![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি মাতৃভুমিকে । ভালবাসি দেশের মানুষকে । আসলে ইচ্ছে করেই বেসুরো গাই মাঝেমাঝে যাতে এই একটানা সুর নতুন হয়ে বুকে বাজে বিরহের জ্বালার পরেই মধুর লাগে মিলনসুধাপান এ তো রাগ নয় গো, এ যে অভিমান এ শুধু তোমায় চাওয়ার আরও বেশি কাছে পাওয়ার ছলভরা গান... এ যে অভিমান
আমার HP ENVY 4-4014tx Laptop টি অরজিনাল Windows-7 Core i5 Thailand থেকে আনানো । ২ ডিরাইফ ছিল ডি তে রিকভারি ফাইল। আইডিবি তে নিয়ে গেছিলাম পার্টিশন করানোর জন্য। ইন্জিনিয়ার বলল দু ভাবে ব্যাক আপ রেখে পার্টিশন করা যাবে। এক ডিভি তে আর এক পেনড্রাইপ এ । তো তার কথা মতো ১২০০ টাকা দিয়ে পেনড্রাইপ কিনে দিলাম। ব্যাক আপও রাখল কিন্তু পার্টিশন করে আর রিকভার করতে পারল না। এখন আমি কি করতে পারি? আমার মনটা এতই খারাপ যে কিছু সহ্য করতে পারছি না।
আমাকে কেউ ভালো কোন পরামর্শ দেন।
২| ০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১:১৯
নক্শী কাঁথার মাঠ বলেছেন: পাইরেটেড আল্টিমেট এডিশন দিয়ে আপনি ডোমেইনে জয়েন করতে পারবেন, যেটা হোম এডিশন দিয়ে পারবেননা। কাজেই যা হয়েছে ভালোই হয়েছে। বিল গেটস মামা টাকা যেটা পাবার সেটা পেয়েও গেছে, বিল গেটস এবং আপনার দুজনেরই এখন খুশি থাকা উচিৎ।
৩| ০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১:২১
লিংকন১১৫ বলেছেন: আপনার লেপির পিছনে দেখুন ইস্টিকার লাগানো আছে , জাতে আপনার অরজিনাল জানালার সিরিয়াল কী দেয়া আছে , আপনার লেপি আগে যে জানালার ভার্সন দেয়া ছিল সেটা সেটআপ দিন এবং আপনি আপনার অরজিনাল সিরিয়াল টা প্রবেশ করান
৪| ০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১:২৬
যোগী বলেছেন:
মাথা ঠান্ডা রাখেন এমন মহা কিছু হয়ে যায়নি। আপনাকে এইচপির সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে। তারা আপনার কাছে আপনার পিসির সিরিয়াল নাম্বার চাইবে যে টা আপনার পিচির ব্যাক কাভারে আছে।
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১:১৭
নক্শী কাঁথার মাঠ বলেছেন: অরিজিনাল ওএস এর জন্য এতো মন খারাপ করার কিছুই নেই। ওটা সম্ভবত হোম এডিশন ছিলো, পাইরেডে আপনি আল্টিমেট এডিশন পাচ্ছেন, যাতে অনেক বেশি ফিচার থাকে, বিশেষ করে কর্পোরেট নেটওয়ার্কে ইউজ করার জন্য। একটা বৈধ, আরেকটা অবৈধ, এটাই হলো একমাত্র খারাপ কথা। আমি যতোবার ল্যাপটপ কিনেছি, প্রথম কাজটাই করেছি অরিজিনাল ওএস ফেলে দেয়া