নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Tariqulir

Tariqulir › বিস্তারিত পোস্টঃ

আমার দেখা অসাধারন একটি এনিমেশন মুভি জুটোপিয়া!

২১ শে জুন, ২০১৭ রাত ৯:১৯

জুটোপিয়া! কি বলবো? একটু দেরী করে হলেও দেখে নিলাম মুভিটা। অন্যদের কেমন লাগবে জানিনা। কিন্ত, আমার খুবই ভালো লেগেছে। অবশ্য, ২০১৬ তে জুটোপিয়া শ্রেষ্ঠ এনিমেশন মুভির এওয়ার্ড জুটোপিয়া! কি বলবো? একটু দেরী করে হলেও দেখে নিলাম মুভিটা। অন্যদের কেমন লাগবে জানিনা। কিন্ত, আমার খুবই ভালো লেগেছে। অবশ্য, ২০১৬ তে জুটোপিয়া শ্রেষ্ঠ এনিমেশন মুভির এওয়ার্ড জুটোপিয়া! কি বলবো? একটু দেরী করে হলেও দেখে নিলাম মুভিটা। অন্যদের কেমন লাগবে জানিনা। কিন্ত, আমার খুবই ভালো লেগেছে। অবশ্য, ২০১৬ তে জুটোপিয়া শ্রেষ্ঠ এনিমেশন মুভির এওয়ার্ড জুটোপিয়া! কি বলবো? একটু দেরী করে হলেও দেখে নিলাম মুভিটা। অন্যদের কেমন লাগবে জানিনা। কিন্ত, আমার খুবই ভালো লেগেছে। অবশ্য, ২০১৬ তে জুটোপিয়া শ্রেষ্ঠ এনিমেশন মুভির এওয়ার্ড পেয়েছিলো।

জিজনি ও মোশন পিকচারের পরিবেশনায় মুভিটির পরিচালক রিচ মুরি ও বেকন হওয়ার্ড
অসাধারন পরিচালনা। সত্যিই।

কাহিনীঃ জুটোপিয়া হলো জীবজন্তুদের শহর। সেখানেই বাস করে তারা। তাদের মধ্যে বানিবারোর বাসিন্দা খরগোশ জুডি হপসের স্বপ্ন জুটোপিয়ার পুলিশ অফিসার হওয়া। যেমন খুশি তেমনভাবে চলে সে। কিন্তু তার মা বনি ও বাবা স্টু মেয়েকে অন্যকিছু করাতে চেষ্টা চালিয়ে যান। কিন্তু হপসের স্বপ্নের পথে কিছুই বাঁধা হয়ে দাঁড়াতে পারে না। অবশেষে শহরের পুলিশ বিভাগ নিয়োগ দেয় খরগোশ জুডি হপসকে। অতি কাঙ্ক্ষিত চাকরিটা পেয়ে বেজায় খুশি জুডি। কিন্তু চাকরির কিছুদিন যেতে না যেতেই শহরে ঘটতে থাকে একের পর এক রহস্যজনক ঘটনা। জুডিও দমবার পাত্র নয়। কোমর বেঁধে লেগে পড়ে রহস্য উদ্ঘাটনে।

আপনি যদি না দেখে থাকেন এখনি দেখে নিন। একজন এনিমেশন মুভি লাভার এই মুভি না দেখে থাকতে পারে না

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:৪০

আরজু পনি বলেছেন: জুটোপিয়া দেখেছি। তাই খুব আগ্রহ নিয়ে পড়া শুরু করেছিলাম।
আপনি পুরো পোস্টটা অনুগ্রহ করে লাইন ধরে ধরে পড়ুন। তাহলে পোস্টের সমস্যা ধরতে পারবেন।
ব্লগ যাত্রা শুভ হোক।

২| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:৫১

Tariqulir বলেছেন: ধন্যবাদ, প্রথম বার পোষ্ট করলাম তাই হয়ত একটু আধটু ভুল হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.