![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রভূ তুমি ক্ষমা কর মোরে
ছিলাম অন্ধ আমি, ঘুমেরও ঘোরে
তোমার তরে আমি বন্ধ রেখেছিলাম
আমার হৃদয়ও দোয়ার
আলো ভেবে আমি চলেছিলাম যে পথে
সে পথে ছিল না যে আলো
অন্ধ গহীনে নিমজ্জিত হয়েছিলাম
কেমনে ধুয়ে ফেলব এ কালো
কালো কালোতে আমার চারিধার
পঙ্কিলতায় শংকীর্ন
বন্ধ কোরনা তোমার দোয়ার
আমি যে বড়ই যরাজীর্ন
যীর্ন জড়ায় ক্লান্ত আমি
দাড়াবার ক্ষমতা যেন বড় ক্ষীন
কেমনে আমি মাথা উচু করে দাড়াব
শেষ বেলায় লাগে বড় দ্বীন
ভাল লাগেনা আমার কোন কিছুই আর
ভাল লাগে না জাগতিক কোন কিছু
অন্ধ পঙ্কিলে যে আলো দেখেছিলাম
ভুল হয়েছিল নেয়া তার পিছু
ক্ষনিকের তরে পাঠিয়েছিলে এ ভূবনে
সঠিক পথে চলতে যে পারিনি
হায় হায় করে ক্ষমা চাই এখন
জানিনা কতটুকু ক্ষমা পাব কতখানি
দয়ার সাগর, ক্ষমার আধার
জানি তুমি ক্ষমা করবে মোদের
আমরাতো ছোট অতি ক্ষুদ্র
ক্ষমার সাগর জানি তুমি আমাদের।
©somewhere in net ltd.