![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ মানুষকে কষ্ট দিবে
এটা কি ধরনের কর্ম
বুঝেও এ মন বুঝে না যে
দুষ্কর্মের বিরুদ্ধে দাড়ানোই হোক ধর্ম
অন্যয়ের বিরুদ্ধে কেন না গর্জে উঠি সকলে
সামাজিক বাঁধন সামাজিক বন্ধন
অনেক কিছুই করতে দেয়না
জীবন বুঝি যায় বিফলে
জানি সবই, বুঝিও সবই
ন্যায়ের কথা, সত্যের কথা বলতে গেলে
বেয়াদব বলবে, উগ্র বলতে চাইবে অনেকেই
তবুও বাঁধ ভাঙ্গা মন বুঝতে চায় না
হুঙ্কারিয়ে বলে অন্যায়কে মানিনা
মুখ বুঝে সইতে হয় যাতনা জানি অনেক
কখনো কখনো ধিককার দিতে ইচ্ছে হয়
সৃষ্টিকর্তাকে ক্ষনেক
সময়ের সাথে মূল্যবোধের ব্যবধান এত বেশি
সত্য মিথ্যা কিভাবে নির্ধারিত হবে জানিনা সেটি
ময়ূরের সাজে কাকের এতই বিস্মৃতি
মিথ্যার সাথে সত্যের হয়ে যাচ্ছে সম্পৃতি
তবুও ধ্রুবতারা হয়ে সত্যেরই জয় হয়
কষ্ট দিয়েও ব্যাভিচারী পরাজিত হয়ে রয়।
©somewhere in net ltd.