![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নৃত্য, কলা, সংগীত, কৃষ্টি
নাটক, সিনেমা, বায়োস্কোপ
সৃষ্টি হয় সে আপন বলয়ে
মানব হৃদয়ে তার বড় সংযোগে
কলা সৃষ্টি হয় মানুষের আবেগে
মানুষ তাকে ধারন করে
কলার পথ আপনি সৃষ্টি হয়
মানুষের প্রয়োজনেই সে সেই পথে হাটে
জীবনের পদ্য, গদ্য ও প্রবন্ধ
যাই বলিনা কেন
কৃষ্টি , কলা ও সংস্কৃতির সম্পৃক্ততা
মানুষেরই প্রয়োজনীয়তা ছিল
মনের আবেগ ভাবের প্রদান
সবাই কি সব প্রকাশ করতে পারে
কলার দর্পনে কত কথা রচে
হৃদয়কে মুগ্ধতায় ভরে
মুগ্ধ চিত্তে শিল্প, সাহিত্য ও কৃষ্টির যে অবদান
মানুষ তাহাকে বরন করেছে
জীবন পথের প্রতিটি পদে পদে
স্বীকার করে দিয়েছে তার প্রতিদান
কোন জাতি যদি বড় হতে চায়
সম্মান করতে হবে তার শিল্প, সাহিত্য ও কৃষ্টিকে
তবেই দেশ সমৃদ্ধিতে সমৃদ্ধ হবে
বিশ্ব সমাদৃত করবে এমন দেশটিকে।
©somewhere in net ltd.