নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টারজান০০০০৭

টারজান০০০০৭ › বিস্তারিত পোস্টঃ

যে সঙ্গীতের শুরুতেই গালিগালাজ, সেটা নিয়ে প্রশ্ন তুলতে এতটা সময় লাগলো কেন? জাতির বিবেকের কাছে প্রশ্ন।

০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:২৩




জাতীয় সংগীতের কথা বলা হইতেছে ! "আমার 'সোনা'র বাংলা "! এই 'সোনা ' শব্দের যে কত ধরণের অর্থ আছে তাহা বুঝি গুনিয়া শেষ করা যাইবেক না ! আমার এক বন্ধুবরকে ফোনে কথা বলার সময় বলিলাম, শোনা যাইতেছে না ! উত্তরে যাহা বলিল তাহা অকথ্য সাহিত্য !

সাকা চৌধুরীর সেই লাল-মিয়া সোনা মিয়ার কথা মনে আছে ?

“ পঞ্চম সংশোধনীর কথা আর কি বলব? সোনা মিয়ারে বানাইসে লাল মিয়া আর লাল মিয়ারে বানাইসে সোনা মিয়া। মিয়া কিন্তু ঠিকই আছে। সোনা ডা খালি লাল হইয়া গেছে। ” হে হে হে !

এক্ষণে এই জেন্ জেনারেশন জাতীয় সংগীতের 'সোনা' কাইট্যা দিতে চাহিতেছে !

আন্নেরা কি কন?

(ইহা আমার এক বন্ধুবরের সার্কাজম পোস্ট হইতে সংগৃহিত ! )

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




সোনা কাইটা লাল করতাম চান?

০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৫৮

টারজান০০০০৭ বলেছেন: নারে ভাউ ! এতদিন বিচি ফালাইছি ! এবং আবার সোনাও কাইট্যা দিতে কন ! ফিরি সার্ভিস আর কতকাল ! এইবার মালপানি ছাড়েন !

তাছাড়া সোনা কাইট্যা দিলে থাকবো কি ?

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:১৯

অপু তানভীর বলেছেন: সোনা নামের সব কিছু কেটে লাল করা উচিৎ :D

০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:০২

টারজান০০০০৭ বলেছেন:
কয়জনার সোনা কাটবেন ভাইডি ! তামাম সোনা কাইট্যা ফেললে , বিদায় পিতিবি হইয়া যাইবো ! :D

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সাকা চৌধুরী কিন্তু সাবেক পিএম-কে বলেছিলেন, আমার সোনা নিয়ে কেন টানাটানি করেন? পরে অবশ্য সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলেন, ছি ছি ছি আমি ঐ সোনার কথা বলিনি...

০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:০৪

টারজান০০০০৭ বলেছেন: সেইটাইতো ! জাতীয় সংগীতে যে কোন সোনা বুঝাইতেছে তাহা জেন্ জেনারেশনরে কে বুঝাইবে ? :D

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৪০

কামাল১৮ বলেছেন: সরকার আরেকটু মজবুত হলে এখানেই কাটা কাটি শুরু হবে।প্রথমেই আসছে আমেরিকা।আসার আগে লাল তালিকাভুক্ত করছে বাংলাদেশকে।যাতে তার সব কথা মেনে নেয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.