![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি মাতৃভুমিকে । ভালবাসি দেশের মানুষকে । আসলে ইচ্ছে করেই বেসুরো গাই মাঝেমাঝে যাতে এই একটানা সুর নতুন হয়ে বুকে বাজে বিরহের জ্বালার পরেই মধুর লাগে মিলনসুধাপান এ তো রাগ নয় গো, এ যে অভিমান এ শুধু তোমায় চাওয়ার আরও বেশি কাছে পাওয়ার ছলভরা গান... এ যে অভিমান
জানালা ৭ আমার খুবই প্রিয় অপারেটিং সিস্টেম। সবচেয়ে বেশি প্রিয় ৭ এর ডিফল্ট দাবা গেমটির জন্য। কিন্তু গত কিছু দিন ধরে মাথায় জানালা-৮ গোতাগুতি করছে। জানালা -৮ ঘাটাঘাটি করে কেমন যেন একটু ফ্যাকড়া মনে হচ্ছে। প্রথম ঘাটাঘাটিতে শুধু সাটডাউন দিতেই ৩ ঘন্টা পার করেছি তাও আবার একজনকে ফোনে জিগায়ে। ভাবছি ল্যাপুতে পরিক্ষামূলক ভাবে জানালা-৮ চালাবো। তাই টেকি ভাই বোনদের বলছি কেউ আমাকে একটু সাজেশান দেন জানালা-৮ এর কোন ভার্ষনটা সেটআপ দিব (enterprise, ultimate or other ) বিশেষ করে দাবা গেম পাব কোনটাতে। ৮ এর ব্যাপারে বিস্তারিত জানালে খুশি হব।
২১ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৯
নীলনদ বলেছেন: আনলিমিটেড। এইডা আবার কি বস্!!!!
২| ২১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৯
পয়েন্ট-ব্লাংক বলেছেন: আমার মতে উইন-৯ আসলে সেটাই ইন্সটল করেন। আমি উইন-৮ ইউজ করি কিন্তু এটা আসলে ইউজার ফ্রেন্ডলি না।
৩| ২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৭
৪০৪ পাওয়া যায়নি বলেছেন: ৮.১ বা ৯ চাখেন।
৪| ২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৯
৪০৪ পাওয়া যায়নি বলেছেন: ৮ একটা অভিশাপ।
৫| ২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৫
তূর্য হাসান বলেছেন: আপনার মতই অবস্থায় হয়েছিল আমার। প্রথম দিন শাট ডাউন খুঁজেই পাই নাই। শেষে পাওয়ার অফ করেছি। পরদিন কাকতালীয়ভাবে পেয়েছি তাও অনেকক্ষণ নাড়ানাচা করার পর। ৮ একদমই বুঝি না। ভাবছি ৭ ইন্সটল করবো।
৬| ২১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১২
সাইফুল আজীম বলেছেন: জানালা ৮.১.
৭| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৩৯
মেমননীয় বলেছেন: Windows 8 এর Ultimate version কবে রিলিজ হলো?
৮| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০৮
হাসনাইন রিয়েল বলেছেন: vai all time update thakar try koren. windows 8.1 use koren. windows 8 a kichu problem cilo jata 8.1 a nai. r 8.1 ar kache 7 kichu na. aktu time dila use to hoye jaben
৯| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ১০:১৩
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: না
©somewhere in net ltd.
১|
২১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৬
পয়েন্ট-ব্লাংক বলেছেন: আনলিমিটেড।