![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি মাতৃভুমিকে । ভালবাসি দেশের মানুষকে । আসলে ইচ্ছে করেই বেসুরো গাই মাঝেমাঝে যাতে এই একটানা সুর নতুন হয়ে বুকে বাজে বিরহের জ্বালার পরেই মধুর লাগে মিলনসুধাপান এ তো রাগ নয় গো, এ যে অভিমান এ শুধু তোমায় চাওয়ার আরও বেশি কাছে পাওয়ার ছলভরা গান... এ যে অভিমান
উইন্ডোজ এক্সপিতে স্কাইপ পুরাতন ভার্ষন ইনষ্টল করা ছিল। সয়ংক্রিয় ভাবে লগআউট হওয়ার পর আর কোন ভাবে লগ ইন করতে পারিনি। স্কাইপ আন-ইনষ্টল করে আবার ইনস্টল করেও না। নতুন করে উইন্ডোজ ইনষ্টল করেও পারিনি। স্কাইপ এর সাইট থেকে নতুন ভার্ষন ডাইনলোড করে ইনষ্টল করতে গেলে নিচের মেসেজ দেখায় । এখন আমি কি করতে পারি?
Failed to get proc address for getLogicalProcessorInformation (ERNEL.dll)
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০৭
নীলনদ বলেছেন: ধন্যবাদ মহামূল্যবান মতামতের জন্য।
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৮
স্বপ্নবিলাসী আমি বলেছেন:
স্কাইপ ৬.১৮ ভার্সন থেকে উইন্ডোজ এক্সপিতে(সার্ভিস প্যাক-২) সমস্যা করা শুরু করেছে। আপনি সার্ভিস প্যাক আপডেট করে দেখুন কাজ হয় কিনা!! আমারও সমস্যা ছিল। আমি সমাধান করেছি একটু অন্য ভাবে!! আমি ৬.১৪ ভার্সন ইনষ্টল করে সমাধান করেছি!! আপনিও এটা ব্যবহার করতে পারেন!! আমি যেহেতু ৬৪ বিট উইন্ডোজ এক্সপি ব্যবহার করি, তাই এটার জন্য সার্ভিস প্যাক-৩ নাই। তাই বাধ্য হয়েই ৬.১৪..........................।
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৬
টু-ইমদাদ বলেছেন: নিচের দুইটি লিংক দেখতে পারেন সমাধানের জন্য. . .
http://www.youtube.com/watch?v=WVylbiIs45Y
Click This Link
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৫
হেডস্যার বলেছেন:
এই লিঙ্ক থেকে উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ৩ ডাউনলোড করে ইন্সটল করে নেন।
Click This Link
কাজ না হলে পয়সা ফেরত....