাপোর্ট না থাকলে কিছু করার নেই, এভাবেই খেলতে হবে।
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০১৪ রাত ১০:২৩
অংকন কুরী বলেছেন: This is Tutorial How to Play Game Full Screen on Windows 7 / Windows 8. Just simply follow these step:

1. Right click the Desktop, then select Screen Resolution,
2. Select the lowest resolution available,
3. Then, select Advanced Settings,
4. Select Intel Graphic and Media Control Panel tab, then select "Scale Full Screen" at Scaling options,
5. Now, back to resolution setting and restore your Default / Recommended resolution.
-------------------------------------
This worked for Windows 7 & Windows 8 Operating System. I hope this helpful for solve your problem
Join in my group