নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Tariqulir

Tariqulir › বিস্তারিত পোস্টঃ

ফেসবুক!

৩০ শে জুন, ২০১৭ রাত ৮:৪১

মনে করুন ফেসবুকটা একটা পৃথিবী। আর আপনি
সে পৃথিবীতে বর্তমানে অবস্থান করছেন।
আপনার যে আইডিটা আছে ধরে নিন সেটা একটা
জীবন্ত প্রাণ বা আপনার মানুষত্ব্য রূপ। আপনার
ফ্রেন্ড লিস্টে যেসব আইডি আছে
সেগুলো আপনার বংশধর। আপনার কমবেশ
যাদের সাথে মিউচুয়াল আছে তারা হল আপনার
প্রতিবেশী।
লাইক, কমেন্ট, চ্যাটিং, লিখালিখি এসব হল যারযার
কৃতকর্ম। পেইজ, গ্রুপ, ইভেন্টক এগুলোকে
ধরুন বড় বড় বিভিন্ন নামের সংগঠন বা রাজনৈতিক দল।
যা যা পাবেন এখানেঃ
এখানে ঠাট্টা হাসি রংতামাশা আছে। নিশিকন্যাদের
আনাগোনা আছে। আলোচনা সমালোচনা
আছে। সারারাত জেগে জেগে ওপাশটার সাথে
কুটকাট আছে। মনে ক্ষীণ সন্দেহ হলে
পিছুটানও আছে।
এখানে জন্ম আছে। মৃত্যু আছে। আবার
পুনর্জন্মও আছে। এখানে ঝগড়াঝাঁটি হয়। মনমালিন্য
হয়। আবার মিলেমিশেও একেকজন একাকার।
এখানে আইনশৃঙ্খলা বাহিনী আছে নানানরকম
স্পামার। প্রশাসন আছে। বিরোধীদলীয়ও
আছে। রণ যুদ্ধ হয়। খেলা হয়। জয় বিজয়ে মত্ত
প্রাণময়।
এখানে বন্দুকযুদ্ধ আছে। হাসপাতাল আছে।
চিকিৎসক আছে। ফার্মেসী আছে। পাগল
আছে। মহাপাগল আছে। বাজার আছে। বাণিজ্য
আছে। দোকানপাট আছে। ক্রয়বিক্রয়ও আছে।
এখানে প্রেম আছে। বিচ্ছেদ আছে। বিবাহ
আছে। তালাক আছে। সারারাত কানের বদলে
ইনবক্সে গুঁতাগুঁতিও আছে।
এখানে লুচু আছে। লুচি আছে। হেটার্স আছে।
সাপোর্টারস আছে। চোখের সামনে আর না
দেখার ব্যবস্থা আছে। ফ্যামিলি থেকে ত্যাজ্য
করার সিস্টেমও আছে।
এখানে সুশীল আছে। নাপিত আছে। চিন্তাশীল
আছে। সিরিয়াল কিলার আছে। লেডি কিলার আছে।
লেডি এক্সপ্রেস আছে। নিশিচুদ্রী আছে।
জন্মগত সেলেব্রিটিও আছে।
এখানে বিনোদন আছে। বিনোদনের ডিব্বা
আছে। আটা সুন্দরী আছে। ময়দা সুন্দরী
আছে। জরিনা আছে। চকিনা আছে। হাতিপু আছে।
বিখ্যাত আলালের বউ কুখ্যাত দুলালীও আছে।
এখানে পুণ্যবান ব্যক্তি আছে। পাপী আছে।
ধার্মিক আছে। নাস্তিক আছে। প্রচারক আছে।
ইস্যু আছে। এরপর টিস্যুও আছে।
এখানে বড় ভাইবোন আছে। ছোট ভাইবোন
আছে। শাসন আছে। শাসক আছে। আদর আছে।
ধরি আনি মাইরালাও আছে।
এখানে চোর আছে। ডাকাত আছে। হেতি
চোর আছে। কপিবাজ আছে। হ্লা আছে হ্লি নাই।
কুত্তা আছে কুত্তী নাই। বন্ধু আছে বান্ধবী
নাই।
এখানে আকাম আছে। কুকাম আছে। শত্রু
আছে। মিত্র আছে। বিখ্যাত আছে। কুখ্যাত
আছে। ভাবওয়ালা আছে। ভাবের গোডাউনও
আছে।
এখানে স্কুল আছে। কলেজ ভার্সিটি আছে। কবি
মহাকবি আছে। দালালি আছে। গালাগালি আছে।
লেখকলেখিকা আছে। পাঠকপাঠিকা আছে।
নৈতিকাব্য আছে। অনৈতিক কাব্যও আছে।
আরো অনেক কিছুই আছে এই নীলসাদার
দুনিয়ায়। বেলাশেষে হুট করে একদিন আইডিটা
ডিজেবল হল, যদি ব্যাক ফিরে আসে তাহলে
মনে করুন আপনি হাসপাতাল থেকে সুস্থ হয়ে
এসেছেন। আর যদি না ফিরিয়ে আনতে পারেন
তাহলে মনে করুণ আপনার মৃত্যু হয়েছে। হবে
আবার নতুনত্ব পুনর্জন্মে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.