নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেল

তাসনাম

তাসনাম › বিস্তারিত পোস্টঃ

২০ টাকায় বায়োমেট্রিক পদ্ধতিতে আপনার সীমে ফোন করার লাইসেন্স করে দিবে।

২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৩

প্রতিটা ব্লগেই এই অভিযোগ । কথার সাথে কাজের কোন মিল নাই। আগে জেনেছিলাম সীম নিবন্ধে কোন টাকা খরচ হয় না। এখন দেখছি পুরো উল্টো। রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন পয়েন্টে ছাতার নীচে বসে আছে তারা কখন একটা কাষ্টমার পাবে আর তার কাছ থেকে হাতিয়ে নিবেএকটি কড়কড়ে নোট ২০ টাকা।আহা: এত কষ্টের টাকা এভাবে দিতে হবে তা আমরা কেউ ভাবিনী। প্রথম দিকে নিত ১০ টাকা এখন বেড়ে ২০ টাকা তারপর হয়তো আরও বাড়বে কে জানে। ওরা আমার কাছ থেকে যখান টাকা চায় আমার মুখের দিকে তাকায়নি বুঝতে পারছিলাম ওদের একটা অপরাধ বেধ কাজ করছে। ওদের ভিতরেও মনুষ্বত্ব ও আছে facebook এর ভাষায় lol.

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৯

ঢাকাবাসী বলেছেন: দুনিয়াতে সবচাইতে করা..টেড দেশ, আবার প্রমানিত! যদিও সরকার বলছে এক টাকাও লাগবেনা তবু লাগে!

২| ২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৪

শাহারিয়ার ইমন বলেছেন: সার্ভিস চার্জ নেয় দোকানদার ২০ টাকা ।

৩| ২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৪

ছাসা ডোনার বলেছেন: কেন এতদিন হয়ে গেল আপনি কেন কাস্টমার সার্ভিসে গিয়ে বিনা খরচে সিম রেজিস্ট্রেশন করান না, অপেক্ষা করতেছেন শেষদিনের জন্য?

৪| ২৮ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩১

তাসনাম বলেছেন: একজন বলেছেন ২০ টাকা সার্ভিস চার্জ নেয় আর একজন বলেছেন কাস্টমার সার্ভিসে গিয়ে সিম কেন রেজিষ্ট্রেশন করাই নি। দুটো মন্তব্যই ঠিক না কারন ২০ টাকা সার্ভিস চার্জ কেন নিবে তার জন্য ওরাতো বিভিন্ন মোবাইল কোম্পানীর কাছ থেকে কমিশন পেয়ে থাকে।দ্বিতীয়টা বলবো কাস্টমার সার্ভিসে গিয়ে দেখলাম প্রচন্ড ভীড় সিম রেজিষ্টেশন করাতে গিয়ে যদি আমার অফিসে যেতে দেরী হয়ে তাহলেতো সমস্যা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.