নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাটম্যান এবং স্পাইডারম্যান ছুটিতে যাওয়ায় সুপারম্যান বেচারা একা হইয়া পড়িল ! সে একা একা উড়িয়া বেড়ায়। একদিন সে সাগরের পারে উড়িতেছে, হঠাৎ দেখিতে পাইল ওয়ান্ডারওম্যান জন্মদিনের পোশাকে মিশনারি স্টাইলে শুইয়া রহিয়াছে ! দেখিয়া সুপারম্যানের জিংজিং খেলার সাধ হইলো ! সুপারম্যান প্ল্যান করিল অতি দ্রুত কাজ সারা হইবেক । ওয়ান্ডারওম্যান কিছু বোঝার আগেই খেলা ফাইনাল করিতে হইবেক !
প্রায় বিশ মাইল উপর থেকে ১০০০ মাইল বেগে নিচে নামিয়া সরাসরি ওয়ান্ডারওম্যানের উপর এ্যাটাক।
২ সকেন্ডের মধ্যে কাজ সারিয়া সুপারম্যান ভাগলবা । কি হলো , কি হলো রবে ওয়ান্ডারওম্যান সাথে সাথে উঠিয়া বসিল !
ওয়ান্ডারওম্যানের উপর জিংজিংরত ইনভিজিবলম্যান বলিল , কিছুইতো বুঝিলাম না, শুধু এইটুকু বলিতে পারি, আমার ইয়ে জ্বলিয়া যাইতাছে !!!!!
(কৃতজ্ঞতা -পুংটা পোলা !)
সুমারম্যান আমেরিকান এম্বেসী হাসিনারে নামাইয়া (!) ওয়ান্ডারওম্যান ভারতরে জিংজিং খেইলা দিছে ! ইহাতে বাঙালি হাততালি দিছে ! কিন্তু দেখা যাইতেছে ব্লগে কাহারও কাহারও ইয়ে জ্বলিয়া যাইতেছে ! তবে কি তাহারা ইনভিজিবল হইয়া ভারতের সাথে জিংজিং খেলিতেছিলো বিধায় তাহাদের জ্বলিয়া যাইতাছে ? ইহা ভিন্ন আর কি কারণ থাকিতে পারে ! (দুঃখিত , আমার মগজ ছোট , পিগমী সাইজের ব্যাখ্যা করিলে বুঝিতে পারিতাম !)
©somewhere in net ltd.